কলকাতা, 16 ফেব্রুয়ারি : মৃণাল সেনের 'মৃগয়া'র (1976) দৌলতে কেরিয়ারের শুরুতেই জাতীয় পুরস্কার চলে এসেছিল তাঁর ঝুলিতে (Mithun Chakraborty won National Award for Mrigaya) ৷ কিন্তু চৌখস অভিনেতা বাংলার গৌরাঙ্গ ওরফে মিঠুন চক্রবর্তীর 'ডিস্কো ডান্সার' সত্ত্বায় পরবর্তীতে যেভাবে বুঁদ হয়েছিল গোটা রাষ্ট্র, সেটা হতই না, যদি আরেক বাঙালি বাপ্পি লাহিড়ি না থাকতেন ৷
1976 মৃগয়া থেকে 1982 'ডিস্কো ডান্সার'৷ ব্যবধানটা ছ'বছরের ৷ বোম্বেতে একের একের পর বক্স অফিস ফ্লপে তখন হতাশ বাংলার ছেলেটাকে রাতারাতি নায়ক করে তুলেছিল 'ডিস্কো ডান্সার'৷ এরপর আর পিছনে ফিরতে হয়নি ৷ তবে অস্বীকারের কোনও জায়গা নেই বাপ্পি দা-র সুরে এই ছবিই বোম্বে ফিল্ম ইন্ড্রাস্টিতে বদলে দিয়েছিল মিঠুন চক্রবর্তীর ভাগ্য ৷
কিন্তু কীভাবে তৈরি হয়েছিল ডিস্কো ডান্সারের মিউজিক ৷ কী এমন ঘটেছিল যে পাশ্চাত্যের মিউজিক দত্তক নিয়ে ডিস্কো মিউজিকের সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের পরিচয় করিয়েছিলেন বাপ্পি দা ৷ এ বিষয়ে বলতে গিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে একসময় মজার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন বাপ্পি লাহিড়ি ৷
বাপ্পি লাহিড়ি জানান, পরিচালক রবিকান্ত নাগাইচ একদিন তাঁকে নতুন একটি ছেলের কথা বলেন, যে নাচে পারদর্শী ৷ পরিচালক বাব্বর সুভাষ তাঁর পরবর্তী ছবিতে ছেলেটিকে কাস্ট করতে চাইলেও জুতসই ট্র্যাক খুঁজে পাচ্ছিলেন না ৷ বাপ্পি দা জানান, মিঠুন চক্রবর্তীকে সে সময় জন ট্রাভোলটা এবং ব্রুস লি-র সংমিশ্রণ হিসেবে বর্ণনা করেছিলেন রবিকান্ত ৷
সেই বর্ণনা শুনে অনুপ্রাণিত হয়েই 'ডিস্কো ডান্সারে'র সুর তৈরি করেছিলেন বাপ্পি দা ৷ টাইটেল ট্র্যাক ছাড়াও এই ছবির 'ইয়াদ আ রাহা হ্যায়' ট্র্যাকটি সমান জনপ্রিয়তা পেয়েছিল ৷ বাপ্পি লাহিড়ির সুরেই ভারতের ডিস্কো মিউজিক পরিচিতি পেয়েছিল পাশ্চাত্যে ৷ এরপর ডান্স ডান্স (1987), গুরু (1989), প্রেম প্রতিজ্ঞা (1989), দালাল (1993) ৷ একের পর এক ছবিতে মিঠুন চক্রবর্তীর জন্য সুর বেঁধেছেন বাপ্পি লাহিড়ি ৷
'ডিস্কো ডান্সার' সম্পর্কে আরও একটি তথ্য জানিয়ে রাখা ভাল যেটির উল্লেখ রয়েছে 'মিঠুন চক্রবর্তী- দ্য দাদা অফ বলিউড' বায়োগ্রাফিতে ৷ সাংবাদিক-লেখক রাম কমল মুখোপাধ্যায় সেখানে লিখেছেন, 'শোলে'র রেকর্ড ছাপিয়ে বক্স অফিসে নয়া মাইলস্টোন সেট করেছিল 'ডিস্কো ডান্সার' ৷ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী 100 কোটির ব্যবসা করেছিল বাব্বর সুভাষ পরিচালিত এই ছবি (Bappi Lahiri and Mithun Chakraborty took bollywood to 100 crore club for the first time) ৷ যার সাফল্য ছড়িয়ে পড়েছিল মধ্য এশিয়া, পূর্ব ইউরোপ, রাশিয়া, চিন, তুরস্ক, পূর্ব এবং পশ্চিম আফ্রিকাতেও ৷