ETV Bharat / city

শিশুশ্রম রুখতে আবাসিক স্কুল গড়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ রাজ্যে - child rights

2019-2020 অর্থবর্ষে আবাসিক স্কুলগুলির জন্য রাজ্য বাজেটে 53 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এই আবাসিক স্কুলই রুখতে পারবে শিশুশ্রমের মতো নিষ্ঠুর প্রথা ৷

শিশুশ্রম রুখতে আবাসিক স্কুল গড়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ রাজ্যে
author img

By

Published : Oct 23, 2019, 2:10 AM IST

কলকাতা, 23 অক্টোবর : নরম, কচি হাতগুলোতে খাতা-কলম কিংবা খেলনা নেই ৷ রয়েছে বাসন কিংবা চায়ের গ্লাস ৷ স্কুল নয়, ওরা যায় লোকের বাড়িতে, চায়ের দোকানে কিংবা কোনও সস্তার হোটেলে কাজ করতে ৷ বয়স কত? 7 থেকে 14৷ কিন্তু আর কতদিন চলবে? কবে বন্ধ হবে? শিশুশ্রম রুখতে তাই কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য ৷ শিশু শ্রম বন্ধ করতে এবার আবাসিক স্কুল গড়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷

2019-2020 অর্থবর্ষে আবাসিক স্কুলগুলির জন্য রাজ্য বাজেটে 53 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ রাজ্যের উদ্যোগে জেলায় জেলায় গড়ে উঠেছে আবাসিক স্কুল ৷ শিশুশ্রম রুখতে তৎপর রাজ্যের শ্রমদপ্তর । একের পর এক উদ্যোগ নিচ্ছেন শ্রমদপ্তরের আধিকারিকরা ।

14 বছরের কম বয়সি শিশুদের ক্ষতিকারক কোনও শিল্পে কাজ করা রুখতে ইতিমধ্যেই সরকারের তরফে চালু হয়েছে নজরদারি । এছাড়াও 2016 সালের শিশু ও বয়ঃসন্ধি শ্রমরোধী আইন অনুযায়ী শ্রমদপ্তর কিশোরদের কাজের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য প্রক্রিয়া চালু করেছে । রাজ্যের বিভিন্ন জেলায় আবাসিক স্কুল খুলছে সেই ভাবনা থেকেই । উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় এই স্কুল ইতিমধ্যে চালু হয়ে গেছে । নবান্ন সূত্রে খবর, প্রতিটি জেলায় একটি করে স্কুলকে আবাসিক স্কুলে রূপান্তরিত করতে উদ্যোগী হয়েছে শ্রমদপ্তর ।

কলকাতা, 23 অক্টোবর : নরম, কচি হাতগুলোতে খাতা-কলম কিংবা খেলনা নেই ৷ রয়েছে বাসন কিংবা চায়ের গ্লাস ৷ স্কুল নয়, ওরা যায় লোকের বাড়িতে, চায়ের দোকানে কিংবা কোনও সস্তার হোটেলে কাজ করতে ৷ বয়স কত? 7 থেকে 14৷ কিন্তু আর কতদিন চলবে? কবে বন্ধ হবে? শিশুশ্রম রুখতে তাই কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য ৷ শিশু শ্রম বন্ধ করতে এবার আবাসিক স্কুল গড়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷

2019-2020 অর্থবর্ষে আবাসিক স্কুলগুলির জন্য রাজ্য বাজেটে 53 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ রাজ্যের উদ্যোগে জেলায় জেলায় গড়ে উঠেছে আবাসিক স্কুল ৷ শিশুশ্রম রুখতে তৎপর রাজ্যের শ্রমদপ্তর । একের পর এক উদ্যোগ নিচ্ছেন শ্রমদপ্তরের আধিকারিকরা ।

14 বছরের কম বয়সি শিশুদের ক্ষতিকারক কোনও শিল্পে কাজ করা রুখতে ইতিমধ্যেই সরকারের তরফে চালু হয়েছে নজরদারি । এছাড়াও 2016 সালের শিশু ও বয়ঃসন্ধি শ্রমরোধী আইন অনুযায়ী শ্রমদপ্তর কিশোরদের কাজের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য প্রক্রিয়া চালু করেছে । রাজ্যের বিভিন্ন জেলায় আবাসিক স্কুল খুলছে সেই ভাবনা থেকেই । উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় এই স্কুল ইতিমধ্যে চালু হয়ে গেছে । নবান্ন সূত্রে খবর, প্রতিটি জেলায় একটি করে স্কুলকে আবাসিক স্কুলে রূপান্তরিত করতে উদ্যোগী হয়েছে শ্রমদপ্তর ।

Intro:

শিশু শ্রম বন্ধ করতে এবারে আবাসিক স্কুল গড়ে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য

কলকাতা, ২২ অক্টোবর: শিশুশ্রম বন্ধ করতে এবারে বিভিন্ন আবাসিক স্কুলে শিক্ষার সঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। ২০১৯-২০ সালে আবাসিক স্কুলগুলির জন্য রাজ্য বাজেটে বরাদ্দ করছে ৫৩ লক্ষ টাকা। রাজ্যের উদ্যোগে জেলায় জেলায় গড়ে উঠছে আবাসিক স্কুল।




Body:

শিশু শ্রম রুখতে তৎপর রাজ্যের শ্রমদপ্তর। একের পর এক উদ্যোগ নিচ্ছেন শ্রমদপ্তরের আধিকারিকেরা। ১৪ বছরের কম বয়সী শিশুদের ক্ষতিকারক শিল্পে কাজ করা আটকাতে ইতিমধ্যে চালু করেছে নজরদারি। এছাড়াও চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট লেবার (প্রোহিবিশন অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট, ২০১৬-র নিয়ম অনুযায়ী শ্রম দপ্তর কিশোরদের কাজের পরিবেশ নিয়ন্ত্রণের জন্য প্রক্রিয়া চালু করেছে। রাজ্যের বিভিন্ন জেলায় চালু হচ্ছে আবাসিক স্কুল। ‌ জানা গেছে, ইতিমধ্যেই চালু হয়েছে উত্তর দিনাজপুর, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। নবান্ন সূত্রে খবর, প্রতি জেলায় একটি করে স্কুলকে আবাসিক স্কুলে রূপান্তরিত করার জন্য উদ্যোগ নিতে শুরু করেছে শ্রমদপ্তর।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.