কলকাতা, 5 এপ্রিল: রাজ্যুজুড়ে বিজেপির প্রচারের মুখ মিঠুন চক্রবর্তী ৷ আজ থেকে পালটা 'ধন্যি মেয়ে' জয়া বচ্চন তৃণমূলের হয়ে প্রচারে নামতে চলেছেন ৷ যা নিয়ে এদিন তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ বললেন, "মিঠুন চক্রবর্তীর সঙ্গে জয়া বচ্চনের তুলনা হয় না ৷ জয়া বচ্চনের সঙ্গে আজকের প্রজন্মের কী সম্পর্ক আছে, কজনই বা তাঁর নাম জানে ! বাংলার মেয়ে হিসেবে একসময় অভিনয় করেছেন ৷ এখন তার কী আছে ! এখন বাংলায় কেউ আসতে চাইছে না ৷ কোনওরমে জয়াদিকে পটিয়ে-পাটিয়ে নিয়ে এসেছে ।"
সোমবার দিলীপ জানিয়ে দিলেন, "আমরা যেরকম চেয়েছিলাম সেইরকম খেলা হয়েছে । আমরা খেলেছি, বাকিরা মাঠের বাইরে হয়ে গেছে ৷ তৃতীয় দফার পরে মাঠে নামার সাহস করবে না ৷"
আরও পড়ুন: "নিজেকে বাঘিনী বলতেন, কিন্তু এখন বিড়াল"
দক্ষিণ 24 পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক, এদিন তাও মানতে চাইলেন না দিলীপ ৷ বললেন, "পশ্চিমবাংলায় কোনও গড় নেই । গতকাল দক্ষিণ 24 পরগনায় প্রচার করেছি ৷ বাসন্তী থেকে মগরাহাট পর্যন্ত ৷ সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখেছি । এতেই প্রমাণ হয়ে গেছে, নির্ভয়ে সাধারণ মানুষ ভোট দেবে ৷"
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি যদি নিজে সরেন, তবেই তাঁকে ক্ষমতা থেকে সরানো যাবে ৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ, "নিজের ইচ্ছায় উনি আসেননি, পাবলিকের ইচ্ছায় এসেছেন । পাবলিকের ইচ্ছাতেই যাবেন ৷ ওঁর ইচ্ছা-অনিচ্ছার কোনও মূল্য নেই ।"