ETV Bharat / city

Behala Murder : হাতে ব্যাগ নিয়ে রাতে গোয়েন্দাদের গাড়িতে উঠলেন তপন

নিহত সুস্মিতা মণ্ডলের স্বামী তপন মণ্ডলের কথায় একাধিক অসঙ্গতি পাচ্ছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ তাই তাঁকে টানা জেরা করে যেতে হচ্ছে ৷ তবে মৃতার বাপের বাড়ির লোকজন জানিয়েছেন, তপনের বিরুদ্ধে তাঁদের কোনও অভিযোগ নেই ৷

বেহালা হত্যাকাণ্ড
বেহালা হত্যাকাণ্ড
author img

By

Published : Sep 9, 2021, 12:22 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : পুলিশের সঙ্গে কথা বলার পর হাতে ব্যাগ নিয়ে পুলিশের গাড়িতে ওঠেন তপন মণ্ডল । আর ওই ব্যাগ নিয়েই নতুন করে রহস্যের দানা বেঁধেছে । বুধবার রাতে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা আচমকাই পর্ণশ্রীর সেনপল্লির ওই বাড়িতে ঢোকেন । ঘণ্টা দেড়েক মৃতের স্বামী তপন মণ্ডলের সঙ্গে কথাও বলেন । তারপর রাত পৌনে বারোটা নাগাদ তাঁকে নিয়ে চলে আসেন লালবাজারে । সেখানেই চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ পর্ব ।

তপন মণ্ডলের দাবি, ঘটনার দিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি ঘরে ছিলেন না । পাশাপাশি তিনি অফিসেও ছিলেন না । তিনি তাঁর ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য খিদিরপুরে গিয়েছিলেন । এখানেই তদন্তকারীদের প্রশ্ন, তাহলে তপন মণ্ডলের হাতের আংটিতে রক্তের দাগ এল কোথা থেকে ? লালবাজার সূত্রের খবর, তপন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতিও পূর্ণমাত্রায় ধরা পড়ছে ।

বুধবার রাতে হঠাৎ করেই সেনপল্লির বাড়ি থেকে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয় তপন মণ্ডলকে

ঘটনার পর মৃতার বাপের বাড়ির সদস্যদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্তকারীরা । তাঁরা গোয়েন্দাদের জানিয়েছেন, তপন মণ্ডলের বিরুদ্ধে কোনও রকম অভিযোগ নেই তাঁদের । সুস্মিতার বাবা, দিদি স্পষ্ট জানিয়েছেন, তপন তাঁর স্ত্রীর প্রতি কর্তব্যে কখনও কোনও গাফিলতি করেননি । তবে কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তাতে মৃতার স্বামী তপন মণ্ডলের সঙ্গে একাধিকবার কথা বলতেই হচ্ছে তদন্তকারীদের ।

আরও পড়ুন : Behala Murder : ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতেন না সুস্মিতা, থাকতে পারে একাধিক আততায়ী

কলকাতা, 9 সেপ্টেম্বর : পুলিশের সঙ্গে কথা বলার পর হাতে ব্যাগ নিয়ে পুলিশের গাড়িতে ওঠেন তপন মণ্ডল । আর ওই ব্যাগ নিয়েই নতুন করে রহস্যের দানা বেঁধেছে । বুধবার রাতে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা আচমকাই পর্ণশ্রীর সেনপল্লির ওই বাড়িতে ঢোকেন । ঘণ্টা দেড়েক মৃতের স্বামী তপন মণ্ডলের সঙ্গে কথাও বলেন । তারপর রাত পৌনে বারোটা নাগাদ তাঁকে নিয়ে চলে আসেন লালবাজারে । সেখানেই চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ পর্ব ।

তপন মণ্ডলের দাবি, ঘটনার দিন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি ঘরে ছিলেন না । পাশাপাশি তিনি অফিসেও ছিলেন না । তিনি তাঁর ক্লায়েন্টের সঙ্গে দেখা করার জন্য খিদিরপুরে গিয়েছিলেন । এখানেই তদন্তকারীদের প্রশ্ন, তাহলে তপন মণ্ডলের হাতের আংটিতে রক্তের দাগ এল কোথা থেকে ? লালবাজার সূত্রের খবর, তপন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতিও পূর্ণমাত্রায় ধরা পড়ছে ।

বুধবার রাতে হঠাৎ করেই সেনপল্লির বাড়ি থেকে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয় তপন মণ্ডলকে

ঘটনার পর মৃতার বাপের বাড়ির সদস্যদের সঙ্গে একাধিকবার কথা বলেছেন তদন্তকারীরা । তাঁরা গোয়েন্দাদের জানিয়েছেন, তপন মণ্ডলের বিরুদ্ধে কোনও রকম অভিযোগ নেই তাঁদের । সুস্মিতার বাবা, দিদি স্পষ্ট জানিয়েছেন, তপন তাঁর স্ত্রীর প্রতি কর্তব্যে কখনও কোনও গাফিলতি করেননি । তবে কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে, তাতে মৃতার স্বামী তপন মণ্ডলের সঙ্গে একাধিকবার কথা বলতেই হচ্ছে তদন্তকারীদের ।

আরও পড়ুন : Behala Murder : ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতেন না সুস্মিতা, থাকতে পারে একাধিক আততায়ী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.