কলকাতা, 18 এপ্রিল : আলিয়া বিশ্ববিদ্যালয়ের পর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ সামনে এল চাঞ্চল্যকর একটি অডিয়ো ক্লিপিং ৷ তাতে শোনা গিয়েছে, নিজেকে সঞ্জীব প্রামাণিক বলে দাবি করা এক ছাত্রনেতা আরেক জনকে বলছেন, বিশ্ববিদ্যালয়ে কোন অধ্যাপক বা অধ্যাপিকার কলার ধরতে হবে, তাকে শুধু বললেই হবে । অডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পরেই বিতর্ক ছড়িয়েছে শিক্ষা মহলে । যদিও, ভাইরাল হওয়া ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
দিনকয়েক আগেই আলিয়ার উপাচার্য মহম্মদ আলিকে তাঁর অফিসের মধ্যে ঢুকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি দিয়েছিল ছাত্রনেতা গিয়াসদ্দিন ও তার দলবল ৷ উপাচার্যকে চড় মারার কথাও শোনা গিয়েছিল ওই ছাত্রনেতার মুখে ৷ অভিযোগ উঠেছে, ওই ছাত্রনেতা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ৷ ঘটনার পরেই গিয়াসউদ্দিন ও তার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আরও পড়ুন : Aliah University Issue : আলিয়া কাণ্ডে ধৃত গিয়াসউদ্দিন মণ্ডলকে 7 দিনের পুলিশি হেফাজত দিল আদালত
যদিও অভিযুক্তের দাবি, গোটা অডিয়ো ক্লিপ নয়, মাঝখান থেকে একটি অংশ তুলে তা ভাইরাল করে দেওয়া হয়েছে ৷ এই অডিয়ো প্রকাশ্যে আসার পরই বিতর্কের ঝড় শুরু হয়েছে ক্যাম্পাস-সহ শিক্ষামহলে । বারবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হেনস্থার ঘটনায় চিন্তিত রাজ্যের শিক্ষামহল ৷