ETV Bharat / city

সুশান্ত ঘোষকে ধাক্কা দিয়ে কি জঙ্গলমহল আবার জবাব দিল সিপিএমকে ?

author img

By

Published : Mar 27, 2021, 3:29 PM IST

শনিবার প্রথম দফার নির্বাচন হল পশ্চিমবঙ্গে ৷ প্রথম দফার 30 টি আসনের মধ্যে ছিল পশ্চিম মেদিনীপুরের শালবনি ৷ যেখানে সিপিএমের হয়ে লড়াই করছেন সুশান্ত ঘোষ ৷ এক সময় যে এলাকায় দোর্দণ্ডপ্রতাপ বলে পরিচিত ছিলেন সুশান্ত, সেখানেই তিনি ধাক্কা খেলেন ৷ কেন এই ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন ?

সুশান্ত ঘোষকে ধাক্কা দিয়ে কি জঙ্গমহল আবার জবাব দিল সিপিএমকে ?
সুশান্ত ঘোষকে ধাক্কা দিয়ে কি জঙ্গমহল আবার জবাব দিল সিপিএমকে ?

কলকাতা, 27 মার্চ : এমনই দাপট যে বাঘে-গরুতে একঘাটে জল খায় ৷ কোনও ব্যক্তিকে দোর্দণ্ডপ্রতাপ বোঝাতে প্রায়ই এই বাক্যটি ব্যবহার করা হয় ৷ এখন থেকে এক যুগ পিছনে ফিরে তাকালে এই বাক্যটি সুশান্ত ঘোষকে ব্যাখ্যা করতে একেবারে যথাযথ হত ৷ পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহল এলাকায় এতটাই ছিল তাঁর দাপট ৷

কিন্তু সময়ের সঙ্গে যে অনেক কিছু বদলে যায়, তার প্রমাণ মিলল শনিবার ৷ এক সময় যে এলাকা ছিল সুশান্ত ঘোষের গড়, সেখানেই ধাক্কা খেলেন তিনি ৷ ধাক্কা সামলে ওঠার আগেই ভিড়ের মাঝে হারিয়ে গেলেন অভিযুক্ত ৷ এখানেই শেষ নয়, এবার সিপিএমের শালবনি বিধানসভার প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভও চলল বিভিন্ন জায়গায় ৷ গাড়িও ভাঙচুর করা হয় ৷ যা এক সময় একেবারে ভাবাই যেত না ৷

কিন্তু কেন এই বিক্ষোভ ? কারা দেখালেন বিক্ষোভ ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নানা মহল থেকে নানা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ৷ কারও কারও দাবি, এই বিক্ষোভের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আবার কারও কারও মতে, সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছেন ৷

উল্লেখ্য, 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে একাধিক কঙ্কাল উদ্ধার হয় ৷ সেই কঙ্কালকাণ্ডে অভিযোগের আঙুল ওঠে সুশান্ত ঘোষের বিরুদ্ধে ৷ গ্রেফতার হতে হয় তাঁকে ৷ এমনকী, কয়েক বছর জেলেও থাকতে হয় ৷

জামিন পেলেও তিনি নিজের জেলায় ফিরতে পারেননি আদালতের নির্দেশে ৷ বছর খানেক আগে আদালতের নির্দেশেই তিনি আবার পশ্চিম মেদিনীপুরের জেলায় ফিরেছেন ৷ দলের কাজে হাত লাগিয়েছেন ৷ প্রার্থী হয়েছেন শালবনী কেন্দ্র থেকে ৷ তাঁকে ঘিরেই সিপিএম তথা সংযুক্ত মোর্চা ফের জঙ্গলমহলের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, ভোটের দিন সেই সুশান্ত ঘোষের যদি এই অবস্থা হয়, তাহলে জঙ্গলমহলে বাম-ভোটের কী অবস্থা, তা সহজেই অনুমেয় ৷ সুশান্ত ঘোষ যেমন কঙ্কালকাণ্ডে অভিযুক্ত, তেমন সিপিএমের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে ৷ সেই অভিযোগগুলি নিয়ে যে মানুষ এখনও ক্ষুব্ধ, তাও স্পষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন : গড়বেতায় সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ, গাড়ি লক্ষ্য করে ঢিল; গ্রেফতার 7

যদিও সিপিএমের একটি অংশের বক্তব্য, সুশান্ত ঘোষ বরাবরই জঙ্গলমহলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ৷ তাই তিনি এলাকায় ফিরতেই মানুষ আবার সিপিএমের দিকে ফিরতে শুরু করেছেন ৷ আর সেটা বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেসের তরফে এই হামলা চালানো হয়েছে ৷

কলকাতা, 27 মার্চ : এমনই দাপট যে বাঘে-গরুতে একঘাটে জল খায় ৷ কোনও ব্যক্তিকে দোর্দণ্ডপ্রতাপ বোঝাতে প্রায়ই এই বাক্যটি ব্যবহার করা হয় ৷ এখন থেকে এক যুগ পিছনে ফিরে তাকালে এই বাক্যটি সুশান্ত ঘোষকে ব্যাখ্যা করতে একেবারে যথাযথ হত ৷ পশ্চিম মেদিনীপুর-সহ জঙ্গলমহল এলাকায় এতটাই ছিল তাঁর দাপট ৷

কিন্তু সময়ের সঙ্গে যে অনেক কিছু বদলে যায়, তার প্রমাণ মিলল শনিবার ৷ এক সময় যে এলাকা ছিল সুশান্ত ঘোষের গড়, সেখানেই ধাক্কা খেলেন তিনি ৷ ধাক্কা সামলে ওঠার আগেই ভিড়ের মাঝে হারিয়ে গেলেন অভিযুক্ত ৷ এখানেই শেষ নয়, এবার সিপিএমের শালবনি বিধানসভার প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভও চলল বিভিন্ন জায়গায় ৷ গাড়িও ভাঙচুর করা হয় ৷ যা এক সময় একেবারে ভাবাই যেত না ৷

কিন্তু কেন এই বিক্ষোভ ? কারা দেখালেন বিক্ষোভ ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নানা মহল থেকে নানা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে ৷ কারও কারও দাবি, এই বিক্ষোভের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ আবার কারও কারও মতে, সাধারণ মানুষই বিক্ষোভ দেখিয়েছেন ৷

উল্লেখ্য, 2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পর জঙ্গলমহলে একাধিক কঙ্কাল উদ্ধার হয় ৷ সেই কঙ্কালকাণ্ডে অভিযোগের আঙুল ওঠে সুশান্ত ঘোষের বিরুদ্ধে ৷ গ্রেফতার হতে হয় তাঁকে ৷ এমনকী, কয়েক বছর জেলেও থাকতে হয় ৷

জামিন পেলেও তিনি নিজের জেলায় ফিরতে পারেননি আদালতের নির্দেশে ৷ বছর খানেক আগে আদালতের নির্দেশেই তিনি আবার পশ্চিম মেদিনীপুরের জেলায় ফিরেছেন ৷ দলের কাজে হাত লাগিয়েছেন ৷ প্রার্থী হয়েছেন শালবনী কেন্দ্র থেকে ৷ তাঁকে ঘিরেই সিপিএম তথা সংযুক্ত মোর্চা ফের জঙ্গলমহলের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, ভোটের দিন সেই সুশান্ত ঘোষের যদি এই অবস্থা হয়, তাহলে জঙ্গলমহলে বাম-ভোটের কী অবস্থা, তা সহজেই অনুমেয় ৷ সুশান্ত ঘোষ যেমন কঙ্কালকাণ্ডে অভিযুক্ত, তেমন সিপিএমের বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে ৷ সেই অভিযোগগুলি নিয়ে যে মানুষ এখনও ক্ষুব্ধ, তাও স্পষ্ট হচ্ছে ৷

আরও পড়ুন : গড়বেতায় সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ, গাড়ি লক্ষ্য করে ঢিল; গ্রেফতার 7

যদিও সিপিএমের একটি অংশের বক্তব্য, সুশান্ত ঘোষ বরাবরই জঙ্গলমহলের দাপুটে নেতা হিসেবে পরিচিত ৷ তাই তিনি এলাকায় ফিরতেই মানুষ আবার সিপিএমের দিকে ফিরতে শুরু করেছেন ৷ আর সেটা বুঝতে পেরেই তৃণমূল কংগ্রেসের তরফে এই হামলা চালানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.