কলকাতা, 2 জুন : সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু নিয়ে এবার সরব হলেন বিষ্ণুপুরের সাংসদ বিজেপির সৌমিত্র খাঁ (BJP Saumitra Khan Demand Central Investigation in KK Death Case) ৷ তাঁর দাবি, এই ঘটনায় কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করাতে হবে ৷ আর এই দাবিতে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home Minister Amit Shah) ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷
-
BJP MP @KhanSaumitra writes to Home Minister @AmitShah seeking CBI probe in singer KK's unnatural death in Kolkata. #KK pic.twitter.com/FyXjIcYrX0
— Anand Prakash Pandey (@anandprakash7) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP MP @KhanSaumitra writes to Home Minister @AmitShah seeking CBI probe in singer KK's unnatural death in Kolkata. #KK pic.twitter.com/FyXjIcYrX0
— Anand Prakash Pandey (@anandprakash7) June 2, 2022BJP MP @KhanSaumitra writes to Home Minister @AmitShah seeking CBI probe in singer KK's unnatural death in Kolkata. #KK pic.twitter.com/FyXjIcYrX0
— Anand Prakash Pandey (@anandprakash7) June 2, 2022
এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷
-
Respected HM Shri @AmitShah Ji, I want to request you that Please investigate this matter by the Central Investigation Agency. So, that our KK and his family get justice.@narendramodi @JPNadda @blsanthosh @amitmalviya pic.twitter.com/tLtJQjZW2E
— Saumitra khan (@KhanSaumitra) June 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Respected HM Shri @AmitShah Ji, I want to request you that Please investigate this matter by the Central Investigation Agency. So, that our KK and his family get justice.@narendramodi @JPNadda @blsanthosh @amitmalviya pic.twitter.com/tLtJQjZW2E
— Saumitra khan (@KhanSaumitra) June 2, 2022Respected HM Shri @AmitShah Ji, I want to request you that Please investigate this matter by the Central Investigation Agency. So, that our KK and his family get justice.@narendramodi @JPNadda @blsanthosh @amitmalviya pic.twitter.com/tLtJQjZW2E
— Saumitra khan (@KhanSaumitra) June 2, 2022
ফলে এই নিয়ে বুধবার থেকেই রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) বুধবারই এই নিয়ে সরব হয়েছিলেন ৷ নজরুল মঞ্চের অনুষ্ঠানে আর্থিক অনিয়ম হয়েছে বলে অভিযোগও করেছিলেন তিনি ৷ এই নিয়ে ইডি-র তদন্তের দাবি করেন শুভেন্দু ৷
এবার সরব হয়েছেন সৌমিত্র খাঁ ৷ তিনি কেন্দ্রীয় সংস্থা দিয়ে এই ঘটনার তদন্ত দাবি করেছেন ৷ আর তাতেই কে কে-র পরিবার সুবিচার পাবে বলে তিনি মনে করেন ৷
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠি তিনি টুইটারে পোস্ট করেছেন ৷ টুইটে আবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President JP Nadda), বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ, বিজেপি নেতা অমিত মালব্যকেও ট্যাগ করেছেন ৷
আরও পড়ুন : Suvendu on KK Death : কে কে-র মৃত্যুতে শুভেন্দুর নিশানায় তৃণমূল, ইডি তদন্তের দাবি বিরোধী দলনেতার