ETV Bharat / city

Anupam Hazra Tweets : "শুধু মা বলা ছেলেটা বোকা হল", অর্জুনের প্রত্যাবর্তনে কটাক্ষ ভরা পোস্ট অনুপমের - Arjun Singh Rejoins TMC

রবিবার বিকেলে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh Rejoins TMC) ৷

bjp leader anupam hazra
অর্জুনের তৃণমূলে প্রত্যাবর্তনে কটাক্ষ ভরা পোস্ট অনুপমের
author img

By

Published : May 22, 2022, 9:50 PM IST

কলকাতা, 22 মে : রবিবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' হয়েছে অর্জুন সিংয়ের ৷ ব্যারাকপুরের সাংসদের পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে এই প্রত্যাবর্তন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় ৷ এর সূত্র ধরেই এদিন সামনে এসেছে বিজেপি নেতা অনুপম হাজরার টুইটার পোস্ট ৷ এই পোস্টগুলিতে অনুপম কারও নাম না করলেও, তাঁর কটাক্ষের লক্ষ্য যে তৃণমূল নেতৃত্ব তা বুঝতে অসুবিধা হয় না (BJP leader Anupam Hazra criticises TMC leaders in social media posts) ৷

এদিন দুপুরে প্রথম টুইটে অনুপম লেখেন "মায়ের কথায় বিশ্বাস করে, মাঝখান থেকে শুধু "মা বলা ছেলেটা" বোকা হলো...যাকে মাঝে মাঝেই মায়ের দরজা আগলে শুয়ে থাকতে দেখা যায় ৷" এরসঙ্গে একটি সংবাদ পত্রের খবরের শিরোনামও পোস্ট করেন তিনি ৷ যেখানে লেখা,"দল ছাড়লে ফেরানো হবে না আর : মমতা" ৷ রাজনৈতিম মহলের মতে, অনুপম নাম না করলেও তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকেই কটাক্ষ করেছেন ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে দেবাংশুই একসময় বলেছিলেন, বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তাঁরা ফের দলে ফিরতে চাইলে তিনি দরজা আগলে শুয়ে থাকবেন, দলে ফেরার বিরোধিতা করবেন ৷

  • ..মায়ের কথায় বিশ্বাস করে, মাঝখান থেকে শুধু "মা বলা ছেলেটা" বোকা হলো 😥
    ...যাকে মাঝে মাঝেই মায়ের দরজা আগলে শুয়ে থাকতে দেখা যায় 😅 pic.twitter.com/y64hkMaz8m

    — Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'ঘরের ছেলে ঘরে ফিরলাম', প্রতিক্রিয়া অর্জুনের

অন্য একটি পোস্টে অনুপম এদিন লেখেন, "এখন দেখার বিষয় হলো...SouthCopy চক্রবর্তী, বালু আঙ্কেল এবং ON বাবু ...বুকের উপর ঠিক কতটা ওজনের পাথর রেখে দলনেত্রীর এই সিদ্ধান্তকে মন থেকে মেনে নিতে পারেন !!!" অনেকের মতে এই পোস্টের মাধ্যমে অর্জুনের তৃণমূলে ফেরা প্রসঙ্গে তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা নেতৃত্বকেই কটাক্ষ করেছেন অনুপম হাজরা ৷

কলকাতা, 22 মে : রবিবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' হয়েছে অর্জুন সিংয়ের ৷ ব্যারাকপুরের সাংসদের পদ্ম শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে এই প্রত্যাবর্তন এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় ৷ এর সূত্র ধরেই এদিন সামনে এসেছে বিজেপি নেতা অনুপম হাজরার টুইটার পোস্ট ৷ এই পোস্টগুলিতে অনুপম কারও নাম না করলেও, তাঁর কটাক্ষের লক্ষ্য যে তৃণমূল নেতৃত্ব তা বুঝতে অসুবিধা হয় না (BJP leader Anupam Hazra criticises TMC leaders in social media posts) ৷

এদিন দুপুরে প্রথম টুইটে অনুপম লেখেন "মায়ের কথায় বিশ্বাস করে, মাঝখান থেকে শুধু "মা বলা ছেলেটা" বোকা হলো...যাকে মাঝে মাঝেই মায়ের দরজা আগলে শুয়ে থাকতে দেখা যায় ৷" এরসঙ্গে একটি সংবাদ পত্রের খবরের শিরোনামও পোস্ট করেন তিনি ৷ যেখানে লেখা,"দল ছাড়লে ফেরানো হবে না আর : মমতা" ৷ রাজনৈতিম মহলের মতে, অনুপম নাম না করলেও তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকেই কটাক্ষ করেছেন ৷ কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করে দেবাংশুই একসময় বলেছিলেন, বিধানসভা ভোটের আগে যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তাঁরা ফের দলে ফিরতে চাইলে তিনি দরজা আগলে শুয়ে থাকবেন, দলে ফেরার বিরোধিতা করবেন ৷

  • ..মায়ের কথায় বিশ্বাস করে, মাঝখান থেকে শুধু "মা বলা ছেলেটা" বোকা হলো 😥
    ...যাকে মাঝে মাঝেই মায়ের দরজা আগলে শুয়ে থাকতে দেখা যায় 😅 pic.twitter.com/y64hkMaz8m

    — Dr. Anupam Hazra 🇮🇳 (@tweetanupam) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 'ঘরের ছেলে ঘরে ফিরলাম', প্রতিক্রিয়া অর্জুনের

অন্য একটি পোস্টে অনুপম এদিন লেখেন, "এখন দেখার বিষয় হলো...SouthCopy চক্রবর্তী, বালু আঙ্কেল এবং ON বাবু ...বুকের উপর ঠিক কতটা ওজনের পাথর রেখে দলনেত্রীর এই সিদ্ধান্তকে মন থেকে মেনে নিতে পারেন !!!" অনেকের মতে এই পোস্টের মাধ্যমে অর্জুনের তৃণমূলে ফেরা প্রসঙ্গে তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা নেতৃত্বকেই কটাক্ষ করেছেন অনুপম হাজরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.