কলকাতা, 8 ডিসেম্বর: দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ শিল্প ও বাণিজ্য সম্মেলন । এই উপলক্ষ্যে আগামী বুধবার দিঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবারে মাত্র দু'দিনের সফরসূচি তাঁর । এই শিল্প সম্মেলনে যোগ দিতেই দিঘা সফরের কর্মসূচি নিয়েছেন মমতা ।
পুরসভা এবং বিধানসভা ভোটের আগে রাজ্যের জন্য লগ্নি এনে শিল্পবিরোধী তকমা ঘোছাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য সরকার । রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘায় শিল্প সম্মেলন করে উপকূল পর্যটন ও শিল্প সম্ভবনাকে উজ্জ্বল করার প্রয়াস নিচ্ছে রাজ্য ৷
অ্যামেরিকা, ব্রিটেন, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, চিন সহ প্রায় 35টি দেশের শিল্পপতি ও প্রতিনিধিরা দিঘায় অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে উপস্থিত থাকবেন । নবান্ন সূত্রে খবর, মুম্বইয়ের ধাঁচে দিঘা, মন্দারমণি, শঙ্করপুর ও তাজপুরের সমুদ্রতট জুড়ে গড়ে উঠতে চলেছে সমুদ্র সেতু । রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে এই জায়গাগুলি ৷