কলকাতা, 31 অক্টোবর: নিম্নচাপের কাঁটা সরে যেতেই বিনা বাধায় উত্তরের শীতল বাতাস (Cold Wind) ঢুকতে শুরু করেছে । উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে । শীতের আমেজ বেড়েছে । কমেছে তাপমাত্রার পারদ ।
আগামী 24 ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকবে । তাপমাত্রার পারদ (Bengal Winter) আরও কমতে চলেছে । শহর থেকে জেলা, সর্বত্রই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে । সকাল ও রাতে শীতের আমেজ আরও বাড়তে চলেছে ।
বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ছিল, তা সরে গিয়ে শ্রীলঙ্কার দিকে চলে যাচ্ছে । সেইসঙ্গে একটা নিম্নচাপ অক্ষরেখা ছিল উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত, তাও শক্তি হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে । এর ফলে উত্তর-পশ্চিমের ঠান্ডা বাতাস বিনা বাধায় রাজ্যে প্রবেশ করছে । এই বাতাস মূলত শুষ্ক ।
উত্তর-পশ্চিম থেকে ঠান্ডা বাতাস কাশ্মীর, উত্তরপ্রদেশ বিহার হয়ে আমাদের রাজ্যে আসছে । এই ভাবেই বিনা বাধায় উত্তরের শীতল কনকনে বাতাস রাজ্যে প্রবেশ করতে থাকলে আগামী দু-তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে নেমে যাবে বলে মনে করা হচ্ছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে ঠান্ডা বাতাস প্রবেশের কোনও বাধা নেই । তাই আগামী গোটা সপ্তাহ জুড়ে বিনা বাধায় উত্তরের শীতল বাতাস প্রবেশ করবে রাজ্যে ।
আরও পড়ুন: Local train resume : গড়াল লোকাল ট্রেনের চাকা, খুশিতে মিষ্টি বিলি তৃণমূল কর্মী সমর্থকদের
গত 24 ঘণ্টায় রাজ্যে পশ্চিমের বেশ কিছু জেলার তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গিয়েছিল । শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল 18 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার তাপমাত্রা নেমে গিয়েছিল 19 ডিগ্রি সেলসিয়াসে । আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু-তিন দিনের মধ্যে আরও কমতে চলেছে তাপমাত্রা ।
আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 24 ঘণ্টা পর থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে । উত্তরবঙ্গে শীতের দাপট বাড়বে । আগামী কয়েকদিন রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ।
আরও পড়ুন: Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের
সকাল থেকেই রয়েছে শীতের আমেজ । বাতাসে শীতলতা অনুভব করা যাচ্ছে । আগামী কয়েকদিনে কলকাতায় তাপমাত্রার পারদ আরও কমতে চলেছে । চলতি সপ্তাহেই কলকাতায় শীতের অনুভূতি আরও কিছুটা বাড়বে । কমবে তাপমাত্রা । কলকাতায় আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে ৷ আর কয়েকদিন পরেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে নেমে আসবে বলে পূর্বাভাস মিলেছে ।
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । বাতাসে জলীয় বাস্পের পরিমাণ সর্বোচ্চ 88% । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।
আরও পড়ুন: Congress-Left Alliance : রাজ্যে পৌর নির্বাচনের ইঙ্গিত, ফের প্রশ্নের মুখে বাম-কংগ্রেস জোট