কলকাতা, 25 জানুয়ারি : শিক্ষক সংগঠনের প্রতিবাদ সভার মঞ্চ থেকে বিজেপিকে দু'কানকাটা, নির্লজ্জ ও বেহায়া বলে আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি বলেন, নির্লজ্জ ও বেহায়ার মতো বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীকে কলঙ্কিত করেছে।
ভিক্টোরিয়া মেমোরিয়ালে গত 23 জানুয়ারির অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলে সোমবার পথে নামে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন। মৌলালির রামলীলা ময়দান থেকে রানি রাসমণি রোড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন শিক্ষকরা। মিছিল শেষে রানি রাসমণি রোডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই প্রতিবাদের ঝড় তোলেন শিক্ষক নেতারা। দলের সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, "বিজেপি পার্টি নির্লজ্জ, বেহায়া, দু’কান কাটা। নেতাজির 125তম জন্মজয়ন্তীকে কলঙ্কিত করেছে তারা। এরই বিরুদ্ধে শিক্ষক সমাজ পথে নেমেছে।"
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সামনে আমাকে উত্ত্যক্ত করা হয়েছে : মমতা
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে গোটা রাজ্য থেকে কয়েক হাজার শিক্ষক এদিন প্রতিবাদ মিছিলে পা মেলান। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলার পাশাপাশি নিজেদের বিভিন্ন দাবিদাওয়াও পেশ করেন তাঁরা ।