কলকাতা, 1 ডিসেম্বর: বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baisakhi Banerjee news) সঙ্গে সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee news) ৷ দুর্গাপুজোর দশমীতে তাঁর ও বৈশাখীর সিঁদুর খেলা যে ছেলেখেলা নয়, তাও শিগগিরই প্রমাণ করবেন বলে দাবি শোভনের (Sovan Chatterjee)৷ এখানেই শেষ নয় ৷ ফেসবুকে ভিডিয়ো (Sovan Facebook post) বার্তা দিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Sovan on Baisakhi's Daughter) কন্যা তাঁরও মেয়ে ৷ তাঁর সবমিলিয়ে তিনটি সন্তান ৷
সংবাদপত্রের একটি প্রতিবেদন নিয়ে নিজের ব্যাখ্যা দেওয়ার জন্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ 'বৈশাখী শোভন ব্যানার্জি'র (Baisakhi Sovan Banerjee) প্রোফাইল থেকে আজ দুটি ভিডিয়ো পোস্ট করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ সেখানেই তিনি বলেন, "আমি শোভন চট্টোপাধ্যায় ৷ পরিষ্কার করে বলছি, শোভন চট্টোপাধ্যায়ের দুই নয়, বর্তমানে তিন সন্তান ৷ সপ্তর্ষি চট্টোপাধ্যায়, সুহানি চট্টোপাধ্যায় এবং রীণা বন্দ্যোপাধ্যায় ৷ রীণাকে আমি ও বৈশাখী দুজনে মিলেই বড় করে তুলছি ৷ আমি চাই আমার তিন সন্তানই জীবনে প্রতিষ্ঠা পাক ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এই প্রসঙ্গে বলতে গিয়েই শোভন (Sovan Baisakhi) টেনে আনেন দশমীর দিন বৈশাখীর মাথায় সিঁদুর পরিয়ে দেওয়ার প্রসঙ্গ ৷ সে দিন দেখা গিয়েছিল বিরাটির একটি পুজোর মণ্ডপে সিঁদুর খেলা চলার সময় বৈশাখীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র ৷ এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয় ৷ তাহলে কি বৈশাখীকে বিয়েই করে ফেললেন শোভন ? এই প্রশ্ন ঘোরাফেরা করেছে বহু মানুষের মনে ৷ তবে সেটা বিয়ে না-হলেও যে নিছক ছেলেখেলা ছিল না, তা এ দিন স্পষ্ট করে দিলেন শোভন চট্টোপাধ্যায় ৷ ভবিষ্যতে নতুন সম্পর্ক তৈরির দরজা খোলা রেখে তিনি জানিয়ে দিলেন, "জেনে রাখুন, আপনারা বহু সংবাদমাধ্যমে দেখেছেন ৷ দশমীর দিন যে সিঁদুরখেলা দৃশ্যমান হয়েছিল, তা আপনারা ছেলেখেলা বলতে পারেন ৷ কিন্তু তার বাস্তবতার প্রমাণিত সত্য কীভাবে আগামী দিনে প্রমাণিত করতে হয়, তার জন্যই আজ আমি শপথ নিয়ে রয়েছি ৷"
আরও পড়ুন: Sovan-Baishakhi : রত্না দেবী আগে আমার বাড়ি খালি করুন, তারপর জবাব দেব : বৈশাখী
একটি সংবাদপত্রের প্রতিবেদনের জবাব দিতেই এ দিন ভিডিয়ো বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন শোভন চট্টোপাধ্যায় ৷ সেই প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, বেহালার পর্ণশ্রীর বাড়িতে শোভনের আরও দুই সন্তানের খোঁজ মিলেছে ৷ শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে উদ্ধৃত করে সেই প্রতিবেদনে দাবি করা হয়, বহু বছর আগে মাদারির খেলা দেখানো দুটি শিশুকে বাড়ি নিয়ে এসে শোভন নাকি রত্নার হাতে তুলে দিয়ে বলেছিলেন, নিজের দুই সন্তানের মতো মানুষ করতে ৷ এরপর থেকে তাদের কোলেপিঠে করে বড় করেছেন রত্নাই ৷ শোভন বেহালার বাড়ি ছেড়ে বৈশাখীর সঙ্গে অন্যত্র চলে গেলেও সেই ছেলে দুটি আজও সেখানে রত্নার সঙ্গেই থাকেন বলে দাবি করা হয় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তবে এই খবরকে সর্বৈব মিথ্যে বলে দাবি করে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন শোভন চট্টোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, "কলকাতা পৌরসভা নির্বাচনে ভোট বৈতরণী পার হতে কুরুচিকর গল্প সামনে আনছে রত্না ৷ বেহালার যাবতীয় উন্নয়ন আমি করেছি ৷ ও কোনওদিন আমার এই কাজে শরিক ছিল না ৷ আর এখন অলীক গল্প তৈরি করছে ৷"
আরও পড়ুন : Sovan-Baishakhi : আইন কি এই বিয়েকে মান্যতা দেয়, প্রশ্ন করুন শোভনবাবুকে : রত্না
এক রিয়েলিটি শোতে ঝুঁকিপূর্ণ খেলা দেখানো দুটি শিশু সায়ন ও কার্গিলকে দেখে তাঁর মানসিক যন্ত্রণা হওয়ায় তাদের বাবা-মাকে তিনি সাহায্য করতে চেয়েছিলেন বলে দাবি শোভনের ৷ তিনি বলেছেন, ওই দুই শিশুর পড়াশোনার খরচ তিনি বহন করেছিলেন ৷ তবে তাদের আইনিভাবে দত্তক নেওয়া বা ভবিষ্যতে তাদের দায়িত্ব নেওয়ার কোনও প্রতিশ্রুতিই তিনি দেননি ৷
এই নিয়ে রত্না চট্টোপাধ্যায়কে বিঁধে আবারও তাঁকে বিবাহবিচ্ছেদ মেনে নেওয়ার কথা বলেন শোভন ৷ বৈশাখীকে তিনি বাড়ি বিক্রি করে দেওয়ার পরও কেন জোর করে সেখানে রত্না বাস করছেন সেই প্রশ্নও তোলেন তিনি ৷ আবারও দাবি করেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে রত্নার ৷ সে জন্যই তিনি তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন ৷ বিবাহবিচ্ছেদ হলে কি তবে বান্ধবী বৈশাখীর সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করার কথা ভাববেন শোভন চট্টোপাধ্যায় ? আপাতত ইঙ্গিত সে রকমই মিলছে ৷