কলকাতা, 2 জুন : সোমবার কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে জিএসটি-র ক্ষতিপূরণ বাবদ অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের দেওয়া তালিকা অনুযায়ী, রাজ্যকে জিএসটি ক্ষতিপূরণ বাবদ দেওয়া হচ্ছে 6 হাজার 591 কোটি টাকা । তারপরেই কটাক্ষ ধেয়ে এসেছে পদ্মশিবির থেকে ৷ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘গত 40 বছর ধরে বারবারই রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়, কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না । এবার সাড়ে 6 হাজার কোটি টাকা রাজ্যকে দিয়েছে । রাজ্যের উচিত সাধারণ মানুষকে জ্বালানি ক্রয়ের ক্ষেত্রে কর ছাড় দেওয়া (Amit Mitra slams Sukanta Majumdar) ।’’
বিজেপি-র রাজ্য সভাপতির দাবি, পশ্চিমবঙ্গ জিএসটি সংগ্রহে মহারাষ্ট্র, গুজরাতের থেকে পিছিয়ে রয়েছে ৷ সে কারণেই এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছে রাজ্য । তিনি বলেন, ‘‘রাজ্যের শিল্পের আকাল ৷ ছোট কারখানা থেকে জিএসটি আদায় করতে না পারার ব্যর্থতার জন্যই রাজ্য সরকার 14% জিএসটি আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারছে না । আর সে কারণেই কেন্দ্রকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে ।’’
এদিন অবশ্য এর পালটা দিয়েছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র । মুখ্যমন্ত্রীর বর্তমান অর্থনৈতিক উপদেষ্টার অভিযোগ, সঠিক তথ্য ছাড়াই রাজ্যের সমালোচনা করছেন বিজেপির রাজ্য সভাপতি । বর্ষীয়ান অর্থনীতিবিদের কথায়, শিল্প না থাকায় জিএসটি আদায় কম হচ্ছে এই তথ্য বাস্তবসম্মত নয় । বিজেপি শাসিত উত্তরপ্রদেশকে 8 হাজার 874 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, কর্নাটক পেয়েছে 8 হাজার 633 কোটি টাকা । তাহলে কি এটা ধরে নিতে হবে বিজেপি শাসিত এই দুই রাজ্যের শিল্প নেই ?
তিনি বলেন, ‘‘বিজেপির রাজ্য সভাপতি বলছেন জিএসটি সংগ্রহে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গের থেকে এগিয়ে । কিন্তু তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 14 হাজার 145 কোটি টাকা ৷ তাহলে কি দেশের অর্থনৈতিক রাজধানীতে শিল্প নেই ?’’
আরও পড়ুন : সফল শিল্প সম্মেলনের প্রাণভোমরা অমিত মিত্র, মন্ত্রিসভায় না থেকেও থাকলেন সর্বত্রই
মিতভাষী হিসেবে পরিচিত অমিত মিত্র এদিন কার্যত একহাত নিয়েছেন পদ্মশিবিরের নেতাকে ৷ তিনি বলেন, ‘‘যতদূর জানি সুকান্তবাবু বোটানির অধ্যাপক । তাই জিএসটির বিষয়ে হয়তো জ্ঞান নেই । সে কারণেই অন্যের শেখানো বুলি আউড়াচ্ছেন । যদি রাজ্যের দাবি-দাওয়া নিয়ে এতটাই উদ্বিগ্ন হন, তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে আইজিএসটি বাবদ যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিন ৷’’