ETV Bharat / city

Arjun Singh Tweets : নিজের চোখে নিষ্কলঙ্ক থাকতে চাই, অর্জুনের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে জল্পনা - Arjun Singh tweet makes headline amid conflict against central government

পাটশিল্পে সুদিন ফেরাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্জুন আন্দোলনে পাশে চেয়েছেন ৷ ব্যারাকপুরের সাংসদের পুনরায় তৃণমূলে যোগদানের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে ৷ সেই সম্ভাবনার মধ্যেই শুক্রবার সকালে অর্জুন সিং'য়ের একটি টুইটে শোরগোল (Arjun Singh tweet makes headline amid conflict against central government) ৷

Arjun Singh Tweets
কেন্দ্রের সঙ্গে সংঘাতের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট অর্জুনের
author img

By

Published : Apr 29, 2022, 1:46 PM IST

Updated : Apr 29, 2022, 3:45 PM IST

কলকাতা, 29 এপ্রিল : 2019 লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেছিলেন তিনি ৷ ব্যারাকপুরের সাংসদও নির্বাচিত হন ৷ সম্প্রতি পাটশিল্পের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অর্জুন সিং ৷ পাটশিল্পে সুদিন ফেরাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর আন্দোলনে পাশে চেয়েছেন ৷ ব্যারাকপুরের সাংসদের পুনরায় তৃণমূলে যোগদানের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে ৷ সেই সম্ভাবনার মধ্যেই শুক্রবার সকালে অর্জুন সিং'য়ের একটি টুইটে শোরগোল (Arjun Singh tweet makes headline amid conflict against central government) ৷ এদিন সকালে একটি টুইটার পোস্টে লেখেন, "সকলের চোখে নির্দোষ থাকা সম্ভব নয় ৷ এখন থেকে নিজের চোখে নিষ্কলঙ্ক থাকার চেষ্টা করি ৷"

সম্প্রতি রাজ্যের পাটচাষি এবং চটকলগুলোর বেহাল অবস্থার জন্য দলে থেকেই কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন অর্জুন ৷ এরাজ্যে পাটশিল্পের বেহাল দশার জন্য পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার কারণে কেন্দ্রকে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের দাবি করেছেন ব্যারাকপুরের সাংসদ ৷ সমস্যা না-মিটলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ চেয়েছেন তিনি ৷ 'বেসুরো' অর্জুনকে নিয়ে রাজ্য-রাজনীতিতে স্বাভাবিকভাবেই জল্পনা বেড়েছে ৷

আরও পড়ুন : পাটশিল্প বাঁচাতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন অর্জুন

বাবুল সুপ্রিয়র পথে হেঁটেই কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে এই দোর্দন্ডপ্রতাপ নেতা ? যদিও এমন সম্ভাবনা তৈরি হওয়ায় বিক্ষিপ্তভাবে বিজেপি শিবির থেকে নেতিবাচক প্রতিক্রিয়াও মিলতে শুরু করেছে ৷ 2001-2019 তৃণমূলের টিকিটে ভাটপাড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসা অর্জুন তাই হয়তো বলতে চাইলেন, একই সময়ে সকলকে খুশি করা কারও পক্ষেই সম্ভব নয় ৷ তাই নিজের কাছে নিজে ঠিক থাকাই সবার আগে প্রয়োজন ৷ স্বভাবতই শুক্রবার বিজেপি সাংসদের ইঙ্গিতপূর্ণ টুইট বেশ অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ একইসঙ্গে বাড়িয়ে দিল তাঁর পুনরায় দলবদলের জল্পনা ৷

কলকাতা, 29 এপ্রিল : 2019 লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেছিলেন তিনি ৷ ব্যারাকপুরের সাংসদও নির্বাচিত হন ৷ সম্প্রতি পাটশিল্পের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন অর্জুন সিং ৷ পাটশিল্পে সুদিন ফেরাতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর আন্দোলনে পাশে চেয়েছেন ৷ ব্যারাকপুরের সাংসদের পুনরায় তৃণমূলে যোগদানের সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে ৷ সেই সম্ভাবনার মধ্যেই শুক্রবার সকালে অর্জুন সিং'য়ের একটি টুইটে শোরগোল (Arjun Singh tweet makes headline amid conflict against central government) ৷ এদিন সকালে একটি টুইটার পোস্টে লেখেন, "সকলের চোখে নির্দোষ থাকা সম্ভব নয় ৷ এখন থেকে নিজের চোখে নিষ্কলঙ্ক থাকার চেষ্টা করি ৷"

সম্প্রতি রাজ্যের পাটচাষি এবং চটকলগুলোর বেহাল অবস্থার জন্য দলে থেকেই কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তোলেন অর্জুন ৷ এরাজ্যে পাটশিল্পের বেহাল দশার জন্য পাটের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার কারণে কেন্দ্রকে দুষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের দাবি করেছেন ব্যারাকপুরের সাংসদ ৷ সমস্যা না-মিটলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ চেয়েছেন তিনি ৷ 'বেসুরো' অর্জুনকে নিয়ে রাজ্য-রাজনীতিতে স্বাভাবিকভাবেই জল্পনা বেড়েছে ৷

আরও পড়ুন : পাটশিল্প বাঁচাতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন অর্জুন

বাবুল সুপ্রিয়র পথে হেঁটেই কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে এই দোর্দন্ডপ্রতাপ নেতা ? যদিও এমন সম্ভাবনা তৈরি হওয়ায় বিক্ষিপ্তভাবে বিজেপি শিবির থেকে নেতিবাচক প্রতিক্রিয়াও মিলতে শুরু করেছে ৷ 2001-2019 তৃণমূলের টিকিটে ভাটপাড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসা অর্জুন তাই হয়তো বলতে চাইলেন, একই সময়ে সকলকে খুশি করা কারও পক্ষেই সম্ভব নয় ৷ তাই নিজের কাছে নিজে ঠিক থাকাই সবার আগে প্রয়োজন ৷ স্বভাবতই শুক্রবার বিজেপি সাংসদের ইঙ্গিতপূর্ণ টুইট বেশ অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিকমহল ৷ একইসঙ্গে বাড়িয়ে দিল তাঁর পুনরায় দলবদলের জল্পনা ৷

Last Updated : Apr 29, 2022, 3:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.