ETV Bharat / city

Arun Lal Honeymoon : রঞ্জি জিতেই মধুচন্দ্রিমায় অরুণ লাল, বাংলা দলের সঙ্গেই থাকতে চান বুলবুল - Arun Lal Honeymoon

দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সঙ্গে বিবাহবন্ধনে বাঁধা পড়লেন বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল ৷ নবদম্পতি জানিয়ে দিলেন, বাংলাকে রঞ্জি দিয়েই মধুচন্দ্রিমা সারবেন তাঁরা (Arun Lal shares his Honeymoon Plan) ।

Arun Lal weds Bulbul Saha
রঞ্জি জিতেই মধুচন্দ্রিমায় অরুণ লাল
author img

By

Published : May 3, 2022, 8:43 AM IST

কলকাতা, 3 মে : বয়সের ফারাক তাঁদের দাম্পত্যে কোনও বাধা নয় । মুখে না বললেও ফের ট্রেন্ড সেট করে দিয়েছেন বরাবরের 'ট্রেন্ডসেটার' অরুণ লাল । সোমবার মধ্য কলকাতার একটি চারতারা হোটেলে বসেছিল জুটির বিয়ের আসর । নবপরিণীতা বুলবুল সাহাকে নিয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন । সেখানেই ভবিষ্যতের সুখী গৃহকোণের কথা বাংলার কোচের মুখে (Arun Lal shares his Honeymoon Plan) ।

ঘনিষ্ঠদের নিয়ে রবিবার 'মে দিবসে' কেক কেটে রেজিস্ট্রি সেরেছিলেন নবদম্পতি । ঘরোয়া পরিবেশে হয়েছিল সকালের অনুষ্ঠান । তারপরেই সোমবার রাতে জমকালোভাবে হল বিয়ের অনুষ্ঠান । 37 বছরের বুলবুল সাহার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চারহাত এক হল 66 বছরের অরুণ লালের । সেখানেই ঘিয়ে পাঞ্জাবি-মেরুন শাড়িতে ধরা দিলেন অরুণ-বুলবুল । বিয়ের দ্বিতীয় ইনিংসে রঞ্জি জিতে মধুচন্দ্রিমা সারার কথাও শোনালেন অরুণ লাল । পাশে দাঁড়ানো বুলবুলও তখন জীবনের প্রিয়তম সঙ্গীকে পেয়ে উচ্ছ্বসিত ।

আরও পড়ুন : জাস্ট ম্যারেড, দেখুন মিস্টার অ্যান্ড মিসেস লালের বিয়ের ছবি

প্রাক্তন ক্রিকেটারের দীর্ঘদিনের বান্ধবী বুলবুল । তাঁদের বিয়ের খবর সামনে আসতেই কার্যত তিলোত্তমার 'হট টপিক' হয়ে গিয়েছিল । অরুণ লাল বিষয়টি ব্যক্তিগত বলে আড়াল করে রাখলেও বুলবুল ছিলেন খোলামেলা । সামাজিক মাধ্যমে প্রতিটি ক্ষণের আপডেট দিয়েছেন । সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের সাবলীলভাবে উত্তর দিয়েছেন । এদিনও জানালেন, "রঞ্জিতে বাংলা দলের সঙ্গেই থাকতে চাই । ওদের সমর্থন করতে চাই ।"

কলকাতা, 3 মে : বয়সের ফারাক তাঁদের দাম্পত্যে কোনও বাধা নয় । মুখে না বললেও ফের ট্রেন্ড সেট করে দিয়েছেন বরাবরের 'ট্রেন্ডসেটার' অরুণ লাল । সোমবার মধ্য কলকাতার একটি চারতারা হোটেলে বসেছিল জুটির বিয়ের আসর । নবপরিণীতা বুলবুল সাহাকে নিয়ে মাত্র পাঁচ মিনিটের জন্য সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন । সেখানেই ভবিষ্যতের সুখী গৃহকোণের কথা বাংলার কোচের মুখে (Arun Lal shares his Honeymoon Plan) ।

ঘনিষ্ঠদের নিয়ে রবিবার 'মে দিবসে' কেক কেটে রেজিস্ট্রি সেরেছিলেন নবদম্পতি । ঘরোয়া পরিবেশে হয়েছিল সকালের অনুষ্ঠান । তারপরেই সোমবার রাতে জমকালোভাবে হল বিয়ের অনুষ্ঠান । 37 বছরের বুলবুল সাহার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চারহাত এক হল 66 বছরের অরুণ লালের । সেখানেই ঘিয়ে পাঞ্জাবি-মেরুন শাড়িতে ধরা দিলেন অরুণ-বুলবুল । বিয়ের দ্বিতীয় ইনিংসে রঞ্জি জিতে মধুচন্দ্রিমা সারার কথাও শোনালেন অরুণ লাল । পাশে দাঁড়ানো বুলবুলও তখন জীবনের প্রিয়তম সঙ্গীকে পেয়ে উচ্ছ্বসিত ।

আরও পড়ুন : জাস্ট ম্যারেড, দেখুন মিস্টার অ্যান্ড মিসেস লালের বিয়ের ছবি

প্রাক্তন ক্রিকেটারের দীর্ঘদিনের বান্ধবী বুলবুল । তাঁদের বিয়ের খবর সামনে আসতেই কার্যত তিলোত্তমার 'হট টপিক' হয়ে গিয়েছিল । অরুণ লাল বিষয়টি ব্যক্তিগত বলে আড়াল করে রাখলেও বুলবুল ছিলেন খোলামেলা । সামাজিক মাধ্যমে প্রতিটি ক্ষণের আপডেট দিয়েছেন । সাংবাদিকদের যাবতীয় প্রশ্নের সাবলীলভাবে উত্তর দিয়েছেন । এদিনও জানালেন, "রঞ্জিতে বাংলা দলের সঙ্গেই থাকতে চাই । ওদের সমর্থন করতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.