কলকাতা, 27 ডিসেম্বর : রাজ্য নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করেছে আগামী 22 জানুয়ারি রাজ্যের 4টি পৌরনিগমের নির্বাচন অনুষ্ঠিত হবে (Elections for four municipal corporations in Bengal on January 22) ৷ সেগুলি হল চন্দননগর, বিধাননগর, শিলিগুড়ি এবং আসানসোল পৌরনিগম । এই বিষয়টি নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ৷
পৌর নির্বাচন সংক্রান্ত একাধিক মামলা ইতিমধ্যেই দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ তার মধ্যে একটি মামলা দায়ের করেছিলেন মৌসুমী রায় নামে এক মহিলা । সোমবার মৌসুমী রায়ের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেলকে একটি ই-মেল মারফত জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন এদিন যেভাবে চারটি পৌরনিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে তা গত 23 ডিসেম্বর হাইকোর্টে জানানো কমিশনের বক্তব্যের সঙ্গে মিলছে না ৷ কারণ নির্বাচন কমিশন সেদিন কলকাতা হাইকোর্টে জানিয়েছিল, 22 জানুয়ারি 5টি পৌরনিগমের নির্বাচন করবে তারা । কিন্তু হাওড়া পৌরনিগমকে বাদ দিয়েই এদিন নির্বাচন ঘোষণা করা হয়েছে ।
আরও পড়ুন : 22 জানুয়ারি চার পৌরনিগমে ভোট, 25-এ গণনা
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন, হাওড়া থেকে বালি পৌরসভাকে আলাদা করার বিষয়ে রাজ্যপাল সম্মতি জানিয়েছেন । ফলে এই সংক্রান্ত জটিলতা আর নেই । তার পরও কেন হাওড়াকে বাদ দিয়ে এদিন ওই চারটি পৌনিগমের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হল, সেই প্রশ্ন তুলেছেন ওই আইনজীবী ৷ এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনে একটি স্পেশাল বেঞ্চ গঠন করার আবেদনও জানিয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় ।
যদিও আদালত সূত্রে খবর হাইকোর্টের প্রধান বিচারপতি এই ই-মেল এর পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, এই বিষয়ে মঙ্গলবার একটি আবেদন কলকাতা হাইকোর্টে জানাতে ওই আবেদনকারীকে ৷ সেই আবেদন খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ঠিক করবেন কবে এই বিষয়ে তিনি শুনানি করবেন বা অন্য কোনও বেঞ্চকে বিষয়টি শোনার জন্য নির্দেশ দেওয়া হবে কি না ৷