ETV Bharat / city

বুধবার শিল্প সম্মেলনে দিঘায় মমতা - Digha Trade Convention

অ্যামেরিকা, ব্রিটেন, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন সহ প্রায় 35টি দেশের শিল্পপতি ও প্রতিনিধিরা দিঘায় অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে উপস্থিত থাকবেন ৷ আগামী বুধবার শিল্প সম্মেলনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷

didi
বুধবার শিল্প সম্মেলনে দিঘায় মমতা
author img

By

Published : Dec 8, 2019, 1:22 AM IST

Updated : Dec 8, 2019, 5:00 AM IST

কলকাতা, 8 ডিসেম্বর: দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ শিল্প ও বাণিজ্য সম্মেলন । এই উপলক্ষ্যে আগামী বুধবার দিঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে মাত্র দু'দিনের সফরসূচি তাঁর । এই শিল্প সম্মেলনে যোগ দিতেই দিঘা সফরের কর্মসূচি নিয়েছেন মমতা ।

পুরসভা এবং বিধানসভা ভোটের আগে রাজ্যের জন্য লগ্নি এনে শিল্পবিরোধী তকমা ঘোছাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার । রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘায় শিল্প সম্মেলন করে উপকূল পর্যটন ও শিল্প সম্ভবনাকে উজ্জ্বল করার প্রয়াস নিচ্ছে রাজ্য ৷

অ্যামেরিকা, ব্রিটেন, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন সহ প্রায় 35টি দেশের শিল্পপতি ও প্রতিনিধিরা দিঘায় অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে উপস্থিত থাকবেন । নবান্ন সূত্রে খবর, মুম্বইয়ের ধাঁচে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের সমুদ্রতট জুড়ে গড়ে উঠতে চলেছে সমুদ্র সেতু । রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এই জায়গাগুলি ৷

কলকাতা, 8 ডিসেম্বর: দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ শিল্প ও বাণিজ্য সম্মেলন । এই উপলক্ষ্যে আগামী বুধবার দিঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে মাত্র দু'দিনের সফরসূচি তাঁর । এই শিল্প সম্মেলনে যোগ দিতেই দিঘা সফরের কর্মসূচি নিয়েছেন মমতা ।

পুরসভা এবং বিধানসভা ভোটের আগে রাজ্যের জন্য লগ্নি এনে শিল্পবিরোধী তকমা ঘোছাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার । রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘায় শিল্প সম্মেলন করে উপকূল পর্যটন ও শিল্প সম্ভবনাকে উজ্জ্বল করার প্রয়াস নিচ্ছে রাজ্য ৷

অ্যামেরিকা, ব্রিটেন, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন সহ প্রায় 35টি দেশের শিল্পপতি ও প্রতিনিধিরা দিঘায় অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে উপস্থিত থাকবেন । নবান্ন সূত্রে খবর, মুম্বইয়ের ধাঁচে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের সমুদ্রতট জুড়ে গড়ে উঠতে চলেছে সমুদ্র সেতু । রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এই জায়গাগুলি ৷

Intro:কলকাতা, ৭ ডিসেম্বর: আগামী বুধবার দিঘা সফর করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে মাত্র দুদিনের সফরসূচি তাঁর । দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ শিল্প ও বাণিজ্য সম্মেলন । কার্যত এই শিল্প সম্মেলনে যোগ দিতেই দিঘা সফরের কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী ।



Body:পুরসভা এবং বিধানসভা ভোটের আগে রাজ্যের জন্য লগ্নি টেনে শিল্প বিরোধী তকমা ঘোছাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘায় শিল্প সম্মেলন করে উপকূল পর্যটন ও শিল্প সম্ভবনাকে উজ্বল করার প্রয়াস নিচ্ছে সরকার । মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন সহ প্রায় ৩৫টি দেশের শিল্পপতি ও প্রতিনিধিরা দিঘায় অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে উপস্থিত থাকবেন। নবান্ন সূত্রে খবর, একদম মুম্বইয়ের ধাঁচে দিঘা, মন্দারমনি, শঙ্করপুর ও তাজপুরের সমুদ্র তট জুড়ে গড়ে উঠবে সমুদ্র সেতু। ফলে রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠতে চলেছে দিঘা, শঙ্করপুর ও মায়ানমার।


Conclusion:
Last Updated : Dec 8, 2019, 5:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.