ETV Bharat / city

Road Accident at Hazra More হাজরা মোড়ে বাসের চাকায় আটকে গেল স্কুটি, গুরুতর জখম চালক

বৃহস্পতিবার বেলায় কলকাতার হাজরা মোড়ে একটি দুর্ঘটনা ঘটে (Road Accident at Hazra More) ৷ সরকারি বাসের ধাক্কায় একটি স্কুটি অন্য একটি বেসরকারি বাসের চাকায় আটকে যায় ৷ গুরুতর জখম হয়ে চালক হাসপাতালে ভর্তি ৷

Bike Rider Injured in Road Accident at Hazra More Today
Road Accident at Hazra More হাজরা মোড়ে বাসের চাকায় আটকে গেল স্কুটি, গুরুতর জখম চালক
author img

By

Published : Aug 25, 2022, 4:43 PM IST

কলকাতা, 25 অগস্ট : পথ দুর্ঘটনায় (Road Accident) আহত স্কুটিচালক ৷ সরকারি বাসের ধাক্কায় স্কুটিটি অন্য একটি বাসের টাকার সঙ্গে আটকে যায় ৷ তখনই গুরুতর জখম হন ওই চালক ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতার হাজরা মোড়ে (Road Accident at Hazra More) ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, টালিগঞ্জের দিক থেকে আসছিল যাদবপুর থেকে হাওড়াগামী ই-1 রুটের একটি সরকারি বাস ৷ হাজরা মোড়ের কাছে প্রথমে একটি স্কুটিতে ধাক্কা মারে ওই সরকারি বাসটি ৷ তার পর স্কুটিচালক ভারসাম্য হারান ৷ ফলে স্কুটিটি অন্য একটি বাসের চাকায় জড়িয়ে যায় ৷

সেই সময় উপস্থিত অন্যদের চিৎকারে বেসরকারি বাসটি থেমে যায় ৷ খবর যায় ভবানীপুর থানায় (Bhowanipore Police Station) ৷ সেখান থেকে পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা এসে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ৷ পরে ঘাতক বাস ও স্কুটিটি থানায় নিয়ে যাওয়া হয় ৷

এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য হাজরা মোড়ে যানজট তৈরি হয় ৷ পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ৷ তার পর স্বাভাবিক হয় যান চলাচল ৷ স্থানীয়দের দাবি, ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর দুর্ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যান ৷

শেষ পর্যন্ত তাঁদের খোঁজ মিলেছে কি না জানা যায়নি ৷ অন্যদিকে স্কুটিচালকের নাম ও পরিচয় জানা যায়নি ৷

আরও পড়ুন : গল্ফগ্রিন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

কলকাতা, 25 অগস্ট : পথ দুর্ঘটনায় (Road Accident) আহত স্কুটিচালক ৷ সরকারি বাসের ধাক্কায় স্কুটিটি অন্য একটি বাসের টাকার সঙ্গে আটকে যায় ৷ তখনই গুরুতর জখম হন ওই চালক ৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতার হাজরা মোড়ে (Road Accident at Hazra More) ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, টালিগঞ্জের দিক থেকে আসছিল যাদবপুর থেকে হাওড়াগামী ই-1 রুটের একটি সরকারি বাস ৷ হাজরা মোড়ের কাছে প্রথমে একটি স্কুটিতে ধাক্কা মারে ওই সরকারি বাসটি ৷ তার পর স্কুটিচালক ভারসাম্য হারান ৷ ফলে স্কুটিটি অন্য একটি বাসের চাকায় জড়িয়ে যায় ৷

সেই সময় উপস্থিত অন্যদের চিৎকারে বেসরকারি বাসটি থেমে যায় ৷ খবর যায় ভবানীপুর থানায় (Bhowanipore Police Station) ৷ সেখান থেকে পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা এসে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ৷ পরে ঘাতক বাস ও স্কুটিটি থানায় নিয়ে যাওয়া হয় ৷

এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য হাজরা মোড়ে যানজট তৈরি হয় ৷ পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে ৷ তার পর স্বাভাবিক হয় যান চলাচল ৷ স্থানীয়দের দাবি, ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর দুর্ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যান ৷

শেষ পর্যন্ত তাঁদের খোঁজ মিলেছে কি না জানা যায়নি ৷ অন্যদিকে স্কুটিচালকের নাম ও পরিচয় জানা যায়নি ৷

আরও পড়ুন : গল্ফগ্রিন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.