ETV Bharat / city

সোনার বাংলার স্বপ্নে আস্থা নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা, রায়-দিবসে মিলবে উত্তর

গত 26 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছিল ৷ প্রথম দফার নির্বাচন হয় গত 27 মার্চ ৷ আর গত 29 এপ্রিল অষ্টম দফার মাধ্যমে শেষ হয়েছে নির্বাচন ৷ প্রায় দু’মাস ধরে লড়াই করেছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ সেই লড়াইয়ের ফল কী হল ? জানা যাবে আগামিকাল ৷

author img

By

Published : May 1, 2021, 10:00 PM IST

সোনার বাংলার স্বপ্নে আস্থা নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা, রায়-দিবসে মিলবে উত্তর
সোনার বাংলার স্বপ্নে আস্থা নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা, রায়-দিবসে মিলবে উত্তর

কলকাতা, 01 মে : বঙ্গবাসী কি সোনার বাংলা গড়ার স্বপ্নে সিলমোহর দিল ? নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা ? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার ৷ আগামিকাল, রবিবার ঘড়ির কাঁটা সকাল 8টা থেকে যত সামনের দিকে এগোবে, ততই স্পষ্ট হবে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ৷

যদিও গত বৃহস্পতিবার অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার দিকেই ইঙ্গিত দিয়েছে ৷ কয়েকটি এক্সিট পোলে অবশ্য আভাস দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই জয়ের হ্যাটট্রিক করতে চলেছেন ৷ আবার কিছু সমীক্ষা এগিয়েছে রেখেছে মোদি-অমিত শাহের দলকে ৷

ইটিভি ভারতের বুথ ফেরত সমীক্ষাও এই বছর বিধানসভা নির্বাচনে কোনও দলের পক্ষে সুষ্পষ্ট ফলাফল আসবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছে ৷ এই সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেতে পারে 131টি আসন, বিজেপি পেতে পারে 126টি আসন, সংযুক্ত মোর্চা জিততে পারে 32টি আসনে এবং অন্যান্যদের দখলে যেতে পারে 3টি আসন ৷

কিন্তু আদৌ কি তা হবে ? নাকি সব বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে দিয়ে ভোটের ফল একেবারে অন্যরকম ৷ তৃণমূল অথবা বিজেপি কোনও একদল একছত্র আধিপত্য বজায় রেখে নবান্ন দখল করে নিল ৷ তবে ফলাফল যাই হোক দুই দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট, এমনকী দুই দলের নেতানেত্রীরাও 200-র বেশি আসন পেয়ে বিধানসভা নির্বাচনে জিততে চলেছেন বলে দাবি করছেন ৷

আর এই পরিস্থিতিতে বঙ্গের জনগণ যেমন জানতে চান কারা সরকার গড়তে চলেছেন, তেমনই তাঁদের নজর রয়েছে সংযুক্ত মোর্চার ফলের ওপরও ৷ কারণ, 2011 সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বামেরা ৷ 2016 সালে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে বামেরা ৷ আর এবার সেই জোটে নতুন সংযোজন আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট৷ তিন পক্ষের এই সংযুক্ত মোর্চার কী করে ? আসন বাড়বে কি তাদের ? নাকি শুধু ভোট কেটে তৃণমূল বা বিজেপি কোনও একটি দলের ‘যাত্রাভঙ্গ’ করবে এই মোর্চা ? বামেদের অবস্থা কী হবে ? তাদের ভোট শতাংশ ও আসন কি বাড়বে ? নাকি এই নির্বাচনের ফলাফলে একেবারে দূরবীন দিয়ে খুঁজতে হবে তাদের ? মূলত এই প্রশ্নগুলির উত্তর পেতেই সংযুক্ত মোর্চার ফলের দিকে তাকিয়ে রয়েছে বাংলার জনগণ ৷

রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যে প্রস্তুত নির্বাচন কমিশন ৷ একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি গণনা কেন্দ্রে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে ৷ অন্যদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ আগেই করোনা বিধি মেনে একাধিক নির্দেশিকা জারি করেছেন নির্বাচন কমিশন ৷ পাশাপাশি রাজ্য সরকারও আংশিক লকডাউন-সহ একাধিক বিধি নিষেধ আরোপ করেছে ৷

আরও পড়ুন : আগামীকালই রাজ্য়ে নতুন সরকার আসছে, আত্মবিশ্বাসী দিলীপ

এসবের মাঝে জয়ের উৎসবের ধরন আগের নির্বাচনের ফলাফল ঘোষণার দিনের থেকে এখন কতটা বদলায়, সেই উত্তরই পাওয়া যাবে রবিবার, 2 মে সকাল থেকে ৷

কলকাতা, 01 মে : বঙ্গবাসী কি সোনার বাংলা গড়ার স্বপ্নে সিলমোহর দিল ? নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা ? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার ৷ আগামিকাল, রবিবার ঘড়ির কাঁটা সকাল 8টা থেকে যত সামনের দিকে এগোবে, ততই স্পষ্ট হবে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ৷

যদিও গত বৃহস্পতিবার অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার দিকেই ইঙ্গিত দিয়েছে ৷ কয়েকটি এক্সিট পোলে অবশ্য আভাস দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই জয়ের হ্যাটট্রিক করতে চলেছেন ৷ আবার কিছু সমীক্ষা এগিয়েছে রেখেছে মোদি-অমিত শাহের দলকে ৷

ইটিভি ভারতের বুথ ফেরত সমীক্ষাও এই বছর বিধানসভা নির্বাচনে কোনও দলের পক্ষে সুষ্পষ্ট ফলাফল আসবে না বলে ইঙ্গিত দিয়ে রেখেছে ৷ এই সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেতে পারে 131টি আসন, বিজেপি পেতে পারে 126টি আসন, সংযুক্ত মোর্চা জিততে পারে 32টি আসনে এবং অন্যান্যদের দখলে যেতে পারে 3টি আসন ৷

কিন্তু আদৌ কি তা হবে ? নাকি সব বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে দিয়ে ভোটের ফল একেবারে অন্যরকম ৷ তৃণমূল অথবা বিজেপি কোনও একদল একছত্র আধিপত্য বজায় রেখে নবান্ন দখল করে নিল ৷ তবে ফলাফল যাই হোক দুই দলই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ৷ সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট, এমনকী দুই দলের নেতানেত্রীরাও 200-র বেশি আসন পেয়ে বিধানসভা নির্বাচনে জিততে চলেছেন বলে দাবি করছেন ৷

আর এই পরিস্থিতিতে বঙ্গের জনগণ যেমন জানতে চান কারা সরকার গড়তে চলেছেন, তেমনই তাঁদের নজর রয়েছে সংযুক্ত মোর্চার ফলের ওপরও ৷ কারণ, 2011 সালের পর থেকে প্রতিটি নির্বাচনেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বামেরা ৷ 2016 সালে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে বামেরা ৷ আর এবার সেই জোটে নতুন সংযোজন আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট৷ তিন পক্ষের এই সংযুক্ত মোর্চার কী করে ? আসন বাড়বে কি তাদের ? নাকি শুধু ভোট কেটে তৃণমূল বা বিজেপি কোনও একটি দলের ‘যাত্রাভঙ্গ’ করবে এই মোর্চা ? বামেদের অবস্থা কী হবে ? তাদের ভোট শতাংশ ও আসন কি বাড়বে ? নাকি এই নির্বাচনের ফলাফলে একেবারে দূরবীন দিয়ে খুঁজতে হবে তাদের ? মূলত এই প্রশ্নগুলির উত্তর পেতেই সংযুক্ত মোর্চার ফলের দিকে তাকিয়ে রয়েছে বাংলার জনগণ ৷

রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যে প্রস্তুত নির্বাচন কমিশন ৷ একদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি গণনা কেন্দ্রে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে ৷ অন্যদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ আগেই করোনা বিধি মেনে একাধিক নির্দেশিকা জারি করেছেন নির্বাচন কমিশন ৷ পাশাপাশি রাজ্য সরকারও আংশিক লকডাউন-সহ একাধিক বিধি নিষেধ আরোপ করেছে ৷

আরও পড়ুন : আগামীকালই রাজ্য়ে নতুন সরকার আসছে, আত্মবিশ্বাসী দিলীপ

এসবের মাঝে জয়ের উৎসবের ধরন আগের নির্বাচনের ফলাফল ঘোষণার দিনের থেকে এখন কতটা বদলায়, সেই উত্তরই পাওয়া যাবে রবিবার, 2 মে সকাল থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.