ETV Bharat / city

Arjun Singh : বোমাবাজির জের, অর্জুন সিংকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা কেন্দ্রের

author img

By

Published : Sep 15, 2021, 5:31 PM IST

Updated : Sep 15, 2021, 6:41 PM IST

বাড়ানো হল অর্জুন সিংয়ের নিরাপত্তা ৷ তাঁকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ মঙ্গলবার থেকেই এই সুরক্ষা পাচ্ছেন তিনি ৷ সূত্রের খবর, অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির জেরেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র ৷

BJP MP Arjun Singh gets 'Z' category security
Arjun Singh : বোমাবাজির জের, অর্জুন সিংকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা কেন্দ্রের

কলকাতা, 15 সেপ্টেম্বর : ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা পাচ্ছেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ৷ মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে তাঁর সুরক্ষাবেষ্টনী ৷ ব্য়ারাকপুরের সাংসদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ-কে (CISF) ৷ গত 13 সেপ্টেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সংবাদমাধ্যমকে নিজেই একথা জানিয়েছেন অর্জুন সিং ৷

আরও পড়ুন : Bhawanipur By Election : ভবানীপুরে মমতাকে হারাতে গুরুদায়িত্ব পেলেন বিজেপির অর্জুন

সংশ্লিষ্ট সূত্রের খবর, অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির জেরেই তাঁর সুরক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই অর্জুনের বাড়ির সামনেই অন্তত তিনটি বোমা ছোড়া হয় ৷ ভোর রাতের সেই হামলায় কয়েকজন জখমও হন ৷ পাশাপাশি, এই ঘটনায় অর্জুন সিংয়ের বাড়ির বাইরের ফটকও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ৷ তবে সেই ঘটনার সময় অর্জুন তাঁর ভাটপাড়ার বাড়িতে ছিলেন না ৷ তিনি ছিলেন দিল্লিতে ৷ তাঁর অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত গুন্ডারাই তাঁর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ৷ অর্জুনের দাবি, যেহেতু আসন্ন বিধানসভা উপনির্বাচনে দল তাঁকে ভবানীপুর কেন্দ্রের পর্যবেক্ষক নিয়োগ করেছে, সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হচ্ছে ৷

তবে এই প্রথম নয় ৷ অর্জুনের বাড়ির সামনে এবং তাঁর এলাকায় এর আগেও বহুবার তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা ৷ যবে থেকে অর্জুন বিজেপি-তে যোগ দিয়েছেন, তাঁর অভিযোগ, এই সমস্ত ঘটনার পিছনেই হাত রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ৷ অথচ একটা সময় সেই দলেরই সদস্য ছিলেন তিনি ৷ আর এখন সেই তৃণমূলই তাঁকে খুন করতে চায় বলে অভিযোগ অর্জুনের ৷

আরও পড়ুন : BJP MP Arjun Singh : ফের বোমাবাজি, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ

সূত্রের দাবি, অর্জুনের অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজীব বন্দ্য়োপাধ্য়ায়েরও (Rajib Banerjee) সুরক্ষা বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ 2019 সালে নিরাপত্তা বাড়ানো হয় বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও (Dilip Ghosh) ৷ তাঁকেও ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এছাড়া, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হওয়ার পর নিরাপত্তা বেড়েছে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), শান্তনু ঠাকুরদেরও (Shantanu Thakur) ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর : ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা পাচ্ছেন বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh) ৷ মঙ্গলবার থেকেই বাড়ানো হয়েছে তাঁর সুরক্ষাবেষ্টনী ৷ ব্য়ারাকপুরের সাংসদের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে সিআইএসএফ-কে (CISF) ৷ গত 13 সেপ্টেম্বর এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সংবাদমাধ্যমকে নিজেই একথা জানিয়েছেন অর্জুন সিং ৷

আরও পড়ুন : Bhawanipur By Election : ভবানীপুরে মমতাকে হারাতে গুরুদায়িত্ব পেলেন বিজেপির অর্জুন

সংশ্লিষ্ট সূত্রের খবর, অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির জেরেই তাঁর সুরক্ষা বাড়ানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই অর্জুনের বাড়ির সামনেই অন্তত তিনটি বোমা ছোড়া হয় ৷ ভোর রাতের সেই হামলায় কয়েকজন জখমও হন ৷ পাশাপাশি, এই ঘটনায় অর্জুন সিংয়ের বাড়ির বাইরের ফটকও কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ৷ তবে সেই ঘটনার সময় অর্জুন তাঁর ভাটপাড়ার বাড়িতে ছিলেন না ৷ তিনি ছিলেন দিল্লিতে ৷ তাঁর অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত গুন্ডারাই তাঁর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ৷ অর্জুনের দাবি, যেহেতু আসন্ন বিধানসভা উপনির্বাচনে দল তাঁকে ভবানীপুর কেন্দ্রের পর্যবেক্ষক নিয়োগ করেছে, সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হচ্ছে ৷

তবে এই প্রথম নয় ৷ অর্জুনের বাড়ির সামনে এবং তাঁর এলাকায় এর আগেও বহুবার তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা ৷ যবে থেকে অর্জুন বিজেপি-তে যোগ দিয়েছেন, তাঁর অভিযোগ, এই সমস্ত ঘটনার পিছনেই হাত রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ৷ অথচ একটা সময় সেই দলেরই সদস্য ছিলেন তিনি ৷ আর এখন সেই তৃণমূলই তাঁকে খুন করতে চায় বলে অভিযোগ অর্জুনের ৷

আরও পড়ুন : BJP MP Arjun Singh : ফের বোমাবাজি, অর্জুন সিংয়ের বাড়িতে বোমাবাজির তদন্তে আজ আসতে পারে এনআইএ

সূত্রের দাবি, অর্জুনের অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব ৷ সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ প্রসঙ্গত, এর আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং রাজীব বন্দ্য়োপাধ্য়ায়েরও (Rajib Banerjee) সুরক্ষা বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ 2019 সালে নিরাপত্তা বাড়ানো হয় বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও (Dilip Ghosh) ৷ তাঁকেও ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এছাড়া, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী হওয়ার পর নিরাপত্তা বেড়েছে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), শান্তনু ঠাকুরদেরও (Shantanu Thakur) ৷

Last Updated : Sep 15, 2021, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.