ETV Bharat / city

ভাড়া নিয়ে বচসার জের, শ্লীলতাহানি করে বাস থেকে ধাক্কা যুবতিকে; গ্রেপ্তার কন্ডাক্টর - কলকাতা

বাসের ভাড়া নিয়ে শুরু হয় বচসা । এরপরই তাঁর গায়ে হাত দেয় কনডাক্টর । তারপর বাস থেকে ধাক্কা মারে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছএ কনডাক্টরকে

molestation at bus
বাসে যুবতিকে শ্লীলতাহানি
author img

By

Published : Jan 16, 2020, 5:02 AM IST

কলকাতা, 16 জানুয়ারি : প্রথমে চলন্ত বাসে শ্লীলতাহানি । তারপর যুবতিকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কনডাক্টরের বিরুদ্ধে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই কনডাক্টরকে ।

লেকটাউনের বাসিন্দা রিয়া (নাম পরিবর্তিত) । গতকাল লেকটাউন থেকে বাগুইহাটি-হাওড়া রুটের 44 নম্বর বাসে ওঠেন তিনি । অভিযোগ, তাঁর থেকে বেশি ভাড়া চাইছিল কনডাক্টর । রিয়া জানায়, তাঁর যাত্রাপথের ভাড়া 7 টাকা । অথচ 9 টাকা ভাড়া চাইছিল কনডাক্টর । বিষয়টির প্রতিবাদ করেন তিনি । সেইসময় রেগে যায় কন্ডাক্টর । রিয়ার গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে । তারপর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের সামনে বাস আসতেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ।

এই ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন রিয়া । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কন্ডাক্টরকে গ্রেপ্তার করে । ধৃতের নাম সজল হালদার । বয়স 36 । রাজারহাটের নিউ কলোনির বাসিন্দা । তার বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ মোটর ভেহিকেলস অ্যাক্টের কয়েকটি ধারায় মামলা করা হয়েছে ।

কলকাতা, 16 জানুয়ারি : প্রথমে চলন্ত বাসে শ্লীলতাহানি । তারপর যুবতিকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কনডাক্টরের বিরুদ্ধে । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই কনডাক্টরকে ।

লেকটাউনের বাসিন্দা রিয়া (নাম পরিবর্তিত) । গতকাল লেকটাউন থেকে বাগুইহাটি-হাওড়া রুটের 44 নম্বর বাসে ওঠেন তিনি । অভিযোগ, তাঁর থেকে বেশি ভাড়া চাইছিল কনডাক্টর । রিয়া জানায়, তাঁর যাত্রাপথের ভাড়া 7 টাকা । অথচ 9 টাকা ভাড়া চাইছিল কনডাক্টর । বিষয়টির প্রতিবাদ করেন তিনি । সেইসময় রেগে যায় কন্ডাক্টর । রিয়ার গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে । তারপর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের সামনে বাস আসতেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় ।

এই ঘটনায় বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন রিয়া । তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত কন্ডাক্টরকে গ্রেপ্তার করে । ধৃতের নাম সজল হালদার । বয়স 36 । রাজারহাটের নিউ কলোনির বাসিন্দা । তার বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ মোটর ভেহিকেলস অ্যাক্টের কয়েকটি ধারায় মামলা করা হয়েছে ।

Intro:কলকাতা, 15 জানুয়ারি: চলন্ত বাসে যুবতীর শ্লীলতাহানি। তারপর তাকে বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ। এবার অভিযুক্ত বাসের কন্ডাক্টর। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।


Body:ঘটনা আজ বিকেলের। লেকটাউনের বাসিন্দা এক বিবাহিত যুবতী বাগুইহাটি-হাওড়া রুটের 44 নম্বর বাসে উঠেছিলেন। বাসটি বাগুইআটি থেকে লেকটাউন --উল্টোডাঙ্গা -কাঁকুড়গাছি- ফুলবাগান -রাজাবাজার শিয়ালদা- কলেজস্ট্রিট হয়ে হাওড়া যায়। লেকটাউন থেকে ওঠেন ওই যুবতী। অভিযোগ, তার থেকে ন্যায্য ভাড়া থেকে বেশি টাকা চাইছিল কন্ডাক্টার। তার যাত্রাপথের ভাড়া হওয়ার কথা ছিল 7 টাকা। অথচ তার থেকে নয় টাকা ভাড়া চাইছিল অভিযুক্ত। বিষয়টির প্রতিবাদ করেন ওই যুবতী। তখনই ক্ষিপ্ত হয়ে ওঠে কন্ডাক্টর। অভিযোগ, ওই যুবতীর গায়ে হাত দেওয়া হয়। শরীরের নানা অংশে ধাক্কাধাক্কি করে ওই কন্ডাক্টার। তারপর বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের সামনে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বাস থেকে।


Conclusion:ওই যুবতী এরপর বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কন্ডাক্টর 36 বছরের সজল হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সজল রাজারহাটের নিউ কলোনির বাসিন্দা। তার বিরুদ্ধে শ্লীলতাহানিসহ মোটর ভিকেলস অ্যাক্ট এর কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.