ETV Bharat / city

Anit Thapa Meets Mamata: পাহাড় বাংলার সঙ্গেই থাকবে, নবান্নে মুখ্যমন্ত্রীকে জানালেন অনীত থাপা - Anit Thapa Assures Mamata Banerjee that GTA will cooperate with Bengal Government

সম্প্রতি জিটিএ নির্বাচন (GTA Elections 2022) ৷ সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অনীত থাপার (BGPM Leader Anit Thapa) ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ বোর্ড গঠনের আগে বুধবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেন অনীত থাপা ৷

anit-thapa-assures-mamata-banerjee-that-gta-will-cooperate-with-bengal-government
Anit Thapa Meets Mamata: পাহাড় বাংলার সঙ্গেই থাকবে, নবান্নে মুখ্যমন্ত্রীকে জানালেন অনীত থাপা
author img

By

Published : Jul 6, 2022, 9:10 PM IST

কলকাতা, 6 জুলাই : জিটিএ নির্বাচনে (GTA Elections 2022) জিতে রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে উন্নয়নের কাজ করতে চান, বুধবার নবান্ন এসে একথাই জানিয়ে দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অতীত থাপা (BGPM Leader Anit Thapa) । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি জানিয়েছেন, তাঁর পূর্বসূরীদের মতো সংঘাতের পথে হাঁটতে চান না তিনি । এই সংঘাত পাহাড়কে 20 বছর পিছিয়ে দিয়েছে । বরং তাঁর লক্ষ্য উন্নয়ন৷ তাই সরকারের সঙ্গে থেকেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে তিনি ।

প্রসঙ্গত, এই দিন নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান । নতুন বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিন মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করে যান তিনি । এই কারণেই নবান্নে আসা তাঁর । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অনীত থাপা বলেন, ‘‘দার্জিলিংয়ে ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করার লক্ষ্য নিয়ে এবার নির্বাচনে গিয়েছিলাম । গত পাঁচ বছর অনেক সংঘর্ষ করেছি । এবার গঠনমূলক রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম । পাহাড়ে 96 সাল থেকে নিয়ে যে আবেগের রাজনীতি হচ্ছিল, সেখান থেকে বেরিয়ে প্র্যাকটিক্যাল পলিটিক্সে ফিরে আসা জরুরি ছিল । সেই চেষ্টাই আমরা করছি ।’’

তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যে জিটিএ গঠন হলেও তাতে নিয়োগের ক্ষমতা আমাদের হাতে ছিল না । মূলত যেটা প্রয়োজন ছিল, তা হল গণতান্ত্রিক যে সিস্টেম, তা পুনরুদ্ধার করে জিটিএর খামতি দূর করা । সংঘর্ষের পথ ছেড়ে পাহাড়কে উন্নতির পথে নিয়ে আসার দরকার ছিল । উন্নতির কথা মাথায় রেখে আগামিদিনে আমরা রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশেই কাজ করব । আগে জিটিএতে থাকলে কাজ করতে হত না । আবেগের রাজনীতির উপর ভর করে সময় কাটিয়ে দেওয়া যেত । কিন্তু এবার গোটা বিষয়টা আলাদা । আবেগ নয়, উন্নয়নের রাজনীতিতে মানুষের মন জয় করতে চাই আমরা ।’’

Anit Thapa Meets Mamata: পাহাড় বাংলার সঙ্গেই থাকবে, নবান্নে মুখ্যমন্ত্রীকে জানালেন অনীত থাপা

অনীত থাপাকে এদিন প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি কোনও উন্নয়নের প্যাকেজ চেয়েছেন ? জবাবে তিনি বলেন, ‘‘গত পাঁচ বছর পাহাড়ের পরিস্থিতি অনেক বদল হয়েছে । যখন থেকে আমাদের হাতে পাহাড়ের নেতৃত্ব এসেছে, তখন থেকে কোনও বনধ হয়নি পাহাড়ে । শান্তি ফিরে এসেছে পাহাড়ে । নির্বাচনেও অশান্তির ঘটনা ঘটেনি । তবে জিটিএতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন কিছুই নেই । সেগুলি করতে হবে । পাহাড়ে পর্যটন বেড়েছে । এটা ভালো দিক । কর্মীর সংখ্যা খুব কম । তা বাড়াতে হবে ।’’

এদিন নবান্নে ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Arup Biswas) । তিনি শাসকদলের তরফে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত । মন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী জিটিএর সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন । আমরা বাইরে থেকে জিটিএকে সমর্থন করব । পাহাড়কে আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে ।’’

আরও পড়ুন : Anit Thapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কলকাতায় অনিত থাপা

কলকাতা, 6 জুলাই : জিটিএ নির্বাচনে (GTA Elections 2022) জিতে রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে উন্নয়নের কাজ করতে চান, বুধবার নবান্ন এসে একথাই জানিয়ে দিলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সুপ্রিমো অতীত থাপা (BGPM Leader Anit Thapa) । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি জানিয়েছেন, তাঁর পূর্বসূরীদের মতো সংঘাতের পথে হাঁটতে চান না তিনি । এই সংঘাত পাহাড়কে 20 বছর পিছিয়ে দিয়েছে । বরং তাঁর লক্ষ্য উন্নয়ন৷ তাই সরকারের সঙ্গে থেকেই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে তিনি ।

প্রসঙ্গত, এই দিন নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সঙ্গে দেখা করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান । নতুন বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এদিন মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করে যান তিনি । এই কারণেই নবান্নে আসা তাঁর । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর অনীত থাপা বলেন, ‘‘দার্জিলিংয়ে ডেমোক্রেটিক সিস্টেম তৈরি করার লক্ষ্য নিয়ে এবার নির্বাচনে গিয়েছিলাম । গত পাঁচ বছর অনেক সংঘর্ষ করেছি । এবার গঠনমূলক রাজনীতির দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কাছে গিয়েছিলাম । পাহাড়ে 96 সাল থেকে নিয়ে যে আবেগের রাজনীতি হচ্ছিল, সেখান থেকে বেরিয়ে প্র্যাকটিক্যাল পলিটিক্সে ফিরে আসা জরুরি ছিল । সেই চেষ্টাই আমরা করছি ।’’

তিনি আরও বলেন, ‘‘ইতিমধ্যে জিটিএ গঠন হলেও তাতে নিয়োগের ক্ষমতা আমাদের হাতে ছিল না । মূলত যেটা প্রয়োজন ছিল, তা হল গণতান্ত্রিক যে সিস্টেম, তা পুনরুদ্ধার করে জিটিএর খামতি দূর করা । সংঘর্ষের পথ ছেড়ে পাহাড়কে উন্নতির পথে নিয়ে আসার দরকার ছিল । উন্নতির কথা মাথায় রেখে আগামিদিনে আমরা রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশেই কাজ করব । আগে জিটিএতে থাকলে কাজ করতে হত না । আবেগের রাজনীতির উপর ভর করে সময় কাটিয়ে দেওয়া যেত । কিন্তু এবার গোটা বিষয়টা আলাদা । আবেগ নয়, উন্নয়নের রাজনীতিতে মানুষের মন জয় করতে চাই আমরা ।’’

Anit Thapa Meets Mamata: পাহাড় বাংলার সঙ্গেই থাকবে, নবান্নে মুখ্যমন্ত্রীকে জানালেন অনীত থাপা

অনীত থাপাকে এদিন প্রশ্ন করা হয় মুখ্যমন্ত্রীর কাছে আপনি কোনও উন্নয়নের প্যাকেজ চেয়েছেন ? জবাবে তিনি বলেন, ‘‘গত পাঁচ বছর পাহাড়ের পরিস্থিতি অনেক বদল হয়েছে । যখন থেকে আমাদের হাতে পাহাড়ের নেতৃত্ব এসেছে, তখন থেকে কোনও বনধ হয়নি পাহাড়ে । শান্তি ফিরে এসেছে পাহাড়ে । নির্বাচনেও অশান্তির ঘটনা ঘটেনি । তবে জিটিএতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, স্কুল সার্ভিস কমিশন কিছুই নেই । সেগুলি করতে হবে । পাহাড়ে পর্যটন বেড়েছে । এটা ভালো দিক । কর্মীর সংখ্যা খুব কম । তা বাড়াতে হবে ।’’

এদিন নবান্নে ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Arup Biswas) । তিনি শাসকদলের তরফে পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত । মন্ত্রী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী জিটিএর সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন । আমরা বাইরে থেকে জিটিএকে সমর্থন করব । পাহাড়কে আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে ।’’

আরও পড়ুন : Anit Thapa: মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে কলকাতায় অনিত থাপা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.