ETV Bharat / city

Panchayat Elections 2023 : বঙ্গ বিজেপিকে 23-এর পঞ্চায়েত ভোটের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

author img

By

Published : May 21, 2022, 9:38 PM IST

জয়পুরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপির নেতৃত্বকে এখন থেকেই 2023-এর পঞ্চায়েত ভোটের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে (BJP Central Leadership Directs its Bengal Unit to Starts Panchayat Poll Preparation from now) ৷ গেরুয়া শিবির সূত্রে এমনই খবর মিলেছে ৷

bjp-central-leadership-directs-its-bengal-unit-to-starts-panchayat-poll-preparation-from-now
Panchayat Elections 2023 : বঙ্গ বিজেপিকে 23-এর পঞ্চায়েত ভোটের প্রস্তুতি এখনই শুরু করার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের

কলকাতা, 21 মে : 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বাংলায় কাঙ্খিত সাফল্য পায়নি ভারতীয় জনতা পার্টি ৷ তার পর একাধিক উপ-নির্বাচন ও পৌরনির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে বঙ্গ-বিজেপির ৷ আগামী বছর পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটে এই ধরনের পরিস্থিতি এড়াতে তৎপর বিজেপির জাতীয় নেতৃত্ব ৷ তাই এখন থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন গেরুয়া শিবিরের দিল্লির নেতারা (BJP Central Leadership Directs its Bengal Unit to Starts Panchayat Poll Preparation from now) ৷

যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ দলের কোনও নেতাই ৷ তবে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, জয়পুরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বাংলার বিজেপি নেতাদের ৷ জয়পুরে জাতীয় কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপির প্রতিনিধি হিসাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও জাতীয় সম্পাদক অনুপম হাজরা উপস্থিত ছিলেন । তাঁরা দেখা করেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) সঙ্গে । সূত্রের খবর, সেখানেই বাংলার বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । তার পর নাড্ডা এখন থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে নির্দেশ দেন ৷

এই বিষয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির 42টি সাংগঠনিক জেলাতে আমরা অনেক আগে থেকেই সাংগঠনিক কাজ শুরু করেছি । ইতিমধ্যেই শুভেন্দুদা আর আমি জেলায় জেলায় মিছিল করছি । পঞ্চায়েত নির্বাচনে যত বাধাই আসুক না কেন, আমরা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করব ৷"

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) বিজেপি 40 শতাংশ ভোট পায় । কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 38 শতাংশ ভোট পায় । এর পর রাজ্যজুড়ে পৌরসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ধাক্কা খায় । কলকাতা পৌরনিগম নির্বাচনে (KMC Elections 2021) 40 শতাংশ ভোট থেকে নেমে আসে 9 শতাংশে । জেলায় জেলায় পৌরসভাগুলিতে ভোট শতাংশ মোটের উপর 15 শতাংশে নেমে আসে । তাই এই বিষয়টি নিয়ে চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

পঞ্চায়েত নির্বাচনে যদি এই ভোট শতাংশ আরও কমে যায় । তাহলে 2024-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে সেটা বড় ধাক্কা হবে বলে মনে করছেন নাড্ডারা ৷ সেই কারণেই এখন থেকে পঞ্চায়েত ভোট নিয়ে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হল বলে রাজনৈতিক মহলের মত ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই জেলায় জেলায় বিজেপির সংগঠনের শক্তিশালী প্রভাব নজরে পড়তে শুরু করে ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই তা বৃদ্ধি পেয়েছে ৷ যার ফল 2019 এর লোকসভা নির্বাচনে লক্ষ্য করা গিয়েছে ৷ 18টি আসনে জিতে সকলকে কার্যত চমকে দিয়েছিল বিজেপি ৷ তাই বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) তৃণমূলের সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারলে, 2024-এর লোকসভা নির্বাচনে আগেরবারের মতোই ভালো ফল করা যাবে ৷

আরও পড়ুন : RSS-BJP : বঙ্গ-বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষুব্ধ মোহন ভাগবত

কলকাতা, 21 মে : 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বাংলায় কাঙ্খিত সাফল্য পায়নি ভারতীয় জনতা পার্টি ৷ তার পর একাধিক উপ-নির্বাচন ও পৌরনির্বাচনে রীতিমতো ভরাডুবি হয়েছে বঙ্গ-বিজেপির ৷ আগামী বছর পঞ্চায়েত নির্বাচন ৷ সেই ভোটে এই ধরনের পরিস্থিতি এড়াতে তৎপর বিজেপির জাতীয় নেতৃত্ব ৷ তাই এখন থেকেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন গেরুয়া শিবিরের দিল্লির নেতারা (BJP Central Leadership Directs its Bengal Unit to Starts Panchayat Poll Preparation from now) ৷

যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ দলের কোনও নেতাই ৷ তবে বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, জয়পুরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই নির্দেশ দেওয়া হয়েছে বাংলার বিজেপি নেতাদের ৷ জয়পুরে জাতীয় কর্মসমিতির বৈঠকে বঙ্গ বিজেপির প্রতিনিধি হিসাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh), সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী ও জাতীয় সম্পাদক অনুপম হাজরা উপস্থিত ছিলেন । তাঁরা দেখা করেন দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) সঙ্গে । সূত্রের খবর, সেখানেই বাংলার বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । তার পর নাড্ডা এখন থেকে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিতে নির্দেশ দেন ৷

এই বিষয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির 42টি সাংগঠনিক জেলাতে আমরা অনেক আগে থেকেই সাংগঠনিক কাজ শুরু করেছি । ইতিমধ্যেই শুভেন্দুদা আর আমি জেলায় জেলায় মিছিল করছি । পঞ্চায়েত নির্বাচনে যত বাধাই আসুক না কেন, আমরা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করব ৷"

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) বিজেপি 40 শতাংশ ভোট পায় । কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 38 শতাংশ ভোট পায় । এর পর রাজ্যজুড়ে পৌরসভা নির্বাচনে বিজেপি ব্যাপক ধাক্কা খায় । কলকাতা পৌরনিগম নির্বাচনে (KMC Elections 2021) 40 শতাংশ ভোট থেকে নেমে আসে 9 শতাংশে । জেলায় জেলায় পৌরসভাগুলিতে ভোট শতাংশ মোটের উপর 15 শতাংশে নেমে আসে । তাই এই বিষয়টি নিয়ে চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।

পঞ্চায়েত নির্বাচনে যদি এই ভোট শতাংশ আরও কমে যায় । তাহলে 2024-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) আগে সেটা বড় ধাক্কা হবে বলে মনে করছেন নাড্ডারা ৷ সেই কারণেই এখন থেকে পঞ্চায়েত ভোট নিয়ে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হল বলে রাজনৈতিক মহলের মত ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, 2018 সালের পঞ্চায়েত নির্বাচন থেকেই জেলায় জেলায় বিজেপির সংগঠনের শক্তিশালী প্রভাব নজরে পড়তে শুরু করে ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই তা বৃদ্ধি পেয়েছে ৷ যার ফল 2019 এর লোকসভা নির্বাচনে লক্ষ্য করা গিয়েছে ৷ 18টি আসনে জিতে সকলকে কার্যত চমকে দিয়েছিল বিজেপি ৷ তাই বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections 2023) তৃণমূলের সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারলে, 2024-এর লোকসভা নির্বাচনে আগেরবারের মতোই ভালো ফল করা যাবে ৷

আরও পড়ুন : RSS-BJP : বঙ্গ-বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষুব্ধ মোহন ভাগবত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.