কলকাতা, 14 জানুয়ারি : মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হতে পারে বিধাননগর ও আসানসোলের পৌর বোর্ড ৷ সব ঠিক থাকলে আগামী এপ্রিল মাসে বাকি 109 টি পৌরসভার সঙ্গেই ভোট হবে এই দুই পৌরনিগমেও ।
2015 সালের অক্টোবর মাসে তৈরি হয় বিধাননগর ও আসানসোলের পৌর বোর্ড । সেই হিসেবে ওই দুই পৌরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা অক্টোবর মাসে । 2015 সালের বিধাননগর পৌরনিগমের নির্বাচনে ব্যাপক গন্ডগোল হয় । রীতিমতো রক্তাক্ত পৌর নির্বাচন দেখেছিল বিধাননগর । তবে এবারের সেখানে সমীকরণ কিছুটা আলাদা । গত পৌর নির্বাচনের পর মেয়র হন সব্যসাচী দত্ত । রাজনৈতিক সমীকরণ পাল্টে তিনি এখন BJP-র ডার্ক হর্স । সে-দিক থেকে এবার বিধাননগরে কঠিন লড়াই ।
আসানসোলের ক্ষেত্রেও লড়াইটা কঠিন বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ । লোকসভা নির্বাচনে আসানসোল শহরে BJP-র ভোট অনেকটাই বেড়েছে । সব ঠিক থাকলে জিতেন্দ্র তিওয়ারিকে সামনে রেখেই আসানসোলে ভোটের ময়দানে নামবে তৃণমূল । অন্যদিকে বিধান নগরে তৃণমূলের বড় ভরসা হয়ে উঠতে চলেছেন একসময় CPI(M)-এর সৈনিক, অধুনা তৃণমূলে থাকা তাপস চট্টোপাধ্যায় ।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, তাদের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে নবান্নের তরফে যে তালিকা পুনর্বিন্যাস ও সংরক্ষণের জন্য দেওয়া হয় তাতে নাম রয়েছে আসানসোল ও বিধাননগরের । এই দু'টির পূনর্বিন্যাস ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । সংরক্ষণের তালিকা প্রস্তুতির কাজ প্রায় সারা । আগামী 17 জানুয়ারি সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ হবে 93 টি পৌরসভা এবং পৌরনিগমের । তাতে থাকছে এই দু'টি পৌরনিগমের নামও । ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরও কলকাতা পৌরনিগমের নির্বাচনের আগে করার জন্য পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে ।