ETV Bharat / city

যুবতিকে অপহরণের চেষ্টা, বাধা পেয়ে শ্বশুরকে গাড়ি চাপা দিয়ে মারল দুষ্কৃতীরা - শ্বশুরকে গাড়ি চাপা দিয়ে মারল দুষ্কৃতীরা

আচমকা একটি অ্যাম্বুলেন্স পথ আটকে দাঁড়ায় । দুষ্কৃতীরা গৃহবধূর হাত ধরে টানাটানি করে, তাঁকে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার চেষ্টা করে । তখনই প্রৌঢ় শ্বশুর বাধা দেওয়ার চেষ্টা করেন ।

kills-father-in-law-at-tangra
ট‍্যাংরা
author img

By

Published : Feb 5, 2020, 2:30 PM IST

Updated : Feb 5, 2020, 4:51 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : হিন্দি ছবিকে হার মানাল খাস কলকাতায় দুষ্কৃতীদের দাপট ৷ হাড় হিম করা ঘটনা ঘটে গেল ট্যাংরায় ৷ পুত্রবধূকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের ৷ প্রৌঢ়ের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালাল দুষ্কৃতীরা ৷

মঙ্গলবার গভীর রাতের ঘটনা ৷ শ্বশুর, শাশুড়ি, ননদের সঙ্গে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বছর ২৮-এর গৃহবধূ । স্বভাবতই রাস্তা ফাঁকা ছিল ৷ সেই নির্জন রাস্তায় আচমকা একটি অ্যাম্বুলেন্স দাঁড়ায় ৷ পথ আটকায় পরিবারের সদস্যদের ৷ গাড়ি থেকে নেমে ওই যুবতি গৃহবধূকে জোর করে নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়লেও, তৎক্ষণাৎ বাধা দেন শ্বশুর গোপাল প্রামাণিক । তুলনায় কমবয়সি একাধিক দুষ্কৃতীর সঙ্গে অবশ্য এঁটে উঠতে পারেননি। গৃহবধূ ও গোপালবাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে ৷ বেগতিক বুঝে গৃহবধূকে ছেড়ে গোপালবাবুকে ধাক্কা দেয় এক দুষ্কৃতী ৷ তিনি অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে পড়েন ৷ এরপর দ্রুত গাড়িতে ওঠে দুষ্কৃতীরা৷ এবং গোপালবাবুর গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেয় ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় শ্বশুরের ।

গৃহবধূর বয়ান অনুযায়ী, বিয়েবাড়িটি ছিল ট্যাংরার পূর্বাচল প্রগতি সংঘে । রাত 11 টা 45 মিনিট নাগাদ বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা । এরপর ওই অ্যাম্বুলেন্স এসে পথ আটকায় ও মর্মান্তিক ঘটনা ঘটে ৷ প্রৌঢ় শ্বশুর দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মাটিতে ফেলে তাঁর গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে পালায় যুবকেরা । গুরুতর জখম গোপালবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

ট‍্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ । জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সটি 50 বছরের গোপাল প্রামাণিককে চাপা দেওয়ার পর বৈশালি মোড়ের দিকে চলে যায় । ভয়ঙ্কর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ট‍্যাংরা এলাকায় । ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ । অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ ও তাঁর পরিবার । অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশও । আজ ঘটনাস্থানে আসেন ডেপুটি কমিশনার (ESD) অজয় প্রসাদ ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : হিন্দি ছবিকে হার মানাল খাস কলকাতায় দুষ্কৃতীদের দাপট ৷ হাড় হিম করা ঘটনা ঘটে গেল ট্যাংরায় ৷ পুত্রবধূকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের ৷ প্রৌঢ়ের গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালাল দুষ্কৃতীরা ৷

মঙ্গলবার গভীর রাতের ঘটনা ৷ শ্বশুর, শাশুড়ি, ননদের সঙ্গে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন বছর ২৮-এর গৃহবধূ । স্বভাবতই রাস্তা ফাঁকা ছিল ৷ সেই নির্জন রাস্তায় আচমকা একটি অ্যাম্বুলেন্স দাঁড়ায় ৷ পথ আটকায় পরিবারের সদস্যদের ৷ গাড়ি থেকে নেমে ওই যুবতি গৃহবধূকে জোর করে নিজেদের গাড়িতে তোলার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়লেও, তৎক্ষণাৎ বাধা দেন শ্বশুর গোপাল প্রামাণিক । তুলনায় কমবয়সি একাধিক দুষ্কৃতীর সঙ্গে অবশ্য এঁটে উঠতে পারেননি। গৃহবধূ ও গোপালবাবুর সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে ৷ বেগতিক বুঝে গৃহবধূকে ছেড়ে গোপালবাবুকে ধাক্কা দেয় এক দুষ্কৃতী ৷ তিনি অ্যাম্বুলেন্সের সামনে গিয়ে পড়েন ৷ এরপর দ্রুত গাড়িতে ওঠে দুষ্কৃতীরা৷ এবং গোপালবাবুর গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেয় ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় শ্বশুরের ।

গৃহবধূর বয়ান অনুযায়ী, বিয়েবাড়িটি ছিল ট্যাংরার পূর্বাচল প্রগতি সংঘে । রাত 11 টা 45 মিনিট নাগাদ বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা । এরপর ওই অ্যাম্বুলেন্স এসে পথ আটকায় ও মর্মান্তিক ঘটনা ঘটে ৷ প্রৌঢ় শ্বশুর দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মাটিতে ফেলে তাঁর গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে পালায় যুবকেরা । গুরুতর জখম গোপালবাবুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ।

ট‍্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ । জানানো হয়েছে, অ্যাম্বুলেন্সটি 50 বছরের গোপাল প্রামাণিককে চাপা দেওয়ার পর বৈশালি মোড়ের দিকে চলে যায় । ভয়ঙ্কর এই ঘটনায় শোরগোল পড়ে গেছে ট‍্যাংরা এলাকায় । ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ । অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন গৃহবধূ ও তাঁর পরিবার । অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশও । আজ ঘটনাস্থানে আসেন ডেপুটি কমিশনার (ESD) অজয় প্রসাদ ।

Intro:কলকাতা, 6; ফেব্রুয়ারি: শশুর-শাশুড়ি, ননদের সঙ্গে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন বছর 28 এর গৃহবধূ। রাস্তায় হঠাৎই একটি অ্যাম্বুলেন্সে ওই গৃহবধূকে টেনে তোলার চেষ্টা করে। বাধা দিতে এগিয়ে যান শশুর। তখন তার গায়ের উপর দিয়েই অ্যাম্বুলেন্স চালিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয়েছে শশুরের। হাড় হিম করা এমনই ঘটনা ঘটেছে খাস কলকাতায়। ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে নারী সুরক্ষা।



Body:ওই গৃহবধূ বলেন, “গতরাতে 11:45 নাগাদ আমি শশুর শাশুড়ি ননদের সঙ্গে বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম। বিয়ে বাড়িতে ছিল পূর্বাচল প্রগতি সংঘে। শ্রী ব‍্যাঙ্কোয়েটের সামনে একটি অ্যাম্বুলেন্স হঠাৎই আমাদের পথ আটকে দাঁড়ায়। তারপর আমার হাত ধরে টানাটানি করতে থাকে। চেষ্টা করে অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার। তখন আমার শশুর মশাই বাধা দিতে যান। তখন আমাকে ছেড়ে দিয়ে শ্বশুরমশাইয়ের গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।" এই মর্মে ট‍্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। জানা গেছে, ওই অ্যাম্বুলেন্সটি 50 বছরের গোপাল প্রামানিককে চাপা দেওয়ার পর চলে যায় বৈশালী মোড়ের দিকে।



Conclusion:ভয়ঙ্কর এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ট‍্যাংরা এলাকায়। ক্ষোভে ফুঁসছেন গোবিন্দ খটিক রোড এলাকার মানুষ। গৃহবধূর অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। আজ কিছুক্ষণ আগেই ঘটনা স্থানে এসেছেন ডেপুটি কমিশনার(ESD) অজয় প্রসাদ। ওই গৃহবধূ দাবি জানিয়েছেন, “ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে" দ্রুত দোষীদের শাস্তি দেওয়ার। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। খতিয়ে দেখা হচ্ছে বৈশালী মোড় এলাকার সিসিটিভি ফুটেজ। ওই অ্যাম্বুলেন্সটি চিহ্নিত করে দোষীদের খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ।
Last Updated : Feb 5, 2020, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.