ETV Bharat / city

Amit Shah: নভেম্বরে নবান্নে আসতে পারেন অমিত শাহ, মমতার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা - অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

আগামী নভেম্বরে কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ বৈঠক করতে পারেন নবান্নে ৷ সেই বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Bengal CM Mamata Banerjee) ৷

amit-shah-might-come-to-bengal-for-a-meeting-in-nabanna
Amit Shah: নভেম্বরে নবান্নে আসতে পারেন অমিত শাহ, মমতার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা
author img

By

Published : Sep 16, 2022, 3:17 PM IST

Updated : Sep 17, 2022, 4:22 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে ধুন্ধুমার হয়েছে কলকাতা ও হাওড়ার একটা বড় অংশে ৷ সেই নিয়ে রাজনৈতিক তরজা এখনও অব্যাহত ৷ আর তার মধ্যেই খবর পাওয়া গেল যে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে (Nabanna) আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ প্রশাসন সূত্রে খবর, আগামী 5 নভেম্বর তিনি আসতে পারেন ৷

বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) যুযুধান দুই পক্ষ৷ নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায়ই তোপ দাগেন ৷ সম্প্রতি অমিত শাহকে সবচেয়ে বড় পাপ্পু বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এই নিয়ে টি-শার্ট তৈরি করে প্রচারও শুরু করেছে ঘাসফুল শিবির ৷

এই পরিস্থিতিতে অমিত শাহ কেন নবান্ন আসবেন ? এই প্রশ্ন কৌতুহল স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ৷ প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামী নভেম্বরে কলকাতায় হবে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ৷ ওই বৈঠকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও সিকিমের মুখ্যমন্ত্রীদের থাকার কথা ৷

বৈঠকটি নবান্নে হবে ৷ সেখানেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনিই ওই বৈঠকের সভাপতিত্ব করবেন ৷ তিনি ছাড়াও উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের ৷ এছাড়াও সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনের একাধিক শীর্ষকর্তা থাকতে পারেন বলে খবর ৷

প্রসঙ্গত, অনেক সময়ই কেন্দ্রের ডাকা বৈঠক এড়িয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে সম্প্রতি টানা তিনদিন নয়াদিল্লিতে থেকে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি ৷ তাই নবান্নে অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকবেন কি মমতা ? এই প্রশ্নও উঠেছে ৷

এই নিয়ে অবশ্য এখনও কোনও উত্তর প্রশাসনিক মহল থেকে মেলেনি ৷ তবে প্রশাসনের একটি অংশ বলছে যে মমতার থাকার সম্ভাবনা রয়েছে ৷ এর একাধিক কারণ রয়েছে ৷ প্রথমত, বৈঠক হবে নবান্নে ৷ দ্বিতীয়ত, স্বয়ং অমিত শাহ উপস্থিত থাকলে তা হতো এড়াবেন না মুখ্যমন্ত্রী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এই মুহূর্তে দেশে পাঁচটি আঞ্চলিক নিরাপত্ত পরিষদ রয়েছে । পদাধিকার বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ সবক’টি নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান । ইতিমধ্যেই দু’টি আঞ্চলিক নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সবকিছু ঠিকঠাক থাকলে কালীপুজোর পরে হতে চলা এই বৈঠকেও যোগ দেবেন তিনি ।

অন্যদিকে অমিত শাহ যদি নভেম্বরে কলকাতায় আসেন, তাহলে পরপর দু’মাসে তিনি দু’বার আসবেন ৷ কারণ, আগামী অক্টোবরেও তাঁর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে ৷ কলকাতার প্রাচীন ঐতিহ্যশালী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় তাঁকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

ওই পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) বিজেপির কাউন্সিলর ৷ তিনিই অমিত শাহকে আমন্ত্রণের বিষয়টি জানিয়েছিলেন ৷ তবে তিনিও এটাও জানান যে এখনও অমিত শাহের উপস্থিতি নিয়ে কোনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি ৷

প্রসঙ্গত, এর আগে 2019 সালে বিধাননগরের একটি পুজো উদ্বোধনে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এবার তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে এলে, সেটা কলকাতায় তাঁর দ্বিতীয় পুজো উদ্বোধন হবে ৷

আরও পড়ুন : মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ, কটাক্ষ অভিষেকের

কলকাতা, 16 সেপ্টেম্বর : গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে ধুন্ধুমার হয়েছে কলকাতা ও হাওড়ার একটা বড় অংশে ৷ সেই নিয়ে রাজনৈতিক তরজা এখনও অব্যাহত ৷ আর তার মধ্যেই খবর পাওয়া গেল যে পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে (Nabanna) আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) ৷ প্রশাসন সূত্রে খবর, আগামী 5 নভেম্বর তিনি আসতে পারেন ৷

বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) যুযুধান দুই পক্ষ৷ নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রায়ই তোপ দাগেন ৷ সম্প্রতি অমিত শাহকে সবচেয়ে বড় পাপ্পু বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এই নিয়ে টি-শার্ট তৈরি করে প্রচারও শুরু করেছে ঘাসফুল শিবির ৷

এই পরিস্থিতিতে অমিত শাহ কেন নবান্ন আসবেন ? এই প্রশ্ন কৌতুহল স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে ৷ প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, আগামী নভেম্বরে কলকাতায় হবে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ৷ ওই বৈঠকে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও সিকিমের মুখ্যমন্ত্রীদের থাকার কথা ৷

বৈঠকটি নবান্নে হবে ৷ সেখানেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনিই ওই বৈঠকের সভাপতিত্ব করবেন ৷ তিনি ছাড়াও উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের ৷ এছাড়াও সংশ্লিষ্ট রাজ্যগুলির প্রশাসনের একাধিক শীর্ষকর্তা থাকতে পারেন বলে খবর ৷

প্রসঙ্গত, অনেক সময়ই কেন্দ্রের ডাকা বৈঠক এড়িয়ে যেতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে সম্প্রতি টানা তিনদিন নয়াদিল্লিতে থেকে দু’টি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি ৷ তাই নবান্নে অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকবেন কি মমতা ? এই প্রশ্নও উঠেছে ৷

এই নিয়ে অবশ্য এখনও কোনও উত্তর প্রশাসনিক মহল থেকে মেলেনি ৷ তবে প্রশাসনের একটি অংশ বলছে যে মমতার থাকার সম্ভাবনা রয়েছে ৷ এর একাধিক কারণ রয়েছে ৷ প্রথমত, বৈঠক হবে নবান্নে ৷ দ্বিতীয়ত, স্বয়ং অমিত শাহ উপস্থিত থাকলে তা হতো এড়াবেন না মুখ্যমন্ত্রী ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এই মুহূর্তে দেশে পাঁচটি আঞ্চলিক নিরাপত্ত পরিষদ রয়েছে । পদাধিকার বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ সবক’টি নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান । ইতিমধ্যেই দু’টি আঞ্চলিক নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সবকিছু ঠিকঠাক থাকলে কালীপুজোর পরে হতে চলা এই বৈঠকেও যোগ দেবেন তিনি ।

অন্যদিকে অমিত শাহ যদি নভেম্বরে কলকাতায় আসেন, তাহলে পরপর দু’মাসে তিনি দু’বার আসবেন ৷ কারণ, আগামী অক্টোবরেও তাঁর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে ৷ কলকাতার প্রাচীন ঐতিহ্যশালী সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় তাঁকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ৷

ওই পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) বিজেপির কাউন্সিলর ৷ তিনিই অমিত শাহকে আমন্ত্রণের বিষয়টি জানিয়েছিলেন ৷ তবে তিনিও এটাও জানান যে এখনও অমিত শাহের উপস্থিতি নিয়ে কোনও চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি ৷

প্রসঙ্গত, এর আগে 2019 সালে বিধাননগরের একটি পুজো উদ্বোধনে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এবার তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে এলে, সেটা কলকাতায় তাঁর দ্বিতীয় পুজো উদ্বোধন হবে ৷

আরও পড়ুন : মোদির মন্ত্রিসভায় সবচেয়ে বড় অপদার্থ মন্ত্রী অমিত শাহ, কটাক্ষ অভিষেকের

Last Updated : Sep 17, 2022, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.