ETV Bharat / city

Jadavpur University Issue : আলিয়ার ছায়া যাদবপুরে, অধ্যাপকদের কলার ধরার হুমকি তৃণমূল ছাত্রনেতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার আলিয়ার ছায়া ৷ নিজেকে সঞ্জীব প্রামাণিক বলে দাবি করা এক ছাত্রনেতা আরেক জনকে বলছেন, বিশ্ববিদ্যালয়ে কোন অধ্যাপক বা অধ্যাপিকার কলার ধরতে হবে, তাকে শুধু বললেই হবে (Audio clip of Jadavpur university Student leader goes viral) ।

Jadavpur University
আলিয়ার ছায়া যাদবপুরে
author img

By

Published : Apr 18, 2022, 3:31 PM IST

Updated : Apr 18, 2022, 5:19 PM IST

কলকাতা, 18 এপ্রিল : আলিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ সামনে এল চাঞ্চল্যকর একটি অডিয়ো ক্লিপিং ৷ তাতে শোনা গিয়েছে, নিজেকে সঞ্জীব প্রামাণিক বলে দাবি করা এক ছাত্রনেতা আরেক জনকে বলছেন, বিশ্ববিদ্যালয়ে কোন অধ্যাপক বা অধ্যাপিকার কলার ধরতে হবে, তাকে শুধু বললেই হবে । অডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক ছড়িয়েছে শিক্ষা মহলে । যদিও, ভাইরাল হওয়া ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

দিনকয়েক আগেই আলিয়ার উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি দিয়েছিল ছাত্রনেতা গিয়াসদ্দিন ও তার দলবল ৷ উপাচার্যকে চড় মারার কথাও শোনা গিয়েছিল ওই ছাত্রনেতার মুখে ৷ অভিযোগ উঠেছে, ওই ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ৷ ঘটনার পরেই গিয়াসউদ্দিন ও তার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Aliah University Issue : আলিয়া কাণ্ডে ধৃত গিয়াসউদ্দিন মণ্ডলকে 7 দিনের পুলিশি হেফাজত দিল আদালত

যদিও অভিযুক্তের দাবি, গোটা অডিয়ো ক্লিপ নয়, মাঝখান থেকে একটি অংশ তুলে তা ভাইরাল করে দেওয়া হয়েছে ৷ এই অডিয়ো প্রকাশ্যে আসার পরই বিতর্কের ঝড় শুরু হয়েছে ক্যাম্পাস-সহ শিক্ষামহলে । বারবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হেনস্থার ঘটনায় চিন্তিত রাজ্যের শিক্ষামহল ৷

কলকাতা, 18 এপ্রিল : আলিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ সামনে এল চাঞ্চল্যকর একটি অডিয়ো ক্লিপিং ৷ তাতে শোনা গিয়েছে, নিজেকে সঞ্জীব প্রামাণিক বলে দাবি করা এক ছাত্রনেতা আরেক জনকে বলছেন, বিশ্ববিদ্যালয়ে কোন অধ্যাপক বা অধ্যাপিকার কলার ধরতে হবে, তাকে শুধু বললেই হবে । অডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক ছড়িয়েছে শিক্ষা মহলে । যদিও, ভাইরাল হওয়া ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

দিনকয়েক আগেই আলিয়ার উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি দিয়েছিল ছাত্রনেতা গিয়াসদ্দিন ও তার দলবল ৷ উপাচার্যকে চড় মারার কথাও শোনা গিয়েছিল ওই ছাত্রনেতার মুখে ৷ অভিযোগ উঠেছে, ওই ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ৷ ঘটনার পরেই গিয়াসউদ্দিন ও তার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : Aliah University Issue : আলিয়া কাণ্ডে ধৃত গিয়াসউদ্দিন মণ্ডলকে 7 দিনের পুলিশি হেফাজত দিল আদালত

যদিও অভিযুক্তের দাবি, গোটা অডিয়ো ক্লিপ নয়, মাঝখান থেকে একটি অংশ তুলে তা ভাইরাল করে দেওয়া হয়েছে ৷ এই অডিয়ো প্রকাশ্যে আসার পরই বিতর্কের ঝড় শুরু হয়েছে ক্যাম্পাস-সহ শিক্ষামহলে । বারবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হেনস্থার ঘটনায় চিন্তিত রাজ্যের শিক্ষামহল ৷

Last Updated : Apr 18, 2022, 5:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.