কলকাতা, 25 মার্চ: বিজেপি প্রসঙ্গে মমতার বহিরাগত তত্ত্বকে পরোক্ষে সমর্থন করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । অর্থের বিনিয়মে লোক নিয়ে এসে সভা ভরানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷
তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বিজেপির বিরুদ্ধে বহিরাগত নিয়ে আসার অভিযোগ করেছেন । বিজেপি নির্বাচনের আগের দিন ট্রেনে করে বহিরাগত ঢুকিয়ে ভোট লুঠ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি । ঝাড়খণ্ড থেকে লোক বিজেপির প্রচার সভায় আসছে বলেও অভিযোগ তাঁর । তা বন্ধ করতে সীমান্ত সিল করার কথা বলেছেন তিনি । যাতে ভিন রাজ্যের গুন্ডারা রাজ্যে না-ঢুকতে পারে ।
আরও পড়ুন: প্রথম দফায় রাজ্যে 10% প্রার্থী কোটিপতি, আছেন সম্পদহীন প্রার্থীও
এবার তৃণমূল সুপ্রিমোর কথার সুর শোনা গেল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর গলাতেও । বিজেপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে লোক নিয়ে আসার অভিযোগ তুলেছেন তিনিও । তাঁর অভিযোগ, সভা আয়োজন করতে অর্থ দেওয়া হচ্ছে দায়িত্বে থাকা ব্যক্তিকে । তিনি সভার বহর বাড়াতে লোক নিয়ে আসছেন অর্থের বিনিময়ে । তা শুধু স্থানীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না । ভিন রাজ্য থেকেও নিয়ে আসা হচ্ছে । ভিন রাজ্যের বাসের নম্বর প্লেটে তা ধরা পড়েছে । অথচ তাঁরা যখন ব্রিগেড করেছিলেন তাতে বহিরাগত তত্ত্ব কেউ তুলতে পারেননি । স্বতঃস্ফূর্ত জমায়েত দেখা গিয়েছিল । উল্লেখ্য, 28 ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ আয়োজন করেছিল বাম-কংগ্রেস-আইএসএফ জোট ।