ETV Bharat / city

Bidhannagar Molestation Case : শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত এএসআই ও সিভিক ভলেন্টিয়ারের পুলিশি হেফাজত - Rape News

বিধাননগরে বাইকে বসিয়ে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে (Bidhannagar Molestation Case) ৷ অভিযুক্ত এক পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার ৷ শুক্রবার আদালত তাদের তিনদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে ৷

bidhannagar court orders police custody to two policeman accused in molestation
Bidhannagar Molestation Case : পুলিশি হেফাজতে শ্লীলতাহানিতে অভিযুক্ত এএসআই ও সিভিক ভলেন্টিয়ার
author img

By

Published : Dec 17, 2021, 6:39 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : সল্টলেকে শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারকে পুলিশি হেফাজতে পাঠাল আদালত (bidhannagar court orders police custody to two policeman accused in molestation) ৷ শুক্রবার তাদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ আদালতের নির্দেশে তিনদিন পুলিশি হেফাজতে থাকতে হবে তাদের ৷

কয়েকদিন আগে অভিযোগ ওঠে, বিধাননগর ট্রাফিক বিভাগের এএসআই সন্দীপকুমার পাল ও সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার এক তরুণীর শ্লীলতাহানি করেছে ৷ গভীর রাতে গাড়ি না পেয়ে ওই তরুণী এই দু’জনের কাছে সাহায্য চান ৷ তার পর বাইকে ওই তরুণীকে বসিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ (Bidhannagar Molestation Case) ৷

তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই দু‘জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের 27 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত ৷ তার পর এদিন অভিযুক্তদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করা হয় ৷ সেই আবেদন খারিজ করে বিচারক ওই দু’জনকে পুলিশি হেফাজতে পাঠিয়ে দেন ৷

তার আগে আদালতে সরকারি আইনজীবী জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের মোবাইল উদ্ধার করা যায়নি ৷ এক্ষেত্রে অভিযুক্তদের মোবাইল উদ্ধার করা অত্যন্ত প্রয়োজনীয় । ধৃতদের মোবাইল ফোন উদ্ধার হলে তার টাওয়ার লোকেশন দেখে বোঝা যাবে ঘটনার দিন তারা কোথায় কোথায় গিয়েছিল ।

আরও পড়ুন : Bidhannagar Molestation Case : বিধাননগরে তরুণীর শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত দুই পুলিশ কর্মীর জেল হেফাজতের নির্দেশ

তিনি আদালতকে আরও জানান, এই ঘটনার পুনর্নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় তদন্তের স্বার্থে । কিন্তু সেই পুনর্নির্মাণ এখনও পুলিশ করতে পারিনি । সব শুনে বিচারক তাদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

কলকাতা, 17 ডিসেম্বর : সল্টলেকে শ্লীলতাহানিতে অভিযুক্ত পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ারকে পুলিশি হেফাজতে পাঠাল আদালত (bidhannagar court orders police custody to two policeman accused in molestation) ৷ শুক্রবার তাদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ আদালতের নির্দেশে তিনদিন পুলিশি হেফাজতে থাকতে হবে তাদের ৷

কয়েকদিন আগে অভিযোগ ওঠে, বিধাননগর ট্রাফিক বিভাগের এএসআই সন্দীপকুমার পাল ও সিভিক ভলান্টিয়ার অভিষেক মালাকার এক তরুণীর শ্লীলতাহানি করেছে ৷ গভীর রাতে গাড়ি না পেয়ে ওই তরুণী এই দু’জনের কাছে সাহায্য চান ৷ তার পর বাইকে ওই তরুণীকে বসিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ (Bidhannagar Molestation Case) ৷

তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই দু‘জনকে গ্রেফতার করা হয় ৷ তাদের 27 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছিল আদালত ৷ তার পর এদিন অভিযুক্তদের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করা হয় ৷ সেই আবেদন খারিজ করে বিচারক ওই দু’জনকে পুলিশি হেফাজতে পাঠিয়ে দেন ৷

তার আগে আদালতে সরকারি আইনজীবী জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের মোবাইল উদ্ধার করা যায়নি ৷ এক্ষেত্রে অভিযুক্তদের মোবাইল উদ্ধার করা অত্যন্ত প্রয়োজনীয় । ধৃতদের মোবাইল ফোন উদ্ধার হলে তার টাওয়ার লোকেশন দেখে বোঝা যাবে ঘটনার দিন তারা কোথায় কোথায় গিয়েছিল ।

আরও পড়ুন : Bidhannagar Molestation Case : বিধাননগরে তরুণীর শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত দুই পুলিশ কর্মীর জেল হেফাজতের নির্দেশ

তিনি আদালতকে আরও জানান, এই ঘটনার পুনর্নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় তদন্তের স্বার্থে । কিন্তু সেই পুনর্নির্মাণ এখনও পুলিশ করতে পারিনি । সব শুনে বিচারক তাদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.