ETV Bharat / city

ভোটের আগে অস্ত্র কারখানার হদিশ কালিয়াচকে

মালাদার কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ পেল লালবাজার । ওই কারখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে ।

before vote Lalbazar found arms factory at Kaliach
before vote Lalbazar found arms factory at Kaliach
author img

By

Published : Jan 24, 2021, 11:11 AM IST

কলকাতা ও মালদা, 24 জানুয়ারি : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তারা যে খুশি নয় তা এডিজি (আইনশৃঙ্খলা)-কে নির্বচন কমিশন বুঝিয়ে দিয়েছে বলে সূত্রের খবর । এই পরিস্থিতিতে রাজ্যে অস্ত্র কারখানার হদিশ মিলল । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ৷

আরও পড়ুন: বীরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

মালদার কালিয়াচকে এই অস্ত্র কারখানার হদিশ মিলেছে । সেখান থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ । স্থানীয় থানার সাহায্যে দু'জনকে গ্রেপ্তারও করা হয়েছে ৷ ধৃতদের নাম মহম্মদ ফারুক আলম ও মহম্মদ রেজা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক । কীভাবে এই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সেখানে এল ? কী করতে সেগুলি সেখানে মজুত রাখা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা ।

আরও পড়ুন: করণদিঘিতে আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা

জানা গিয়েছে, কলকাতায় এনে নিজেদের হেপাজতে রেখে ধৃতদের জেরা করতে চাইছে এসটিএফ ।

কলকাতা ও মালদা, 24 জানুয়ারি : রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তারা যে খুশি নয় তা এডিজি (আইনশৃঙ্খলা)-কে নির্বচন কমিশন বুঝিয়ে দিয়েছে বলে সূত্রের খবর । এই পরিস্থিতিতে রাজ্যে অস্ত্র কারখানার হদিশ মিলল । গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ৷

আরও পড়ুন: বীরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

মালদার কালিয়াচকে এই অস্ত্র কারখানার হদিশ মিলেছে । সেখান থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ । স্থানীয় থানার সাহায্যে দু'জনকে গ্রেপ্তারও করা হয়েছে ৷ ধৃতদের নাম মহম্মদ ফারুক আলম ও মহম্মদ রেজা । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্য একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক । কীভাবে এই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সেখানে এল ? কী করতে সেগুলি সেখানে মজুত রাখা হয়েছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন লালবাজারের গোয়েন্দারা ।

আরও পড়ুন: করণদিঘিতে আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার বিহারের বাসিন্দা

জানা গিয়েছে, কলকাতায় এনে নিজেদের হেপাজতে রেখে ধৃতদের জেরা করতে চাইছে এসটিএফ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.