ETV Bharat / city

ধৃত তিন জেএমবি জঙ্গির সন্ত্রাস-যোগ কি আরও গভীরে, ধন্দে গোয়েন্দারা - latest news today

সম্প্রতি কলকাতার হরিদেবপুর থেকে তিনজনকে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় ৷ কিন্তু ওই জঙ্গিদের সন্ত্রাস-যোগ আরও গভীরে থাকতে পারে ৷ এমনটাই সন্দেহ গোয়েন্দাদের ৷

arrested-three-jmb-terrorist-may-have-connection-with-international-terrorist-organization
কলকাতায় ধৃত তিন জেএমবি জঙ্গির সন্ত্রাস-যোগ কি আরও গভীরে, ধন্দে গোয়েন্দারা
author img

By

Published : Jul 20, 2021, 5:44 PM IST

কলকাতা, 20 জুলাই : জেএমবি জঙ্গি সন্দেহে সম্প্রতি কলকাতা থেকে নাজিউর রহমান, রবিউল ইসলাম, শেখ সাবির নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত কিছুটা এগিয়ে যাওয়ার পর গোয়েন্দাদের মনে তাঁদের জঙ্গি-যোগের গভীরতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ৷

এখন তদন্তকারীদের প্রশ্ন, এই তিনজনের যোগাযোগ কি শুধুমাত্র এই বাংলাদেশি নিষিদ্ধ সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ ? নাকি তা আরও অনেক বিস্তৃত ? জেএমবি ছাড়াও আরও বেশ কিছু বড় বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কি যোগাযোগ রয়েছে এই তিনজনের ?

আরও পড়ুন : বিয়েতে না প্রেমিকের, আত্মঘাতী লাভপুরের গণধর্ষিতা

কলকাতা পুলিশের এসটিএফ যেমন এই প্রশ্নের উত্তর খুঁজছে, তেমনই এই নিয়ে ধন্দে রয়েছে এনআইএ-ও ৷ গোটা ব্যাপারটাই এখনও সন্দেহের তালিকায় রাখা হয়েছে ।

গোয়েন্দা সূত্রে খবর, তদন্তে নেমে দেখা গিয়েছে একাধিক নতুন ও পুরাতন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে সম্প্রতি হরিদেবপুর থেকে গ্রেফতার হওয়া তিন যুবকের যোগাযোগ ছিল । কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের মতে, আদতে তাদের হাবভাব ও কাজকর্মের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির মিল রয়েছে ৷

আরও পড়ুন : জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গা-সহ অনুপ্রবেশকারীরা বিপজ্জনক, লোকসভায় বলল কেন্দ্র

কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ গোয়েন্দাদের সঙ্গে এনআইএ কথা বলেছে এদের নিয়ে ৷ সেখান থেকে এনআইএ জানতে পেরেছে যে, বাংলাদেশে এখন শুধু জেএমবি-তে আদি ও নব্য দু‘টি ভাগ হয়ে গিয়েছে ৷ নব্য জেএমবি-র সঙ্গে আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে একছাতার তলায় আনার কাজ করা হয়েছে ৷ সেই তালিকায় রয়েছে হরকত-উল-জিহাদ আল-ইসলামি (হুজি), জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) ৷

আরও পড়ুন : খুন নাকি আত্মহত্যা ? সল্টলেকে ব্যাঙ্ককর্মীর দেহ উদ্ধারে ধন্দে পুলিশ

সকলকে একত্রিত করে গোটা কাজটাই বিদেশ থেকে পরিচালনা করা হচ্ছে বলে জানতে পেরেছেন এনআইএ গোয়েন্দারা ৷ তাদের হাতে আসা তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড জঙ্গি এই কাজটি পরিচালনার সঙ্গে জড়িত ৷ বাংলাদেশের গোয়েন্দাদের থেকে পাওয়া এই তথ্য ইতিমধ্যে এনআইএ কলকাতা পুলিশের এসটিএফকে জানিয়েছে ৷ তার পরই এই জঙ্গিদের সন্ত্রাস-সংগঠনে যোগাযোগের গভীরতা নিয়ে গোয়েন্দাদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তার উপর ধৃত তিনজনের কাছ থেকে বেশ কিছু তথ্যও পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ৷

আপাতত এসটিএফ গোটা ঘটনার তদন্ত করছে ৷ সেই তদন্ত সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এনআইএ ৷ তারা নাজিউরকে ভার্চুয়ালি জেরা কররে পারে ৷ কারণ, খাগরাগড় কাণ্ডের সঙ্গে নাজিউরের যোগাযোগের সূত্র প্রাথমিক তদন্তে মিলেছে ৷ সেই বিষয়টিই খতিয়ে দেখতে চায় এনআইএ ৷

আরও পড়ুন : JMB Arrest : অস্তিত্ব ফিরে পেতেই কলকাতায় জেএমবি হানার ছক, দাবি বাংলাদেশি গোয়েন্দাদের

কলকাতা, 20 জুলাই : জেএমবি জঙ্গি সন্দেহে সম্প্রতি কলকাতা থেকে নাজিউর রহমান, রবিউল ইসলাম, শেখ সাবির নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্ত কিছুটা এগিয়ে যাওয়ার পর গোয়েন্দাদের মনে তাঁদের জঙ্গি-যোগের গভীরতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ৷

এখন তদন্তকারীদের প্রশ্ন, এই তিনজনের যোগাযোগ কি শুধুমাত্র এই বাংলাদেশি নিষিদ্ধ সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ ? নাকি তা আরও অনেক বিস্তৃত ? জেএমবি ছাড়াও আরও বেশ কিছু বড় বড় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কি যোগাযোগ রয়েছে এই তিনজনের ?

আরও পড়ুন : বিয়েতে না প্রেমিকের, আত্মঘাতী লাভপুরের গণধর্ষিতা

কলকাতা পুলিশের এসটিএফ যেমন এই প্রশ্নের উত্তর খুঁজছে, তেমনই এই নিয়ে ধন্দে রয়েছে এনআইএ-ও ৷ গোটা ব্যাপারটাই এখনও সন্দেহের তালিকায় রাখা হয়েছে ।

গোয়েন্দা সূত্রে খবর, তদন্তে নেমে দেখা গিয়েছে একাধিক নতুন ও পুরাতন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে সম্প্রতি হরিদেবপুর থেকে গ্রেফতার হওয়া তিন যুবকের যোগাযোগ ছিল । কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দাদের মতে, আদতে তাদের হাবভাব ও কাজকর্মের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির মিল রয়েছে ৷

আরও পড়ুন : জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গা-সহ অনুপ্রবেশকারীরা বিপজ্জনক, লোকসভায় বলল কেন্দ্র

কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ গোয়েন্দাদের সঙ্গে এনআইএ কথা বলেছে এদের নিয়ে ৷ সেখান থেকে এনআইএ জানতে পেরেছে যে, বাংলাদেশে এখন শুধু জেএমবি-তে আদি ও নব্য দু‘টি ভাগ হয়ে গিয়েছে ৷ নব্য জেএমবি-র সঙ্গে আরও বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে একছাতার তলায় আনার কাজ করা হয়েছে ৷ সেই তালিকায় রয়েছে হরকত-উল-জিহাদ আল-ইসলামি (হুজি), জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও আনসার আল ইসলামের (সাবেক আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি) ৷

আরও পড়ুন : খুন নাকি আত্মহত্যা ? সল্টলেকে ব্যাঙ্ককর্মীর দেহ উদ্ধারে ধন্দে পুলিশ

সকলকে একত্রিত করে গোটা কাজটাই বিদেশ থেকে পরিচালনা করা হচ্ছে বলে জানতে পেরেছেন এনআইএ গোয়েন্দারা ৷ তাদের হাতে আসা তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড জঙ্গি এই কাজটি পরিচালনার সঙ্গে জড়িত ৷ বাংলাদেশের গোয়েন্দাদের থেকে পাওয়া এই তথ্য ইতিমধ্যে এনআইএ কলকাতা পুলিশের এসটিএফকে জানিয়েছে ৷ তার পরই এই জঙ্গিদের সন্ত্রাস-সংগঠনে যোগাযোগের গভীরতা নিয়ে গোয়েন্দাদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তার উপর ধৃত তিনজনের কাছ থেকে বেশ কিছু তথ্যও পাওয়া গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ৷

আপাতত এসটিএফ গোটা ঘটনার তদন্ত করছে ৷ সেই তদন্ত সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এনআইএ ৷ তারা নাজিউরকে ভার্চুয়ালি জেরা কররে পারে ৷ কারণ, খাগরাগড় কাণ্ডের সঙ্গে নাজিউরের যোগাযোগের সূত্র প্রাথমিক তদন্তে মিলেছে ৷ সেই বিষয়টিই খতিয়ে দেখতে চায় এনআইএ ৷

আরও পড়ুন : JMB Arrest : অস্তিত্ব ফিরে পেতেই কলকাতায় জেএমবি হানার ছক, দাবি বাংলাদেশি গোয়েন্দাদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.