ETV Bharat / city

Illegal Construction in Kolkata : কলকাতায় বেআইনি নির্মাণ বন্ধ করতে হাইকোর্টে মামলা বিজেপি নেতার - কলকাতায় বেআইনি নির্মাণ বন্ধ করতে হাইকোর্টে মামলা বিজেপি নেতার

নিজের অভিযোগের প্রেক্ষিতে আদালতে বেশ কিছু নথিও জমা দিয়েছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে । বেআইনি নির্মাণ বিষয়ে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি (BJP Leader appeals in Calcutta HC against illegal construction) ।

case on illegal construction
কলকাতায় বেআইনি নির্মাণ বন্ধ করতে হাইকোর্টে মামলা বিজেপি নেতার
author img

By

Published : Apr 25, 2022, 7:23 PM IST

Updated : Apr 25, 2022, 7:47 PM IST

কলকাতা, 25 এপ্রিল : কলকাতা পৌরনিগমের বহু জায়গায় তৈরি হচ্ছে বেআইনি বাড়ি । পৌর আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই এই কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে বহুবার । এই বিষয়টি নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে (BJP Leader appeals in Calcutta HC against illegal construction) । হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই মামলা ।

কলকাতায় বেআইনি নির্মাণ বন্ধ করতে হাইকোর্টে মামলা বিজেপি নেতা কল্যাণ চৌবের

আরও পড়ুন : পাঁচ বিজেপি বিধায়কের সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

গত শনিবার কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেআইনি বাড়ি রুখতে কড়া ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন । এই ঘোষণা যাতে কার্যকরী হয় তা নিশ্চিত করতে আদালতের কাছে আর্জি জানিয়েছেন এই বিজেপি নেতা । এই প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, "কলকাতা পৌরনিগমে এই রকম শতাধিক ঘটনা ঘটছে । তার মধ্যে 78টি ঘটনার অভিযোগ প্রমাণপত্র-সহ আদালতের সামনে তুলে ধরা হয়েছে । বেআইনি নির্মাণ পরিবেশ ও জনজীবনের উপর প্রভাব বিস্তার তো করেই, একই সঙ্গে এর ফলে তৃণমূলের সিন্ডিকেট রাজ ফুলেফেঁপে উঠেছে । অবিলম্বে আদালতকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ।"

কলকাতা, 25 এপ্রিল : কলকাতা পৌরনিগমের বহু জায়গায় তৈরি হচ্ছে বেআইনি বাড়ি । পৌর আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই এই কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে বহুবার । এই বিষয়টি নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে (BJP Leader appeals in Calcutta HC against illegal construction) । হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে এই মামলা ।

কলকাতায় বেআইনি নির্মাণ বন্ধ করতে হাইকোর্টে মামলা বিজেপি নেতা কল্যাণ চৌবের

আরও পড়ুন : পাঁচ বিজেপি বিধায়কের সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যের হলফনামা চাইল হাইকোর্ট

গত শনিবার কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেআইনি বাড়ি রুখতে কড়া ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন । এই ঘোষণা যাতে কার্যকরী হয় তা নিশ্চিত করতে আদালতের কাছে আর্জি জানিয়েছেন এই বিজেপি নেতা । এই প্রসঙ্গে কল্যাণ চৌবে বলেন, "কলকাতা পৌরনিগমে এই রকম শতাধিক ঘটনা ঘটছে । তার মধ্যে 78টি ঘটনার অভিযোগ প্রমাণপত্র-সহ আদালতের সামনে তুলে ধরা হয়েছে । বেআইনি নির্মাণ পরিবেশ ও জনজীবনের উপর প্রভাব বিস্তার তো করেই, একই সঙ্গে এর ফলে তৃণমূলের সিন্ডিকেট রাজ ফুলেফেঁপে উঠেছে । অবিলম্বে আদালতকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ।"

Last Updated : Apr 25, 2022, 7:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.