ETV Bharat / city

Biman Dismisses Mukul Case : মুকুল বিজেপিরই বিধায়ক, দলত্যাগের অভিযোগ ফের খারিজ বিমানের

মুকুল রায় কোন দলে রয়েছেন, বিজেপিতে নাকি তৃণমূলে ? বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে ওঠা দলত্যাগের অভিযোগ ভিত্তিহীন (Biman Banerjee again Dismisses Anti Defection Case against Mukul Roy) ৷

Biman Banerjee again Dismisses Anti Defection Case against Mukul Roy
Biman Dismisses Mukul Case : মুকুল বিজেপিরই বিধায়ক, দলত্যাগের অভিযোগ ফের খারিজ বিমানের
author img

By

Published : Jun 8, 2022, 3:36 PM IST

Updated : Jun 8, 2022, 7:44 PM IST

কলকাতা, 8 জুন : মুকুল রায়ের দলত্যাগের অভিযোগ ফের খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee again Dismisses Anti Defection Case against Mukul Roy) ৷ বুধবার মুকুল-মামলার রায় দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে মুকুল রায় বিজেপিরই বিধায়ক ৷ ফলে মুকুল রায়ের দলত্যাগ নিয়ে যে বিতর্ক চলছিল, তা অব্যাহতই রইল ৷

2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) মুকুল রায় (Mukul roy) জিতেছিলেন পদ্ম-প্রতীকে ৷ ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যে তিনি তৃণমূল (Trinamool Congress) ভবনে গিয়ে যোগদান করেন ঘাসফুল শিবিরে ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷

মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ বিজেপির তরফে জমা পড়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) কাছে ৷ প্রথম দফায় এটা নিয়ে 12টি শুনানি করেন অধ্যক্ষ ৷ তার পর মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন তিনি ৷

Biman Dismisses Mukul Case : মুকুল বিজেপিরই বিধায়ক, দলত্যাগের অভিযোগ ফের খারিজ বিমানের

এর পর জল গড়ায় আদালতে ৷ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ও সুপ্রিম কোর্টেও (Supreme Court) মামলা হয় ৷ শীর্ষ আদালতের তরফে ফের শুনানি করতে অধ্যক্ষকে অনুরোধ করা হয় ৷ সেই অনুযায়ী আটটি শুনানি হয় ৷ তার পর বুধবার রায় দিলেন অধ্যক্ষ ৷ এবারও মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলেই রায় দিলেন তিনি ৷ অধ্যক্ষ জানিয়েছেন, মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা ভিত্তিহীন ৷

মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ এদিন রায়দানের সময় তাঁর আইনজীবী উপস্থিত ছিলেন না ৷ তবে মুকুল রায়ের আইনজীবী উপস্থিত ছিলেন ৷

এই বিষয়টি নিয়ে আগেও মামলা হয়েছে আদালতে ৷ আগামিদিনেও হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে বিজেপির (BJP) তরফে ৷

আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

কলকাতা, 8 জুন : মুকুল রায়ের দলত্যাগের অভিযোগ ফের খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee again Dismisses Anti Defection Case against Mukul Roy) ৷ বুধবার মুকুল-মামলার রায় দিতে গিয়ে তিনি জানিয়েছেন যে মুকুল রায় বিজেপিরই বিধায়ক ৷ ফলে মুকুল রায়ের দলত্যাগ নিয়ে যে বিতর্ক চলছিল, তা অব্যাহতই রইল ৷

2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) মুকুল রায় (Mukul roy) জিতেছিলেন পদ্ম-প্রতীকে ৷ ভোটের ফল প্রকাশের কয়েকদিনের মধ্যে তিনি তৃণমূল (Trinamool Congress) ভবনে গিয়ে যোগদান করেন ঘাসফুল শিবিরে ৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷

মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ বিজেপির তরফে জমা পড়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Speaker Biman Banerjee) কাছে ৷ প্রথম দফায় এটা নিয়ে 12টি শুনানি করেন অধ্যক্ষ ৷ তার পর মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন তিনি ৷

Biman Dismisses Mukul Case : মুকুল বিজেপিরই বিধায়ক, দলত্যাগের অভিযোগ ফের খারিজ বিমানের

এর পর জল গড়ায় আদালতে ৷ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ও সুপ্রিম কোর্টেও (Supreme Court) মামলা হয় ৷ শীর্ষ আদালতের তরফে ফের শুনানি করতে অধ্যক্ষকে অনুরোধ করা হয় ৷ সেই অনুযায়ী আটটি শুনানি হয় ৷ তার পর বুধবার রায় দিলেন অধ্যক্ষ ৷ এবারও মুকুল রায়কে বিজেপির বিধায়ক বলেই রায় দিলেন তিনি ৷ অধ্যক্ষ জানিয়েছেন, মুকুল রায়ের বিরুদ্ধে ওঠা ভিত্তিহীন ৷

মুকুল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ এদিন রায়দানের সময় তাঁর আইনজীবী উপস্থিত ছিলেন না ৷ তবে মুকুল রায়ের আইনজীবী উপস্থিত ছিলেন ৷

এই বিষয়টি নিয়ে আগেও মামলা হয়েছে আদালতে ৷ আগামিদিনেও হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে বিজেপির (BJP) তরফে ৷

আরও পড়ুন : Speaker on Mukul roy : খারিজ হচ্ছে না বিধায়ক পদ, বিজেপিতেই মুকুল; রায় স্পিকারের

Last Updated : Jun 8, 2022, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.