ETV Bharat / city

Roopa Ganguly: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী ? প্রশ্ন রূপা'র - রূপা গঙ্গোপাধ্যায়

বঙ্গ বিজেপি'র কিষাণ মোর্চার ডাকে বৃহস্পতিবার ধর্মতলায় 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচিতে যোগ দেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly) ৷

Roopa Ganguly recruitment scam
রূপা গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Aug 4, 2022, 11:06 PM IST

কলকাতা, 4 অগস্ট: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় । বঙ্গ বিজেপির 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি'র কিষাণ মোর্চা । এই কর্মসূচিতে যোগ দিয়েই এদিন অভিষেককে আক্রমণ করেন রূপা (Roopa Ganguly criticises Abhishek Banerjee) ৷

বিজেপি নেত্রী বলেন, "আমার একটা প্রশ্ন আছে, অভিষেক কী করে ? ওনার 34টা না 35টা প্লট, এত বড় বড় গাড়ি । ওঁর প্রফেশনটা কী ?"এরপর দর্শক আসনে বসে থাকা দলের সমর্থকদের কথার সুরে সুর মিলিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, "ও চোর ? আলিবাবা ? হ্যাঁ । তাছাড়া আবার কী ?" রাজ্যে নিয়োগের নামে এতবড় আর্থিক দুর্নীতি হয়েছে, আর মুখ্যমন্ত্রী কিছু জানেন না, তা কী করে সম্ভব সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ এদিনের কর্মসূচিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, অগ্নমিত্রা পল উপস্থিত ছিলেন ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী ? প্রশ্ন ছুড়লেন রূপা

আরও পড়ুন: ইডির টাকা উদ্ধার আসলে বাঙালির আত্মসম্মানের বস্ত্রহরণ, দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্তর

রাজ্যে বিজেপি সরকার গঠন করলে কোনও দুর্নীতির আশ্রয় নেবে না, কেউ অন্যায় করলে তার শাস্তি হবে বলেও এদিন দাবি করেছেন রূপা গঙ্গোপাধ্যায় ৷

কলকাতা, 4 অগস্ট: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় । বঙ্গ বিজেপির 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ অবস্থানে বসে বিজেপি'র কিষাণ মোর্চা । এই কর্মসূচিতে যোগ দিয়েই এদিন অভিষেককে আক্রমণ করেন রূপা (Roopa Ganguly criticises Abhishek Banerjee) ৷

বিজেপি নেত্রী বলেন, "আমার একটা প্রশ্ন আছে, অভিষেক কী করে ? ওনার 34টা না 35টা প্লট, এত বড় বড় গাড়ি । ওঁর প্রফেশনটা কী ?"এরপর দর্শক আসনে বসে থাকা দলের সমর্থকদের কথার সুরে সুর মিলিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, "ও চোর ? আলিবাবা ? হ্যাঁ । তাছাড়া আবার কী ?" রাজ্যে নিয়োগের নামে এতবড় আর্থিক দুর্নীতি হয়েছে, আর মুখ্যমন্ত্রী কিছু জানেন না, তা কী করে সম্ভব সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ এদিনের কর্মসূচিতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, অগ্নমিত্রা পল উপস্থিত ছিলেন ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী ? প্রশ্ন ছুড়লেন রূপা

আরও পড়ুন: ইডির টাকা উদ্ধার আসলে বাঙালির আত্মসম্মানের বস্ত্রহরণ, দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা সুকান্তর

রাজ্যে বিজেপি সরকার গঠন করলে কোনও দুর্নীতির আশ্রয় নেবে না, কেউ অন্যায় করলে তার শাস্তি হবে বলেও এদিন দাবি করেছেন রূপা গঙ্গোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.