ETV Bharat / city

Anubrata Lawyer meets CBI : ‘উনি নির্দোষ, তবুও তদন্তে সহযোগিতা করবেন’, সিবিআই-কে জানালেন অনুব্রতর আইনজীবী - Anubrata Lawyer meets CBI

গরুপাচার কাণ্ডে আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির । কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এসএসকেএমের উডর্বান ওয়ার্ডে ভর্তি হয়েছেন । এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তার পর অনুব্রত মণ্ডলের আইনজীবীরা নথিপত্র নিয়ে সিবিআই দফতরে পৌঁছন (Anubrata Mandal Lawyer meets CBI) ।

Anubrata Mandal
এসএসকেএমে ভর্তি হয়েছেন অনুব্রত মণ্ডল
author img

By

Published : Apr 6, 2022, 5:47 PM IST

কলকাতা, 6 এপ্রিল : স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি হয়েছেন অনুব্রত মণ্ডল ৷ এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তার পর তাঁর আইনজীবীরা নথিপত্র নিয়ে সিবিআই দফতরে পৌঁছন । তারপরেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতির আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এবং সঞ্জীব দাঁ বলেন, ‘‘আমরা সিবিআই-কে অনুব্রত মণ্ডলের যে শারীরিক অবস্থা ভাল নেই তা জানিয়ে এসেছি ৷ একইসঙ্গে এটাও জানিয়েছি যে অনুব্রত মণ্ডল গরুপাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত নন (Anubrata Mandal Lawyer says he will cooperate CBI) ।’’

তাঁরা বলেন, ‘‘অনুব্রত মণ্ডল সিবিআই-কে সবসময় সহযোগিতা করেছেন । আজও তিনি নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন ৷ কিন্তু রাস্তাতেই আচমকা শরীর খারাপ হওয়ায় এসএসকেএমের উডর্বান ব্লকে ভর্তি হন । তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে সিবিআই আধিকারিকরা হাসপাতালে আসতে পারেন ৷ সেক্ষেত্রেও তিনি জিজ্ঞাসাবাদে পূর্ণ সহযোগিতা করতে রাজি ৷’’

এদিন নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হাজির হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার আগেই বীরভূম থেকে চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু শেষ মুহূর্তে গল্পে টুইস্ট ৷ অনুব্রতর আইনজীবীরা বলছেন নিজাম প্যালেসে যাওয়ার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। এরপর নিজাম প্যালেস নয়, কেষ্ট পৌঁছন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷

আরও পড়ুন : অনুব্রতের 'শ্বাসকষ্ট' নিয়ে ছড়া কেটে কটাক্ষ বিজেপি বিধায়কদের

হাসপাতালে তরফে জানা গিয়েছে চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ এই মেডিকেল বোর্ডই আপাতত অনুব্রতর চিকিৎসার দায়িত্বে ৷ এর মধ্যে চেস্ট, মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রয়েছেন। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা ৷

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের ইসিজিতে সমস্যা দেখা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর একটি পুরনো ক্ষততে সংক্রমণ ছড়িয়েছে ৷ শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে ৷ কোমর্বিডিটির কারণে অনুব্রতর সুগার এবং প্রেসারও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷

কলকাতা, 6 এপ্রিল : স্বাস্থ্য পরীক্ষার পর এসএসকেএমে ভর্তি হয়েছেন অনুব্রত মণ্ডল ৷ এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তার পর তাঁর আইনজীবীরা নথিপত্র নিয়ে সিবিআই দফতরে পৌঁছন । তারপরেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতির আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এবং সঞ্জীব দাঁ বলেন, ‘‘আমরা সিবিআই-কে অনুব্রত মণ্ডলের যে শারীরিক অবস্থা ভাল নেই তা জানিয়ে এসেছি ৷ একইসঙ্গে এটাও জানিয়েছি যে অনুব্রত মণ্ডল গরুপাচার-কাণ্ডের সঙ্গে যুক্ত নন (Anubrata Mandal Lawyer says he will cooperate CBI) ।’’

তাঁরা বলেন, ‘‘অনুব্রত মণ্ডল সিবিআই-কে সবসময় সহযোগিতা করেছেন । আজও তিনি নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেন ৷ কিন্তু রাস্তাতেই আচমকা শরীর খারাপ হওয়ায় এসএসকেএমের উডর্বান ব্লকে ভর্তি হন । তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে সিবিআই আধিকারিকরা হাসপাতালে আসতে পারেন ৷ সেক্ষেত্রেও তিনি জিজ্ঞাসাবাদে পূর্ণ সহযোগিতা করতে রাজি ৷’’

এদিন নিজাম প্যালেসে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির হাজির হওয়ার বিষয়টি একপ্রকার নিশ্চিত ছিল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার আগেই বীরভূম থেকে চিনার পার্কের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ৷ কিন্তু শেষ মুহূর্তে গল্পে টুইস্ট ৷ অনুব্রতর আইনজীবীরা বলছেন নিজাম প্যালেসে যাওয়ার পথে হঠাৎই অসুস্থতা বোধ করেন অনুব্রত মণ্ডল। এরপর নিজাম প্যালেস নয়, কেষ্ট পৌঁছন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷

আরও পড়ুন : অনুব্রতের 'শ্বাসকষ্ট' নিয়ে ছড়া কেটে কটাক্ষ বিজেপি বিধায়কদের

হাসপাতালে তরফে জানা গিয়েছে চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বাধীন 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ৷ এই মেডিকেল বোর্ডই আপাতত অনুব্রতর চিকিৎসার দায়িত্বে ৷ এর মধ্যে চেস্ট, মেডিসিন, কার্ডিওলজি, নিউরোলজি বিভিন্ন বিভাগের চিকিৎসকরা রয়েছেন। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা ৷

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অনুব্রত মণ্ডলের ইসিজিতে সমস্যা দেখা গিয়েছে ৷ পাশাপাশি তাঁর একটি পুরনো ক্ষততে সংক্রমণ ছড়িয়েছে ৷ শ্বাসকষ্টজনিত অসুবিধার কারণে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতাকে অক্সিজেনও দেওয়া হচ্ছে ৷ কোমর্বিডিটির কারণে অনুব্রতর সুগার এবং প্রেসারও নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.