কলকাতা, 15 জুন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ সাত বিজেপি বিধায়কের সাসপেনশন (BJP MLAs Suspension) সংক্রান্ত সমস্যা এখনও মিটল না ৷ সংশ্লিষ্ট বিধায়কদের বিধানসভা (West Bengal Assembly) থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় (Biman Banerjee) ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ যদিও আদালতের প্রস্তাব, বিধানসভার অন্দরেই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়া হোক ৷ কিন্তু, সূত্রের খবর, বুধবার বিকেল পর্যন্ত এই বিষয়ে অধ্যক্ষের কাছে ত্রুটিমুক্ত আবেদন জমা দেয়নি গেরুয়াশিবির ৷ ফলে বিরোধী দলনেতা-সহ সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়কদের অনুপস্থিতিতেই অধিবেশন চলছে ৷
এর আগে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) নির্দেশ মেনে গত সোমবার বিধানসভায় দু'টি 'মোশন' জমা দিয়েছিল বিজেপি ৷ কিন্তু, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, এই প্রক্রিয়ায় পদ্ধতিগত কিছু ত্রুটি রয়েছে ৷ তাই তিনি সেই মোশন গ্রহণ করেননি ৷ একইসঙ্গে, বিমান জানান, সঠিক নিয়ম মেনে মোশন জমা দেওয়া হলে তিনি বিরোধীদের আবেদন অবশ্যই বিবেচনা করে দেখবেন ৷ যদিও শুভেন্দু অধিকারীর অভিযোগ, পদ্ধতিগত ত্রুটি নয়, আদতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নির্দেশেই বিজেপি-র পেশ করা মোশন গ্রহণ করেননি অধ্যক্ষ ৷ তাই তাঁরা আর নতুন করে কোনও মোশন আনবেন না ৷ বরং গোটা ঘটনায় আদালতের হস্তক্ষেপ চাইবেন ৷
অন্যদিকে, কলকাতা হাইকোর্টে এই প্রসঙ্গে রুজু হওয়া মামলার শুনানিতে রাজ্যের অ্য়াডভোকেট জেনারেল সৌমেন্দ্র মুখোপাধ্য়ায় বলেন, আদালতের নির্দেশের পরও সমস্যা মেটেনি ৷ এবং তার জন্য তিনি দুঃখিত ৷ এর আগে রাজ্য়ের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় বলেছিলেন, সরকারপক্ষ বিধানসভার অন্দরে বিরোধীদের গঠনমূলক সহাবস্থানের পক্ষপাতী ৷ এই প্রেক্ষাপটে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় বারবার বিজেপি-কে ত্রুটিমুক্ত মোশন জমা দিতে বলেছেন ৷ কিন্তু, বুধবার বিকেল পর্যন্ত বিজেপি তেমন কোনও পদক্ষেপই করেনি ৷
এদিকে, গোটা ঘটনায় এদিন সকালে শুভেন্দু অধিকারী নিজে আদালতের প্রতি ভরসা দেখালেও বিজেপি সূত্রে অন্য কথা জানা যাচ্ছে ৷ বুধবার বিকেলেই বিজেপি-র পরিষদীয় দলের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা বৃহস্পতিবার নেওয়া হবে ৷ প্রসঙ্গেত, বৃহস্পতিবার দলের পরিষদীয় নেতাদের বৈঠক রয়েছে ৷ সেখানেই সাত বিজেপি বিধায়কের সাসপেন্ড হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ৷