ETV Bharat / city

উলটোডাঙার বিকল্প বেইলি ! - Ultadanga Flyover

প্রপ ব্যবহার করে উড়ালপুলের সল্টলেকের দিকে রাস্তা সাড়ানোর চেষ্টা চলছে । নাহলে তৈরি হতে পারে বেইলি ব্রিজ । গতকাল জানালেন ফিরহাদ হাকিম ।

ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 13, 2019, 11:47 AM IST

বিধাননগর, 13 জুলাই : বৃহস্পতিবার রাতেই চালু করে দেওয়া হয়েছে উলটোডাঙা উড়ালপুলের বিমানবন্দরগামী রাস্তা । এবার এই উড়ালপুলের সল্টলেকের দিকের রাস্তা খুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করেছে KMDA । এবিষয়ে গতকাল বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম । উড়ালপুলটি মেরামত করতে দু'টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে । তৈরি করা হয়েছে 21 জন সদস্যের একটি কমিটি । আপাতত প্রপ লাগিয়ে উড়ালপুলটির সল্টলেকের দিকের রাস্তা খুলে দেওয়ার ভাবনা রয়েছে সরকারের । তবে, যদি মেরামত করতে বেশি সময় লাগে তাহলে বেইলি ব্রিজ (বিকল্প অস্থায়ী ব্রিজ) করে আপাতত যোগাযোগ ব্যবস্থা সচল করা হতে পারে ।

ফিরহাদ হাকিম বলেন, "KMDA-র ইঞ্জিনিয়রদের তাঁদের সঙ্গে বৈঠক চলছে । উড়ালপুলটি সারানোর চেষ্টা চলছে । একটা দিক খুলে দেওয়া হয়েছে । আরেকটা দিক কত তাড়াতাড়ি খোলা যায় সেই নিয়ে কথা হয়েছে । যে পিলারের উপর ফাটল আছে সেখানে প্রপ লাগালে উড়ালপুলের ওই অংশটি চালু করা যাবে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে । যদি দু'মাস বা তিন মাস সময় লাগে তখন এটা বেইলি ব্রিজ তৈরি করার কথা ভাবব । যা সিদ্ধান্ত নেওয়ার তিন-চারদিনের মধ্যেই নেওয়া হবে ।"

বিধাননগর, 13 জুলাই : বৃহস্পতিবার রাতেই চালু করে দেওয়া হয়েছে উলটোডাঙা উড়ালপুলের বিমানবন্দরগামী রাস্তা । এবার এই উড়ালপুলের সল্টলেকের দিকের রাস্তা খুলে দেওয়ার জন্য চিন্তা ভাবনা শুরু করেছে KMDA । এবিষয়ে গতকাল বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম । উড়ালপুলটি মেরামত করতে দু'টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে । তৈরি করা হয়েছে 21 জন সদস্যের একটি কমিটি । আপাতত প্রপ লাগিয়ে উড়ালপুলটির সল্টলেকের দিকের রাস্তা খুলে দেওয়ার ভাবনা রয়েছে সরকারের । তবে, যদি মেরামত করতে বেশি সময় লাগে তাহলে বেইলি ব্রিজ (বিকল্প অস্থায়ী ব্রিজ) করে আপাতত যোগাযোগ ব্যবস্থা সচল করা হতে পারে ।

ফিরহাদ হাকিম বলেন, "KMDA-র ইঞ্জিনিয়রদের তাঁদের সঙ্গে বৈঠক চলছে । উড়ালপুলটি সারানোর চেষ্টা চলছে । একটা দিক খুলে দেওয়া হয়েছে । আরেকটা দিক কত তাড়াতাড়ি খোলা যায় সেই নিয়ে কথা হয়েছে । যে পিলারের উপর ফাটল আছে সেখানে প্রপ লাগালে উড়ালপুলের ওই অংশটি চালু করা যাবে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে । যদি দু'মাস বা তিন মাস সময় লাগে তখন এটা বেইলি ব্রিজ তৈরি করার কথা ভাবব । যা সিদ্ধান্ত নেওয়ার তিন-চারদিনের মধ্যেই নেওয়া হবে ।"

Intro:


বিধাননগর, ১৩ জুলাই: বৃহস্পতিবার রাতে চালু করে দেওয়া হয়েছে উল্টোডাঙা উড়ালপুলের বিমানবন্দর গামী লেন। এবার এই উড়ালপুলের সল্টলেকের দিকের খুলে দেওয়ার জন্য ভাবনা চিন্তা শুরু করেছে কে এম ডি। এবিষয়ে শুক্রবার দফায় দফায় বৈঠক করুন মন্ত্রী ফিরহাদ হাকিম। উল্টোডাঙা উড়ালপুল মেরামত করতে দুটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গঠিত হয়েছে ২১ সদস্যের কমিটির আপাতত প্রপ লাগিয়ে ব্রিজ খুলে দেওয়ার ভাবনা রয়েছে সরকারের। যদি মেরামত করতে বেশি সময় লাগে সেক্ষেত্রে বেলি ব্রিজ( বিকল্প অস্থায়ী ব্রিজ) করার হতে পারে।

Body: এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ""কে এম ডিএ'র যারা এক্সপার্ট তাদের সাথে সব বৈঠক চলছে। সারানোর চেষ্টা চলছে। প্রপ যারা যারা দিতে পারবে তাদের সাথে আলোচনা সারাদিনই চলছে। আর একটা সাইড খুলে দেওয়া হয়েছে। আরেকটা লেন কত তাড়াতাড়ি খোলা যায় সেই নিয়ে এক্সপার্টদের সাথে ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠক হয়েছে। একটা পিলারের উপর ফাটল আছে সেখানে প্রপ লাগালে চালু করা যাবে কিনা এবং প্রপ কারা দেবে দেখা হচ্ছে। যদি দেখি দু মাস তিন মাস লাগবে তখন এটা বেলি ব্রিজ তৈরি করার কথা ভাববো। যদি দেখি দশ দিনে খুলে যাচ্ছে তখন আর ভাববো না। যা সিদ্ধান্ত নেওয়ার 3-4 দিনের মধ্যে হবে"।

Conclusion:ফিরহাদ হাকিমকে দাদা বলে সম্বোধন করেও দলের লাইন ভেঙে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেই চলেন বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। শুক্রবার তিনি মুকুল রায়ের সঙ্গে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে দেখা করেন। যদিও সব্যসাচী ঘনিষ্ঠরা জানিয়েছে মুকুল রায় এদিন ডাক্তার দেখাতে এসেছিলেন। সেই খবর পেয়ে দাদা মুকুল রায়ের ছুটে গিয়েছিলেন ভাতৃসম সব্যসাচী। এদিন হাইকোর্টে অনাস্থা রুখতে মামলা করেন সব্যসাচী। সেই মামলা গৃহীত হয়েছে দাবি তার আইনজীবীর। এ প্রসঙ্গে ফিরহাদের যুক্তি, ''ও ভারতবর্ষের নাগরিক। আইনি পরামর্শ সবাই নিতে পারে। কারো উপর তো কোন বাধা নেই গণতান্ত্রিক দেশ যে কেউ আইনি পরামর্শ নিতে পারে। কোর্টে যেতে পারে। তবে আমার ক্ষেত্রে যদি এরকম হত আমি নৈতিক ভাবে পদত্যাগ করতাম। বেশিরভাগ অধিকাংশ কাউন্সিলর আমার নেতৃত্ব কে চ্যালেঞ্জ করছে আমি সরে যেতাম। ও যদি গণতান্ত্রিকভাবে পরাজিত হয়। তারপর আবার দল বসবে, কাউন্সিলররা বসবে। আমাদের দল তো গণতান্ত্রিক দল। কাউন্সিলরদের মতামত নিয়ে তখন নেতৃত্ব ঠিক করবে পরবর্তী মেয়র কে হবে"।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.