ETV Bharat / city

Dengue: ডেঙ্গি নিয়ে বিজেপি বিধায়কের উদ্বেগ, নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন ফিরহাদ - বিজেপি

শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি (Siliguri Dengue Situation) নিয়ে উদ্বিগ্ন সেখানকার বিধায়ক শঙ্কর ঘোষ ৷ বৃহস্পতিবার তিনি বিষয়টি উত্থাপন করেন বিধানসভায় ৷ এই বিষয় নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ পরে ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim), ডেঙ্গি রোধে সকলের সহযোগিতা চাইলেন ৷

bjp-mla-shows-concern-about-dengue-bengal-minister-firhad-hakim-appeals-for-cooperation
Dengue: ডেঙ্গি নিয়ে বিজেপি বিধায়কের উদ্বেগ, নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন ফিরহাদ
author img

By

Published : Sep 22, 2022, 6:10 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা । শুধু কলকাতা নয়, জেলাতেও এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত দু'বছরের তুলনায় বেশি । বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় (Bengal Assembly) এই নিয়ে বিবৃতি দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । যদিও এদিন তাঁর এই বিবৃতি পিছনে ছিল শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি (Siliguri Dengue Situation) নিয়ে উদ্বেগ ।

প্রসঙ্গত, শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান । 600 ছাড়িয়ে গিয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । সম্প্রতি এক শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে । এই বিষয়টি এদিন বিধানসভায় ওঠে ।

শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ দাবি করেন ৷ তাঁর দাবি, প্রয়োজনে কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে এসে ডেঙ্গি পরিস্থিতি অনুধাবন করুন । তাঁর মতে, ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক । এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘শিলিগুড়িতে স্বাস্থ্য দফতরের টিম যাচ্ছে । প্রয়োজন হলে আবারও যাবে ৷’’

ডেঙ্গি নিয়ে বিজেপি বিধায়কের উদ্বেগ, নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন ফিরহাদ

পাশাপাশি তিনি জানান, এই ডেঙ্গুর প্রভাব তিন বছর থাকে । প্রকোপও তিনগুণ বৃদ্ধি পায় । বিগত দু’টো বছর করোনার বিশেষ পরিস্থিতিতে বোঝা না গেলেও ,সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । সেই মোতাবেক 2019 সালে যে পরিমাণ হয়েছিল, সে তুলনায় এখনও কিছুটা কম আছে ডেঙ্গি । একই সঙ্গে তিনি বলেন, ‘‘তবে আমাদের সতর্ক থাকতে হবে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্লিনিং-সহ সব কাজই করা হচ্ছে ।’’

একই সঙ্গে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) । এ প্রসঙ্গে তিনি বিধানসভায় বলেন, ‘‘ডেঙ্গু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে । ভয়াবহ আকার নিয়েছে । এর বিরুদ্ধে মানুষকে আন্দোলনে নামতে হবে । আমাদের প্রত্যেককেই আরও সতর্ক হতে হবে । ডেঙ্গি রোধে সবার সহযোগিতা চাই ।’’

বিধায়কদের কাছে ফিরহাদের আবেদন, ‘‘নিজের নিজের বিধানসভা কেন্দ্রের মানুষদের সচেতন করতে সচেতনতা শিবির করুন । মানুষকে বোঝান, জল জমতে দেবেন না । কেন্দ্রীয় প্রতিনিধি দল, এমন কি মোদি-অমিত শাহ এসে প্রচার করলেও ডেঙ্গি কমে যাবে না । এর জন্য নাগরিকের সচেতনতা দরকার । আমরা এ বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি । আর তাই এই নিয়ে আপনাদের সকলের সাহায্য চাইছি ।’’

আরও পড়ুন : কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের

কলকাতা, 22 সেপ্টেম্বর : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা । শুধু কলকাতা নয়, জেলাতেও এবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত দু'বছরের তুলনায় বেশি । বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় (Bengal Assembly) এই নিয়ে বিবৃতি দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । যদিও এদিন তাঁর এই বিবৃতি পিছনে ছিল শিলিগুড়ির ডেঙ্গি পরিস্থিতি (Siliguri Dengue Situation) নিয়ে উদ্বেগ ।

প্রসঙ্গত, শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান । 600 ছাড়িয়ে গিয়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । সম্প্রতি এক শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে । এই বিষয়টি এদিন বিধানসভায় ওঠে ।

শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ বিধানসভায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ দাবি করেন ৷ তাঁর দাবি, প্রয়োজনে কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে এসে ডেঙ্গি পরিস্থিতি অনুধাবন করুন । তাঁর মতে, ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক । এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘‘শিলিগুড়িতে স্বাস্থ্য দফতরের টিম যাচ্ছে । প্রয়োজন হলে আবারও যাবে ৷’’

ডেঙ্গি নিয়ে বিজেপি বিধায়কের উদ্বেগ, নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চাইলেন ফিরহাদ

পাশাপাশি তিনি জানান, এই ডেঙ্গুর প্রভাব তিন বছর থাকে । প্রকোপও তিনগুণ বৃদ্ধি পায় । বিগত দু’টো বছর করোনার বিশেষ পরিস্থিতিতে বোঝা না গেলেও ,সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । সেই মোতাবেক 2019 সালে যে পরিমাণ হয়েছিল, সে তুলনায় এখনও কিছুটা কম আছে ডেঙ্গি । একই সঙ্গে তিনি বলেন, ‘‘তবে আমাদের সতর্ক থাকতে হবে । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্লিনিং-সহ সব কাজই করা হচ্ছে ।’’

একই সঙ্গে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Bengal Minister Firhad Hakim) । এ প্রসঙ্গে তিনি বিধানসভায় বলেন, ‘‘ডেঙ্গু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে । ভয়াবহ আকার নিয়েছে । এর বিরুদ্ধে মানুষকে আন্দোলনে নামতে হবে । আমাদের প্রত্যেককেই আরও সতর্ক হতে হবে । ডেঙ্গি রোধে সবার সহযোগিতা চাই ।’’

বিধায়কদের কাছে ফিরহাদের আবেদন, ‘‘নিজের নিজের বিধানসভা কেন্দ্রের মানুষদের সচেতন করতে সচেতনতা শিবির করুন । মানুষকে বোঝান, জল জমতে দেবেন না । কেন্দ্রীয় প্রতিনিধি দল, এমন কি মোদি-অমিত শাহ এসে প্রচার করলেও ডেঙ্গি কমে যাবে না । এর জন্য নাগরিকের সচেতনতা দরকার । আমরা এ বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি । আর তাই এই নিয়ে আপনাদের সকলের সাহায্য চাইছি ।’’

আরও পড়ুন : কলকাতায় ডেঙ্গু রুখতে নিজেরা সতর্ক হোন, বার্তা চিকিৎসকদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.