ETV Bharat / city

KMC Election 2021 Result : বিদায়ী পৌরবোর্ডের কাজের ফল, তৃণমূলের একচ্ছত্র আধিপত্য নিয়ে প্রতিক্রিয়া অতীনের - Atin Ghosh Interview on KMC Election 2021 Result

পৌরভোটে অসাধারণ ফল করেছে রাজ্যের শাসকদল (Atin Ghosh Win in Ward No 11) ৷ তৃণমূলের এই ফলাফল নিয়ে অতীন জানালেন, গত পৌরবোর্ডের কাজের ফল এই রেজাল্ট (Atin Ghosh Interview on KMC Election 2021 Result) ৷ পাশাপাশি জানালেন, আগামী দিনে শহরের উন্নয়নে পৌরবোর্ডের কী পরিকল্পনা রয়েছে ৷

KMC Election 2021 Result
KMC Election 2021 Result
author img

By

Published : Dec 21, 2021, 4:09 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিরোধী বিজেপি ৷ এমনকি গতবার 15 আসন জেতা বামেরা এবার মোটে 2টি আসন জিতেছে ৷ এই বিপুল আসনে জয় নিয়ে ইটিভি ভারতকে ফোনে একান্ত সাক্ষাৎকার দিলেন কলকাতা পৌরনিগমের 11নং ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh Interview on KMC Election 2021 Result) ৷ যেখানে তিনি জানালেন, গত 11 বছর ধরে তৃণমূল পরিচালিত বোর্ডের কাজে সাধারণ মানুষ খুশি ৷ তারই প্রতিফলন দেখা গিয়েছে ভোটবাক্সে (Atin Ghosh Win in Ward No 11) ৷ আর বিরোধীদের এই করুণ অবস্থা নিয়ে অতীনের বক্তব্য, নিচুতলায় সংগঠন না থাকা এবং সুবিধাভোগীদের নিয়ে দল তৈরি করায় এই অবস্থা বিজেপির ৷ আর বামেদের অবস্থাও প্রায় একইরকম বলে জানালেন তিনি ৷

কলকাতা পৌরনিগমের 11নং ওয়ার্ডে জয়ী হয়েছেন অতীন ঘোষ (KMC Election 2021 Result) ৷ যে ওয়ার্ড থেকে জিতে এর আগে ডেপুটি মেয়র হয়েছিলেন ৷ আর এবারের জয়টা আরও বেশি স্পেশাল ৷ কারণ, বিধানসভা ভোটে গেরুয়া ঝড়কে মৃদুমন্দ বাতাসে পরিণত করার পর, পৌরভোটে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ঘাসফুল শিবির ৷ এমনকি 2015’র থেকেও 2টি আসন কম পেয়েছে বিজেপি ৷ আর এই দাপটের সঙ্গে জয়ের কারণ, গত 11 বছর ধরে তৃণমূল পরিচালিত বোর্ডের পরিষেবা ৷ এমনটাই মনে করছেন অতীন ঘোষ ৷ সেই সঙ্গে মানুষের কাছে তৃণমূল প্রার্থীরা পৌঁছতে পেরেছিলেন বলেই মনে করেন তিনি ৷

আরও পড়ুন : KMC Election 2021 Result : বাংলায় ঘৃণা ও হিংসা ব্রাত্য, কলকাতা জয়ে বার্তা অভিষেকের

জয় তো এল ৷ এ বার নতুন বোর্ড গঠনের পর কী লক্ষ্য পৌরনিগমের ? এই প্রশ্নের জবাবে অতীন বলেন, ‘‘পূর্ব ঘোষণা মতো ঠিকা শ্রমিকদের জন্য বাসস্থান তৈরি ৷ সেই সঙ্গে শহরের নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা ৷’’ শহরে সম্প্রতি যে জল জমার সমস্যা দেখা দিয়েছিল ৷ সেই সমস্যার পাকাপাকি সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ আর সেই লক্ষ্যে রাজ্যের পূর্ত দফতরের সহায়তায় শহরের বড় বড় খালগুলির সংস্কার শুরু হয়ে গিয়েছে বলে জানালেন অতীন ৷

আরও পড়ুন : Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার

এছাড়াও, 144টি ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন জয়ী তৃণমূল প্রার্থী ৷ অতীন ঘোষ জানালেন, প্রতিটি ওয়ার্ডে আরও একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে ৷ যার 56টির অনুমোদন স্বাস্থ্য দফতর ইতিমধ্যে দিয়েছে ৷ পাশাপাশি, আধুনিক মানের প্যাথোলজি সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে পৌরনিগমের ৷

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরনিগমের ভোটে সবুজ ঝড়ে উড়ে গিয়েছে বিরোধী বিজেপি ৷ এমনকি গতবার 15 আসন জেতা বামেরা এবার মোটে 2টি আসন জিতেছে ৷ এই বিপুল আসনে জয় নিয়ে ইটিভি ভারতকে ফোনে একান্ত সাক্ষাৎকার দিলেন কলকাতা পৌরনিগমের 11নং ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh Interview on KMC Election 2021 Result) ৷ যেখানে তিনি জানালেন, গত 11 বছর ধরে তৃণমূল পরিচালিত বোর্ডের কাজে সাধারণ মানুষ খুশি ৷ তারই প্রতিফলন দেখা গিয়েছে ভোটবাক্সে (Atin Ghosh Win in Ward No 11) ৷ আর বিরোধীদের এই করুণ অবস্থা নিয়ে অতীনের বক্তব্য, নিচুতলায় সংগঠন না থাকা এবং সুবিধাভোগীদের নিয়ে দল তৈরি করায় এই অবস্থা বিজেপির ৷ আর বামেদের অবস্থাও প্রায় একইরকম বলে জানালেন তিনি ৷

কলকাতা পৌরনিগমের 11নং ওয়ার্ডে জয়ী হয়েছেন অতীন ঘোষ (KMC Election 2021 Result) ৷ যে ওয়ার্ড থেকে জিতে এর আগে ডেপুটি মেয়র হয়েছিলেন ৷ আর এবারের জয়টা আরও বেশি স্পেশাল ৷ কারণ, বিধানসভা ভোটে গেরুয়া ঝড়কে মৃদুমন্দ বাতাসে পরিণত করার পর, পৌরভোটে মাথা তুলে দাঁড়াতে দেয়নি ঘাসফুল শিবির ৷ এমনকি 2015’র থেকেও 2টি আসন কম পেয়েছে বিজেপি ৷ আর এই দাপটের সঙ্গে জয়ের কারণ, গত 11 বছর ধরে তৃণমূল পরিচালিত বোর্ডের পরিষেবা ৷ এমনটাই মনে করছেন অতীন ঘোষ ৷ সেই সঙ্গে মানুষের কাছে তৃণমূল প্রার্থীরা পৌঁছতে পেরেছিলেন বলেই মনে করেন তিনি ৷

আরও পড়ুন : KMC Election 2021 Result : বাংলায় ঘৃণা ও হিংসা ব্রাত্য, কলকাতা জয়ে বার্তা অভিষেকের

জয় তো এল ৷ এ বার নতুন বোর্ড গঠনের পর কী লক্ষ্য পৌরনিগমের ? এই প্রশ্নের জবাবে অতীন বলেন, ‘‘পূর্ব ঘোষণা মতো ঠিকা শ্রমিকদের জন্য বাসস্থান তৈরি ৷ সেই সঙ্গে শহরের নিকাশি ব্যবস্থাকে আরও উন্নত করে তোলা ৷’’ শহরে সম্প্রতি যে জল জমার সমস্যা দেখা দিয়েছিল ৷ সেই সমস্যার পাকাপাকি সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ আর সেই লক্ষ্যে রাজ্যের পূর্ত দফতরের সহায়তায় শহরের বড় বড় খালগুলির সংস্কার শুরু হয়ে গিয়েছে বলে জানালেন অতীন ৷

আরও পড়ুন : Mamata on KMC Election 2021 Results: বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ ! কলকাতা জয়ের পর কটাক্ষ মমতার

এছাড়াও, 144টি ওয়ার্ডের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন জয়ী তৃণমূল প্রার্থী ৷ অতীন ঘোষ জানালেন, প্রতিটি ওয়ার্ডে আরও একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে ৷ যার 56টির অনুমোদন স্বাস্থ্য দফতর ইতিমধ্যে দিয়েছে ৷ পাশাপাশি, আধুনিক মানের প্যাথোলজি সেন্টার তৈরির পরিকল্পনাও রয়েছে পৌরনিগমের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.