ETV Bharat / city

Municipal Corporation Election : হাওড়াকে বাদ দিয়ে কেন চার পৌরনিগমের নির্ঘণ্ট ঘোষণা, আবেদন হাইকোর্টে

সোমবার কমিশন ঘোষণা করেছে আগামী 22 জানুয়ারি রাজ্যের 4টি পৌরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷ কিন্তু, হাওড়াকে বাদ দেওয়া হল কেন ? নির্ঘণ্ট ঘোষণা হওয়া পরই ভোট নিয়ে প্রশ্ন তুলে আবেদন জমা পড়ল হাইকোর্টে ৷

Municipal Corporation Election
নির্ঘণ্ট ঘোষণা হওয়া পরেই চার পৌরনিগমের ভোট নিয়ে প্রশ্ন তুলে আবেদন জমা পড়ল হাইকোর্টে
author img

By

Published : Dec 27, 2021, 9:54 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর : রাজ্য নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করেছে আগামী 22 জানুয়ারি রাজ্যের 4টি পৌরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷ সেগুলি হল চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোল পৌরনিগম । এই বিষয়টি নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷

পৌর নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তার মধ্যে একটি মামলা দায়ের করেছিলেন মৌসুমী রায় নামে এক মহিলা । সোমবার মৌসুমী রায়ের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে একটি ই-মেল মারফত জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন এদিন যেভাবে চারটি পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে তা গত 23 ডিসেম্বর হাইকোর্টে জানানো কমিশনের বক্তব্যের সঙ্গে মিলছে না ৷ কারণ নির্বাচন কমিশন সেদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছিল, 22 জানুয়ারি 5টি পৌরনিগমের নির্বাচন করবে তারা । কিন্তু হাওড়া পৌরনিগমকে বাদ দিয়েই এদিন নির্বাচন ঘোষণা করা হয়েছে ।

আরও পড়ুন : 22 জানুয়ারি চার পৌরনিগমে ভোট, 25-এ গণনা

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন, হাওড়া থেকে বালি পৌরসভাকে আলাদা করার বিষয়ে রাজ্যপাল সম্মতি জানিয়েছেন । ফলে এই সংক্রান্ত জটিলতা আর নেই । তার পরও কেন হাওড়াকে বাদ দিয়ে এদিন ওই চারটি পৌনিগমের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল, সেই প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী ৷ এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনে একটি স্পেশাল বেঞ্চ গঠন করার আবেদনও জানিয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় ।

যদিও আদালত সূত্রে খবর হাইকোর্টের প্রধান বিচারপতি এই ই-মেল এর পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, এই বিষয়ে মঙ্গলবার একটি আবেদন কলকাতা হাইকোর্টে জানাতে ওই আবেদনকারীকে ৷ সেই আবেদন খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ঠিক করবেন কবে এই বিষয়ে তিনি শুনানি করবেন বা অন্য কোনও বেঞ্চকে বিষয়টি শোনার জন্য নির্দেশ দেওয়া হবে কি না ৷

কলকাতা, 27 ডিসেম্বর : রাজ্য নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করেছে আগামী 22 জানুয়ারি রাজ্যের 4টি পৌরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷ সেগুলি হল চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোল পৌরনিগম । এই বিষয়টি নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷

পৌর নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তার মধ্যে একটি মামলা দায়ের করেছিলেন মৌসুমী রায় নামে এক মহিলা । সোমবার মৌসুমী রায়ের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে একটি ই-মেল মারফত জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন এদিন যেভাবে চারটি পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে তা গত 23 ডিসেম্বর হাইকোর্টে জানানো কমিশনের বক্তব্যের সঙ্গে মিলছে না ৷ কারণ নির্বাচন কমিশন সেদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছিল, 22 জানুয়ারি 5টি পৌরনিগমের নির্বাচন করবে তারা । কিন্তু হাওড়া পৌরনিগমকে বাদ দিয়েই এদিন নির্বাচন ঘোষণা করা হয়েছে ।

আরও পড়ুন : 22 জানুয়ারি চার পৌরনিগমে ভোট, 25-এ গণনা

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন, হাওড়া থেকে বালি পৌরসভাকে আলাদা করার বিষয়ে রাজ্যপাল সম্মতি জানিয়েছেন । ফলে এই সংক্রান্ত জটিলতা আর নেই । তার পরও কেন হাওড়াকে বাদ দিয়ে এদিন ওই চারটি পৌনিগমের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল, সেই প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী ৷ এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনে একটি স্পেশাল বেঞ্চ গঠন করার আবেদনও জানিয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় ।

যদিও আদালত সূত্রে খবর হাইকোর্টের প্রধান বিচারপতি এই ই-মেল এর পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, এই বিষয়ে মঙ্গলবার একটি আবেদন কলকাতা হাইকোর্টে জানাতে ওই আবেদনকারীকে ৷ সেই আবেদন খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ঠিক করবেন কবে এই বিষয়ে তিনি শুনানি করবেন বা অন্য কোনও বেঞ্চকে বিষয়টি শোনার জন্য নির্দেশ দেওয়া হবে কি না ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.