ETV Bharat / city

বিশ্বকাপে বেটিং চক্র, কলকাতায় গ্রেপ্তার ২ - lalbazar

রবীন্দ্র সরণির একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেটিং চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতদের কাছ থেকে 1 লাখ টাকা-সহ বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করে পুলিশ ।

উদ্ধার হওয়া ফোন ও টাকা
author img

By

Published : Jun 2, 2019, 5:06 AM IST

Updated : Jun 2, 2019, 5:19 AM IST

কলকাতা, ২ জুন : IPL-এর পর এবার বিশ্বকাপ । ফের বেটিং চক্রের পর্দা ফাঁস । গতকাল রাতে বেটিং চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল লালবাজার গোয়েন্দা শাখা । রবীন্দ্র সরণি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

লালবাজার সূত্রে খবর, বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বেটিং চক্র । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে 192 নম্বর রবীন্দ্র সরণিতে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা । তখনই হাতেনাতে বেটিং চক্রের ওই দুই পাণ্ডাকে পাকড়াও করে পুলিশ । ধৃতদের নাম রাজকুমার লিহালা ও অমিত গুপ্তা ওরফে গোলু । রাজকুমার লেকটাউনের বাসিন্দা । রবীন্দ্র সরণিতে অমিতের বাড়িতেই চলছিল বেটিং চক্র।

batting
ধৃত রাজকুমার লিহালা ও অমিত গুপ্তা

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী জানান, ধৃতদের কাছ থেকে 1 লাখ 2 হাজার 200 টাকা উদ্ধার হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল । এই বেটিং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । আজ তাদের আদালতে তোলা হবে ।

কলকাতা, ২ জুন : IPL-এর পর এবার বিশ্বকাপ । ফের বেটিং চক্রের পর্দা ফাঁস । গতকাল রাতে বেটিং চক্রের দুই পাণ্ডাকে গ্রেপ্তার করল লালবাজার গোয়েন্দা শাখা । রবীন্দ্র সরণি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।

লালবাজার সূত্রে খবর, বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বেটিং চক্র । গতকাল গোপন সূত্রে খবর পেয়ে 192 নম্বর রবীন্দ্র সরণিতে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা । তখনই হাতেনাতে বেটিং চক্রের ওই দুই পাণ্ডাকে পাকড়াও করে পুলিশ । ধৃতদের নাম রাজকুমার লিহালা ও অমিত গুপ্তা ওরফে গোলু । রাজকুমার লেকটাউনের বাসিন্দা । রবীন্দ্র সরণিতে অমিতের বাড়িতেই চলছিল বেটিং চক্র।

batting
ধৃত রাজকুমার লিহালা ও অমিত গুপ্তা

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী জানান, ধৃতদের কাছ থেকে 1 লাখ 2 হাজার 200 টাকা উদ্ধার হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল । এই বেটিং চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । আজ তাদের আদালতে তোলা হবে ।

Intro:কলকাতা, ১ মে: IPL এর পর এবার বিশ্বকাপ। ফের কলকাতায় রমরমা ক্রিকেট বেটিং চক্র। আজ রাতে সেই চক্রের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজারের গোয়েন্দা শাখা ক্রিকেট বেটিং চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।Body:শুধুই ভারতের ম্যাচ নয়। আজ শ্রীলংকা- নিউজিল্যান্ডের খেলা কিংবা অস্ট্রেলিয়া- আফগানিস্তানের ম্যাচ কে নিয়েও চলছিল বেটিং। কে ত সে জিতবে থেকে শুরু করে, কোন বোলার প্রথম উইকেট পাবে, কোন ব্যাটসম্যান প্রথম ছয় মারবে, কিংবা কোন দল জিতবে। নানা বিষয়ে চলছে বেটিং। কলকাতা শহর এবং রাজ্যের বিভিন্ন অংশের মানুষ বেটিং চক্র টাকা লাগাচ্ছিলেন বলে খবর পায় লালবাজার। নির্দিষ্ট সূত্রের ওপর ভিত্তি করে ১৯২ রবীন্দ্র সরণিতে চালানো হয় তল্লাশি। হাতেনাতে গ্রেফতার করা হয় বেটিং চক্রের 2 পান্ডাকে। তাদের নাম রাজকুমার লিহালা এবং অমিত গুপ্তা ওরফে গোলু। রাজকুমার লেক টাউন থানা এলাকার বাসিন্দা। আর অমিত গুপ্তা থাকে 192 রবীন্দ্র সরণিতেই। অমিতের বাড়িতেই চলছিল এই বেটিং চক্র।
Conclusion:ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠি জানান, ধৃতদের কাছে উদ্ধার হয়েছে এক লাখ দুই হাজার 200 টাকা । যে মোবাইল ফোন কলের মাধ্যমে এই ব্যাটিং চক্র চালাচ্ছিল তারা উদ্ধার হয়েছে সেগুলিও। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে।


Last Updated : Jun 2, 2019, 5:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.