কলকাতা, 4 অগস্ট : নজরে 2024-এর লোকসভা নির্বাচন (Loksabha Election 2024) । কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে দিল্লিতে ইঁদুর দৌড় শুরু করেছেন বিজেপি (BJP) সাংসদরা । মূল লক্ষ্য রাজ্যের মানুষকে প্রধানমন্ত্রী কিষাণনিধি থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়া, উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে এইমস তৈরি, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, এক দেশ এক রেশন কার্ড প্রকল্প বাংলায় চালু করা ।
এতদিন পশ্চিমবঙ্গে (West Bengal) কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলিতে বকেয়া অর্থ মেটানোর জন্য বারবার দিল্লিতে দরবার করত রাজ্য সরকার । এবার সেই একই দাবি নিয়ে এবং তার সঙ্গে এই রাজ্যের জন্য নতুন প্রকল্প ঘোষণার জন্য বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছে এই রাজ্য থেকে নির্বাচিত বিজেপির সাংসদরা । রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য যে 2019-এর জেতা 18টি লোকসভা আসন ধরে রাখতে বকেয়া প্রকল্পের টাকা মেটানো এবং রাজ্যের জন্য নতুন প্রকল্প ঘোষণা একান্তই জরুরি ।
আরও পড়ুন : Modi-Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির
এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী ড. সুভাষ সরকার জানান, কেন্দ্রীয় সমস্ত প্রকল্প বাংলায় লাগু করা হবে । রাজ্যের মানুষ সব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে । প্রয়োজনে রাজ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ শিবির করা হবে । সেই শিবির থেকেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলবে রাজ্যের মানুষের । বিজেপির 18 জন সাংসদের কাছেই মূল লক্ষ্য সব ক’টি কেন্দ্রীয় প্রকল্প বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া ।
ইতিমধ্যেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর সঙ্গে বিজেপির 18 জন লোকসভার সাংসদ ও বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত দফায় দফায় বৈঠক করেন । এই বৈঠকে বাংলার জন্য বরাদ্দ সমস্ত কেন্দ্রীয় প্রকল্প দ্রুত রুপায়ণের আবেদন করা হয়েছে ।
আরও পড়ুন : TMC MPs suspended : রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের 6 সাংসদ
বিজেপি সূত্রে খবর, 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ‘দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্য সরকার বাজিমাত করেছে । তাই, দুয়ারে সরকারের পালটা হিসাবে কেন্দ্রীয় সমস্ত প্রকল্প রাজ্যের মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিজেপি সাংসদদের মূল লক্ষ্য । মিশন কেন্দ্রীয় প্রকল্প বলে টানা এক বছর ধরে রাজ্যের মানুষের জন্য কাজ করবে বিজেপি সাংসদরা ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল বারবার করোনার টিকা নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে । বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলায় কম টিকা পাঠানো হচ্ছে । বাংলায় পাঠানো সমস্ত টিকা পাঠানোর তথ্য বিজেপি সাংসদদের জানানো হয় । যার ফলে তৃণমূল অভিযোগ করলেও দ্রুত সমস্ত তথ্য রাজ্যের মানুষের সামনে আনতে পারে বিজেপি ৷
আরও পড়ুন : Modi On Ration System : 2014-র আগে রেশন ব্যবস্থার পূর্ণ সুফল পায়নি গরিবরা : মোদি