ETV Bharat / city

Arjun Singh to join TMC: আজই তৃণমূলে যোগ দিচ্ছেন অর্জুন সিং ! - Arjun Singh to join TMC

আজই তৃণমূলে যোগ দেবেন অর্জুন সিং (Arjun Singh to join TMC)? আজ বিকেল 4 টেয় ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তিনি ফের তৃণমূলে ফিরছেন বলে খবর ৷

BJP MP Arjun Singh to join TMC today
আজই তৃণমূলে যোগ দিচ্ছেন অর্জুন সিং
author img

By

Published : May 22, 2022, 12:30 PM IST

Updated : May 22, 2022, 1:17 PM IST

কলকাতা, 22 মে: আজই তৃণমূলে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh to join TMC)? আজ বিকেল 4 টেয় ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তিনি তৃণমূলে যোগদান করছেন বলে খবর । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ থাকতে পারেন অর্জুনের তৃণমূলে যোগদান পর্বে (BJP MP Arjun Singh to join TMC today)৷

তৃণমূল সূত্রে খবর, আজ উত্তর 24 পরগনা তৃণমূলের সমস্ত জেলা নেতৃত্বকেও তলব করা হয়েছে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা । এর পরই চূড়ান্ত হবে অর্জুন সিং-এর যোগদান পর্ব । আজ সকালেই বিজেপি নেতাদের সঙ্গে ফোনে দফায় দফায় কথা হয় অর্জুন সিং-এর ৷ তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেও বরফ গলেনি । আজই ব্যারাকপুরের সাংসদ বিজেপির সমস্ত সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে খবর । বিজেপির সহ সভাপতি ও রাজ্য কমিটির সদস্য পদ থেকেও তিনি ইস্তফা দেবেন বলে সূত্রের মারফৎ খবর মিলেছে ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন অর্জুন রিসিভ করেননি বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে । অর্জুনের দলবদলের জল্পনা নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, "অর্জুন সিং বিজেপিতে আছেন । বিজেপিতেই থাকবেন । এই নিয়ে তৃণমূল জলঘোলা করছে ।"

আরও পড়ুন: Suvendu Adhikari on Arjun Singh : অর্জুন সিংয়ের দলবদলের অধিকার আছে : শুভেন্দুর মন্তব্যে কীসের ইঙ্গিত?

গত কয়েকদিন ধরেই বেসুরো গাইছিলেন একসময়ে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং ৷ পাটের দামের ঊর্ধ্বসীমা নিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ এই নিয়ে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ৷ তবে তড়িঘড়ি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্জুনের মান ভাঙাতে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায় ৷ দীর্ঘ আলাপচারিতার পর পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারও করে নেয় কেন্দ্রীয় সরকার ৷ তবে তার পরও অনুযোগ কমেনি অর্জুনের ৷

এতেই তাঁর ঘরওয়াপসির জল্পনা আরও জোরালো হয় ৷ এরই মধ্যে গতকাল অর্জুনের একটি ইঙ্গিতবহ টুইট সেই জল্পনাকে আরও উস্কে দেয় ৷ হিন্দিতে একটি শায়েরি লিখে ঝড়ের কাছেই নৌকা বাঁধার কথা বলেন তিনি ৷ শনিবার কালবৈশাখীর ঝড়ের রাতে তিনি হিন্দিতে যে টুইট করেন তার বাংলা করলে দাঁড়ায়, "শুনতে পেলাম যে সমুদ্র আজ আত্ম অহংকারে মগ্ন ৷ যেখানে ঝড় উঠেছে সেখানেই নৌকা নিয়ে যাওয়া যাক ৷" তৃণমূলে ফেরা নিয়ে অর্জুনের মনে যে ঝড় উঠেছে, এখানে তিনি সেই ঝড়েরই ইঙ্গিত দিতে চেয়েছেন ৷ এমনই ব্যাখ্যা সাজিয়ে নেয় বিভিন্ন মহল ৷ এরইমধ্যে কাঁকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা মুন্না সাউয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আরও তীব্র হয় অর্জুন সিং'য়ের দলবদলের জল্পনা ৷ তৃণমূল নেতৃত্বের সঙ্গে অর্জুনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুন্না সাউ ৷ অর্জুনকে নিয়ে যাবতীয় জল্পনার আজ অবসান হতে চলেছে বলে ঘনিষ্ঠ মহলে খবর ৷ জানা গিয়েছে, অর্জুনের ঘরওয়াপসি এখন সময়ের অপেক্ষা ৷

কলকাতা, 22 মে: আজই তৃণমূলে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh to join TMC)? আজ বিকেল 4 টেয় ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তিনি তৃণমূলে যোগদান করছেন বলে খবর । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ থাকতে পারেন অর্জুনের তৃণমূলে যোগদান পর্বে (BJP MP Arjun Singh to join TMC today)৷

তৃণমূল সূত্রে খবর, আজ উত্তর 24 পরগনা তৃণমূলের সমস্ত জেলা নেতৃত্বকেও তলব করা হয়েছে । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা । এর পরই চূড়ান্ত হবে অর্জুন সিং-এর যোগদান পর্ব । আজ সকালেই বিজেপি নেতাদের সঙ্গে ফোনে দফায় দফায় কথা হয় অর্জুন সিং-এর ৷ তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেও বরফ গলেনি । আজই ব্যারাকপুরের সাংসদ বিজেপির সমস্ত সদস্য পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে খবর । বিজেপির সহ সভাপতি ও রাজ্য কমিটির সদস্য পদ থেকেও তিনি ইস্তফা দেবেন বলে সূত্রের মারফৎ খবর মিলেছে ৷

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন অর্জুন রিসিভ করেননি বলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে । অর্জুনের দলবদলের জল্পনা নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, "অর্জুন সিং বিজেপিতে আছেন । বিজেপিতেই থাকবেন । এই নিয়ে তৃণমূল জলঘোলা করছে ।"

আরও পড়ুন: Suvendu Adhikari on Arjun Singh : অর্জুন সিংয়ের দলবদলের অধিকার আছে : শুভেন্দুর মন্তব্যে কীসের ইঙ্গিত?

গত কয়েকদিন ধরেই বেসুরো গাইছিলেন একসময়ে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং ৷ পাটের দামের ঊর্ধ্বসীমা নিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ এই নিয়ে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একযোগে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ৷ তবে তড়িঘড়ি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্জুনের মান ভাঙাতে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায় ৷ দীর্ঘ আলাপচারিতার পর পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারও করে নেয় কেন্দ্রীয় সরকার ৷ তবে তার পরও অনুযোগ কমেনি অর্জুনের ৷

এতেই তাঁর ঘরওয়াপসির জল্পনা আরও জোরালো হয় ৷ এরই মধ্যে গতকাল অর্জুনের একটি ইঙ্গিতবহ টুইট সেই জল্পনাকে আরও উস্কে দেয় ৷ হিন্দিতে একটি শায়েরি লিখে ঝড়ের কাছেই নৌকা বাঁধার কথা বলেন তিনি ৷ শনিবার কালবৈশাখীর ঝড়ের রাতে তিনি হিন্দিতে যে টুইট করেন তার বাংলা করলে দাঁড়ায়, "শুনতে পেলাম যে সমুদ্র আজ আত্ম অহংকারে মগ্ন ৷ যেখানে ঝড় উঠেছে সেখানেই নৌকা নিয়ে যাওয়া যাক ৷" তৃণমূলে ফেরা নিয়ে অর্জুনের মনে যে ঝড় উঠেছে, এখানে তিনি সেই ঝড়েরই ইঙ্গিত দিতে চেয়েছেন ৷ এমনই ব্যাখ্যা সাজিয়ে নেয় বিভিন্ন মহল ৷ এরইমধ্যে কাঁকিনাড়া অঞ্চলের তৃণমূল নেতা মুন্না সাউয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে আরও তীব্র হয় অর্জুন সিং'য়ের দলবদলের জল্পনা ৷ তৃণমূল নেতৃত্বের সঙ্গে অর্জুনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুন্না সাউ ৷ অর্জুনকে নিয়ে যাবতীয় জল্পনার আজ অবসান হতে চলেছে বলে ঘনিষ্ঠ মহলে খবর ৷ জানা গিয়েছে, অর্জুনের ঘরওয়াপসি এখন সময়ের অপেক্ষা ৷

Last Updated : May 22, 2022, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.