ETV Bharat / city

Babul Supriyo: মোদি থেকে মমতার ক্যাবিনেটে, 392 দিন পর ফের মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়

2021 এর 7 জুলাই নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভায় রদবদলে মন্ত্রিত্ব হারিয়েছিলেন বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) ৷ এর পর বিজেপি (BJP) ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেন ৷ বুধবার তিনি জায়গা পেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় ৷ মোদি সরকারে তিনি ছিলেন প্রতিমন্ত্রী ৷ মমতা তাঁকে পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা দিলেন ৷

Babul Supriyo Takes Oath as Cabinet Minister in Mamata Banerjee Govt
Babul Supriyo: মোদি থেকে মমতার ক্যাবিনেটে, 392 দিন পর ফের মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়
author img

By

Published : Aug 3, 2022, 8:17 PM IST

কলকাতা, 3 অগস্ট : 7 জুলাই, 2021 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) ৷ 392 দিন পর, 2022-এর 3 অগস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা পেলেন তিনি ৷ বুধবার বিকেলে রাজভবনে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই তাই তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ৷

একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে গত বছর 3 অগস্ট তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন ৷ আর ঠিক এক বছর পর আজ, 2022-এর 3 অগস্ট আবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷ বিষয়টিকে কাকতালীয় হিসেবেই দেখছেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ৷

Babul Supriyo Takes Oath as Cabinet Minister in Mamata Banerjee Govt
বুধবার শপথের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়

গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ তার পর জানিয়েছিলেন যে রিজার্ভ বেঞ্চে বসতে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেননি ৷ বরং তিনি খেলতে চান ফার্স্ট ইলেভেনে ৷ গায়ক থেকে নির্বাচনীর ময়দান হয়ে কেন্দ্রীয় সরকারের অন্দরমহলে বাবুলের ধূমকেতুর মতো উত্থান হয়েছিল ৷ আসানসোল থেকে ভোটে জিতেই জায়গা পেয়েছিলেন মোদির মন্ত্রী পরিষদে ৷ 2014-র পর 2019 সালেও তাঁর মন্ত্রিত্ব অটুট ছিল ৷ তাই তৃণমূলেও যে তিনি অচিরেই গুরুত্ব পেতে শুরু করবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন রাজনৈতিক পর্যেবক্ষকরা ৷

হয়েছেও তাই ৷ ঘাসফুল শিবিরে যোগদানের পর কয়েকমাস আড়ালে থাকলেও চলতি বছরের মার্চের গোড়ায় তাঁকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে (Ballygunge By-Election 2022) প্রার্থী করা হয় ৷ যে কেন্দ্রে উপ-নির্বাচন হয়েছিল সুব্রত মুখোপাধ্য়ায়ের প্রয়াণের কারণে ৷ ওই কেন্দ্র থেকে জয়ের পর মমতার ফার্স্ট ইলেভেনে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছিল বাবুলের জন্য ৷ যা বুধবার বিকেলে বাস্তবায়িত হল ৷

শপথ নিয়ে তাই মুখ্যমন্ত্রীকে যেমন ধন্যবাদ দিয়েছেন, তেমনই উল্লেখ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম ৷ এঁরা না থাকলে যে তিনি আবার জনসেবার সুযোগ পেতেন না সেই কথাও স্পষ্ট করেছেন রাজভবনে দাঁড়িয়ে ৷ একই সঙ্গে অতীতের আক্ষেপও ঝরে পড়েছে তাঁর গলায় ৷ বলেছেন, ‘‘গত বছর 7 জুলাই আমার সঙ্গে অন্যায় হয়েছিল ৷ আমার ভালো কাজের পুরস্কার দেওয়া হয়নি ৷ আমার বিশ্বাস ছিল যে মানুষের জন্য কাজ করেছি ৷ তাই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ৷’’

মন্ত্রী হওয়ার পর বাবুল সুপ্রিয়র বক্তব্য

নিন্দুকেরা যদিও বলেন, বিজেপি (BJP) থেকে তৃণমূলে এসে ডিমোশন হয়েছে বাবুলের ৷ ছিলেন সাংসদ, হলেন বিধায়ক ৷ ছিলেন কেন্দ্রের মন্ত্রী ৷ এবার তিনি শুধুমাত্র একটি রাজ্যের মন্ত্রী ৷

যদিও রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, মোদি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন বাবুল ৷ মমতা তাঁকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছেন ৷ দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি ও পর্যটন দফতরের ৷ এটাকে তো প্রমোশন বলা যেতেই পারে !

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্বে; দেখে নিন একনজরে

কলকাতা, 3 অগস্ট : 7 জুলাই, 2021 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) মন্ত্রিসভা থেকে বাদ পড়েছিলেন বাবুল সুপ্রিয় (Bengal Minister Babul Supriyo) ৷ 392 দিন পর, 2022-এর 3 অগস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রিসভায় জায়গা পেলেন তিনি ৷ বুধবার বিকেলে রাজভবনে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই তাই তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ৷

একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে গত বছর 3 অগস্ট তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছিলেন ৷ আর ঠিক এক বছর পর আজ, 2022-এর 3 অগস্ট আবার তিনি মন্ত্রী হিসেবে শপথ নিলেন ৷ বিষয়টিকে কাকতালীয় হিসেবেই দেখছেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় ৷

Babul Supriyo Takes Oath as Cabinet Minister in Mamata Banerjee Govt
বুধবার শপথের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুল সুপ্রিয়

গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ তার পর জানিয়েছিলেন যে রিজার্ভ বেঞ্চে বসতে তিনি ঘাসফুল শিবিরে যোগ দেননি ৷ বরং তিনি খেলতে চান ফার্স্ট ইলেভেনে ৷ গায়ক থেকে নির্বাচনীর ময়দান হয়ে কেন্দ্রীয় সরকারের অন্দরমহলে বাবুলের ধূমকেতুর মতো উত্থান হয়েছিল ৷ আসানসোল থেকে ভোটে জিতেই জায়গা পেয়েছিলেন মোদির মন্ত্রী পরিষদে ৷ 2014-র পর 2019 সালেও তাঁর মন্ত্রিত্ব অটুট ছিল ৷ তাই তৃণমূলেও যে তিনি অচিরেই গুরুত্ব পেতে শুরু করবেন, তা নিয়ে নিশ্চিত ছিলেন রাজনৈতিক পর্যেবক্ষকরা ৷

হয়েছেও তাই ৷ ঘাসফুল শিবিরে যোগদানের পর কয়েকমাস আড়ালে থাকলেও চলতি বছরের মার্চের গোড়ায় তাঁকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে (Ballygunge By-Election 2022) প্রার্থী করা হয় ৷ যে কেন্দ্রে উপ-নির্বাচন হয়েছিল সুব্রত মুখোপাধ্য়ায়ের প্রয়াণের কারণে ৷ ওই কেন্দ্র থেকে জয়ের পর মমতার ফার্স্ট ইলেভেনে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়েছিল বাবুলের জন্য ৷ যা বুধবার বিকেলে বাস্তবায়িত হল ৷

শপথ নিয়ে তাই মুখ্যমন্ত্রীকে যেমন ধন্যবাদ দিয়েছেন, তেমনই উল্লেখ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম ৷ এঁরা না থাকলে যে তিনি আবার জনসেবার সুযোগ পেতেন না সেই কথাও স্পষ্ট করেছেন রাজভবনে দাঁড়িয়ে ৷ একই সঙ্গে অতীতের আক্ষেপও ঝরে পড়েছে তাঁর গলায় ৷ বলেছেন, ‘‘গত বছর 7 জুলাই আমার সঙ্গে অন্যায় হয়েছিল ৷ আমার ভালো কাজের পুরস্কার দেওয়া হয়নি ৷ আমার বিশ্বাস ছিল যে মানুষের জন্য কাজ করেছি ৷ তাই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম ৷’’

মন্ত্রী হওয়ার পর বাবুল সুপ্রিয়র বক্তব্য

নিন্দুকেরা যদিও বলেন, বিজেপি (BJP) থেকে তৃণমূলে এসে ডিমোশন হয়েছে বাবুলের ৷ ছিলেন সাংসদ, হলেন বিধায়ক ৷ ছিলেন কেন্দ্রের মন্ত্রী ৷ এবার তিনি শুধুমাত্র একটি রাজ্যের মন্ত্রী ৷

যদিও রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, মোদি সরকারের প্রতিমন্ত্রী ছিলেন বাবুল ৷ মমতা তাঁকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছেন ৷ দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি ও পর্যটন দফতরের ৷ এটাকে তো প্রমোশন বলা যেতেই পারে !

আরও পড়ুন : মমতার মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্বে; দেখে নিন একনজরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.