ETV Bharat / city

Bidhannagar CP Removed: বাগুইআটি জোড়া খুনের ঘটনায় সরানো হল বিধাননগরের সিপিকে

বাগুইআটিতে অপহরণ ও জোড়া খুন (Baguiati kidnap case) মামলায় সরিয়ে দেওয়া হল বিধাননগর কমিশনারেটের সিপি (Bidhannagar CP Removed) সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar)৷

Bidhannagar CP Supratim Sarkar removed after Baguiati kidnap case botch up
বাগুইআটি জোড়া খুনের ঘটনায় সরানো হল বিধাননগরের সিপিকে
author img

By

Published : Sep 15, 2022, 6:41 PM IST

Updated : Sep 15, 2022, 7:52 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: বাগুইআটিতে জোড়া খুন (Baguiati kidnap case) মামলায় সরিয়ে দেওয়া হল বিধাননগরের নগরপাল (Bidhannagar CP Removed) সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar)৷ তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস গৌরব শর্মাকে ৷ তিনি এতদিন ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নগরপাল । তিনি এ বার দায়িত্ব নেবেন বিধাননগর কমিশনারেটর ।

সুপ্রতিম সরকারকে করা হল এডিজি অ্যান্ড আইজিপি ট্র্যাফিক । বাগুইআটিতে জোড়া খুন কাণ্ডের তদন্তে ব্যর্থতার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে মনে করছেন আইপিএস মহলের একাংশ । আবার আইপিএস মহলের অপর একটি অংশের দাবি, এটি শুধুমাত্র রুটিন বদলি, আর কিছুই নয় ।

সম্প্রতি বিধাননগর কমিশনারেটের আওতাধীন বাগুইআটি থানা এলাকায় দুই পড়ুয়ার অপহরণ এবং পরে ঠান্ডা মাথায় তাদের খুন করার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি । ক্ষুব্ধ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই তদন্তভার চলে যায় সিআইডির হাতে । যদিও অবশেষে এই ঘটনার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটর গোয়েন্দা বিভাগ । কিন্তু সেই ঘটনায় প্রশ্ন ওঠে পুলিশি সমন্বয়ে ব্যবস্থা নিয়ে ।

আরও পড়ুন: আধঘণ্টার জন্য ফোন অন করাতেই সত্যেন্দ্রর হদিশ পেল পুলিশ

দশ দিন ধরে ওই যুবকের দেহ বসিরহাট জেলা পুলিশের মর্গে পড়ে থাকা সত্ত্বেও বিধাননগর কমিশনারেট এবং বসিরহাট জেলা পুলিশের সমন্বয়ের অভাবে অনেক সময় নষ্ট হয়েছে । ব্যবস্থাপনা ঠিক করার জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নেতৃত্বে প্রত্যেকটি কমিশনারেট এবং জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করা হয় ।

যদিও গোটা ঘটনার পর প্রশ্ন ওঠে বিধাননগর কমিশনারেটের ভূমিকা নিয়ে । এই ঘটনার পরেই সরিয়ে দেওয়া হল বিধাননগর কমিশনারেটের নগরপাল সুপ্রতিম সরকারকে । আনা হল শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মাকে । তাঁর জায়গায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল হচ্ছেন আইপিএস অখিলেশ চতুর্বেদী ।

কলকাতা, 15 সেপ্টেম্বর: বাগুইআটিতে জোড়া খুন (Baguiati kidnap case) মামলায় সরিয়ে দেওয়া হল বিধাননগরের নগরপাল (Bidhannagar CP Removed) সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar)৷ তাঁর জায়গায় আনা হয়েছে আইপিএস গৌরব শর্মাকে ৷ তিনি এতদিন ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নগরপাল । তিনি এ বার দায়িত্ব নেবেন বিধাননগর কমিশনারেটর ।

সুপ্রতিম সরকারকে করা হল এডিজি অ্যান্ড আইজিপি ট্র্যাফিক । বাগুইআটিতে জোড়া খুন কাণ্ডের তদন্তে ব্যর্থতার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে মনে করছেন আইপিএস মহলের একাংশ । আবার আইপিএস মহলের অপর একটি অংশের দাবি, এটি শুধুমাত্র রুটিন বদলি, আর কিছুই নয় ।

সম্প্রতি বিধাননগর কমিশনারেটের আওতাধীন বাগুইআটি থানা এলাকায় দুই পড়ুয়ার অপহরণ এবং পরে ঠান্ডা মাথায় তাদের খুন করার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি । ক্ষুব্ধ হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই তদন্তভার চলে যায় সিআইডির হাতে । যদিও অবশেষে এই ঘটনার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটর গোয়েন্দা বিভাগ । কিন্তু সেই ঘটনায় প্রশ্ন ওঠে পুলিশি সমন্বয়ে ব্যবস্থা নিয়ে ।

আরও পড়ুন: আধঘণ্টার জন্য ফোন অন করাতেই সত্যেন্দ্রর হদিশ পেল পুলিশ

দশ দিন ধরে ওই যুবকের দেহ বসিরহাট জেলা পুলিশের মর্গে পড়ে থাকা সত্ত্বেও বিধাননগর কমিশনারেট এবং বসিরহাট জেলা পুলিশের সমন্বয়ের অভাবে অনেক সময় নষ্ট হয়েছে । ব্যবস্থাপনা ঠিক করার জন্য রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর নেতৃত্বে প্রত্যেকটি কমিশনারেট এবং জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করা হয় ।

যদিও গোটা ঘটনার পর প্রশ্ন ওঠে বিধাননগর কমিশনারেটের ভূমিকা নিয়ে । এই ঘটনার পরেই সরিয়ে দেওয়া হল বিধাননগর কমিশনারেটের নগরপাল সুপ্রতিম সরকারকে । আনা হল শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরব শর্মাকে । তাঁর জায়গায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নতুন নগরপাল হচ্ছেন আইপিএস অখিলেশ চতুর্বেদী ।

Last Updated : Sep 15, 2022, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.