কলকাতা, 21 এপ্রিল: আগামিকাল ষষ্ঠ দফায় নির্বাচন হবে 43টি বিধানসভা আসনে। সবকটি বিধানসভায় কড়া নিরাপত্তার ও নজরদারি চালানো হচ্ছে । জানা গেছে, প্রত্যেকটি বিধানসভায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে । তবে বিশেষ নজর দেওয়া হবে ব্যারাকপুরের দিকে ।
কমিশন সূত্রে জানা গেছে, উত্তর 24 পরগনার মোট বুথের সংখ্যা 5,501 ৷ যার মধ্যে অতি সংবেদনশীল বুথের সংখ্যা 2,100 । পূর্ব বর্ধমানে মোট 2,831টি বুথ, যার মধ্যে 1,322 টি বুথ অতিসংবেদনশীল । নদিয়ায় রয়েছে 3,072টি বুথ, তার মধ্যে 1,110টি বুথ অতি সংবেদনশীল উত্তর দিনাজপুরে 3,076টি বুথের মধ্যে 892টি অতি সংবেদনশীল বুথ ।
বুধবার রাত 10টা থেকে আগামিকাল যতক্ষণ না ভোট শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশেষ নজরদারি চালাতে বলেছে নির্বাচন কমিশন । যাতে কোনও রকম ভাবেই অশান্তি না ছড়াতে পারে তার জন্য কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন ।
আরও পড়ুন : ষষ্ঠ দফার নজরে মতুয়া অধ্যুষিত কেন্দ্র থেকে শিল্পাঞ্চলের ভোট