ETV Bharat / city

Bangladesh Violence : বাংলাদেশে হিংসার দায় বিএনপি-জামাতের উপর চাপালেন হাসিনার মন্ত্রী - Prime Minister Sheikh Hasina

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ ৷ সেখানেই তিনি এই মন্তব্য করেন ৷

bangladesh minister accused bnp and jamat for recent violence
Bangladesh Violence : বাংলাদেশে হিংসার দায় বিএনপি-জামাতের উপর চাপালেন হাসিনার মন্ত্রী
author img

By

Published : Oct 29, 2021, 5:37 PM IST

কলকাতা, 29 অক্টোবর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও হিংসা ছড়ানোর দায় বিএনপি ও জামাতের উপর চাপালেন ওই দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ । বৃহস্পতিবার তিনি কলকাতা প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

তাঁর কথায়, ‘‘বাংলাদেশে যখন নির্বাচন আসে, তখন ভারত বিরোধী ও হিন্দু বিরোধী স্লোগান দেয় । এমনকী, তারাই হিন্দুদের বলে তোমরা ভোট দিতে যেও না । তারাই এক ঢিলে দুই পাখি মেরেছে । তারাই রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে ।’’

আরও পড়ুন : Bangladesh violence : ফেসবুকে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি, বাংলাদেশে ধৃত আরও 1, সবমিলিয়ে গ্রেফতার প্রায় 600

তিনি জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে । তাকে প্ররোচনা দিয়ে এই কাজ করানো হয়েছে । কারা এটা করিয়েছে । সেটা খুব সহজে বের হবে বলে তিনি দাবি করেছেন ।

তাঁর দাবি, ‘‘কোনও কিছুই গোপন থাকবে না । তার পর বোঝা যাবে আমরা যেটা বলছি সেটা সত্যি । তাদের আরও একটা পরিকল্পনা ছিলও । সারা দেশে হিংসা ছড়ানো । এই ঘটনার পর আওয়ামী লিগের সমস্ত পাটি কর্মীরা পুজো মণ্ডপ পাহারা দেন ।’’

আরও পড়ুন : Sheikh Hasina: বাংলাদেশে হিংসা রুখতে কড়া পদক্ষেপ হাসিনার

এদিন তিনি আরও বলেন, ‘‘চট্টগ্রাম, নোয়াখালি বা রংপুর, সর্বত্র অশান্তির পরই প্রশাসন এবং আওয়ামী লিগের কর্মীরা আক্রান্তদের সাহস জুগিয়েছেন । ত্রাণের ব্যবস্থাও করেছে । বাংলাদেশে প্রায় 32 হাজার দুর্গাপুজো হয় । সরকার প্রতিটি পুজো কমিটিকে আর্থিক সাহায্য দেয় ।’’

কলকাতা, 29 অক্টোবর : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও হিংসা ছড়ানোর দায় বিএনপি ও জামাতের উপর চাপালেন ওই দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ । বৃহস্পতিবার তিনি কলকাতা প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

তাঁর কথায়, ‘‘বাংলাদেশে যখন নির্বাচন আসে, তখন ভারত বিরোধী ও হিন্দু বিরোধী স্লোগান দেয় । এমনকী, তারাই হিন্দুদের বলে তোমরা ভোট দিতে যেও না । তারাই এক ঢিলে দুই পাখি মেরেছে । তারাই রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে ।’’

আরও পড়ুন : Bangladesh violence : ফেসবুকে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি, বাংলাদেশে ধৃত আরও 1, সবমিলিয়ে গ্রেফতার প্রায় 600

তিনি জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ ইকবাল নামে একজনকে গ্রেফতার করেছে । তাকে প্ররোচনা দিয়ে এই কাজ করানো হয়েছে । কারা এটা করিয়েছে । সেটা খুব সহজে বের হবে বলে তিনি দাবি করেছেন ।

তাঁর দাবি, ‘‘কোনও কিছুই গোপন থাকবে না । তার পর বোঝা যাবে আমরা যেটা বলছি সেটা সত্যি । তাদের আরও একটা পরিকল্পনা ছিলও । সারা দেশে হিংসা ছড়ানো । এই ঘটনার পর আওয়ামী লিগের সমস্ত পাটি কর্মীরা পুজো মণ্ডপ পাহারা দেন ।’’

আরও পড়ুন : Sheikh Hasina: বাংলাদেশে হিংসা রুখতে কড়া পদক্ষেপ হাসিনার

এদিন তিনি আরও বলেন, ‘‘চট্টগ্রাম, নোয়াখালি বা রংপুর, সর্বত্র অশান্তির পরই প্রশাসন এবং আওয়ামী লিগের কর্মীরা আক্রান্তদের সাহস জুগিয়েছেন । ত্রাণের ব্যবস্থাও করেছে । বাংলাদেশে প্রায় 32 হাজার দুর্গাপুজো হয় । সরকার প্রতিটি পুজো কমিটিকে আর্থিক সাহায্য দেয় ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.