কলকাতা, 12 মে: করুণাময়ী ব্রিজের পর এবার বিজন সেতু । এই সপ্তাহে তিন দিনের জন্য বন্ধ হচ্ছে দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু । বেশ কিছুদিন ধরেই এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে টালবাহানা চলছিল । লকডাউনের মাঝে সেই কাজ সেরে ফেলতে সবুজ সংকেত দিল লালবাজার ।
লালবাজার সূত্রে খবর, আগামী 14 মে থেকে 16 মে পর্যন্ত বন্ধ থাকবে বাইপাসের সঙ্গে গড়িয়াহাটের সংযোগকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুটি । ইতিমধ্যেই KMDA কে জানিয়ে দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । লকডাউনের সময় এতে দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশের যানজট ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল তা থাকছে না । ইতিমধ্যেই লালবাজারে তরফে শুরু হয়ে গেছে বিকল্প রাস্তা চিহ্নিতের ব্লুপ্রিন্ট ।
উল্লেখ্য প্রথম দফায় আট সেতুর স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কমিটি । শিয়ালদা উড়ালপুল জীবনানন্দ সেতু, অরবিন্দ সেতুসহ স্বাস্থ্যপরীক্ষা ইতিমধ্যেই হয়ে গেছে । বাকি রয়েছে বালিগঞ্জের বিজন সেতু । সেই সেতুর স্বাস্থ্য পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করার কাজ চলছে ।
স্বাস্থ্য পরীক্ষা যে সংস্থা করছে তাদের বিশেষজ্ঞরা বেশিরভাগ ক্ষেত্রেই যে রিপোর্ট দিয়েছে, তা সরকারের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট । রিপোর্ট বলছে শহরের বেশিরভাগ সেতুর হাল অত্যন্ত খারাপ । বেশ কিছু সেতু দ্রুত মেরামতের প্রয়োজন ।