কলকাতা, 14 জুন: 12 জুন ছিল বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস (World Day Against Child Labour)৷ শিশু শ্রম রোধে বিশ্বজুড়ে প্রচেষ্টা চললেও তার সংখ্যা এখনও কমানো যাচ্ছে না । ভারতে প্রায় 5 লাখেরও বেশি শিশু শ্রমিক ই-বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত । এদের অধিকাংশের বয়স 10-14 বছর । কোনও রকম সুরক্ষার পোশাক ছাড়াই এই কাজ করতে হচ্ছে বলে অনেক সময়ই তার ক্ষতিকর প্রভাব পড়ছে তাদের শরীরে ৷ গোটা বিষয়টির গুরুত্ব বুঝে এক স্বেচ্ছাসেবী সংস্থা ও কলকাতা পৌরনিগমের যৌথ উদ্যোগে আয়োজিত হল শিশুশ্রম বিরোধী সচেতনতা শিবির (Child Labour)৷
তারাতলা এলাকার হরিজন জ্ঞান মন্দির স্কুলে এই শিবির হয় । সঙ্গে আঁকার প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক শিশু । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার তপন কুমার গুপ্ত । ছিলেন তৃণা চক্রবর্তী, নন্দন মাল ।
আরও পড়ুন: 2021 সাল শিশু শ্রম নির্মূলের আন্তর্জাতিক বছর, প্রস্তাবনা পাশ রাষ্ট্র সংঘে
উপস্থিত শিশুদের মধ্যে যারা ই-বর্জ্য ব্যবস্থাপনার কাজে যুক্ত তাদের সচেতন করেন নন্দন মাল । তিনি বলেন, অব্যবস্থার মধ্যে এই সমস্ত কাজ করার ফলে শিশুরা একদিকে আর্থিক ও সামাজিক দুই দিকেই ক্ষতির মুখে পড়ছে । তাদের আমরা চেষ্টা করছি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে আনা । আজ যেমন সচেতনতা শিবির ও কর্মশালা করা হল, সারা বছর এমন বেশ কয়েকটি সচেতনতা শিবির করার চেষ্টা করব । শিশুদের সঙ্গে এই অনুষ্ঠানে তাঁদের অভিভাবকরাও হাজির ছিলেন ৷