ETV Bharat / city

Amit Mitra at BGBS 2022 : ট্যুরিজম নিয়ে একত্রে মালয়েশিয়ার সঙ্গে কাজের বার্তা দিলেন অমিত মিত্র - Amit Mitra at BGBS 2022

নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আজ বুধবার শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ সেখানে কলকাতা ও মালয়েশিয়ার একত্রিতভাবে কাজ করতে পারে পর্যটন ক্ষেত্রে বলে বার্তা নিলেন অমিত মিত্র ৷

Amit Mitra Says Malyaysia and Kolkata can work together on Tourism
অমিত মিত্র
author img

By

Published : Apr 20, 2022, 9:04 PM IST

কলকাতা, 20 এপ্রিল : ট্যুরিজম সার্কিটে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ নাম । এই ছোট্ট শহরটির প্রধান ব্যবসায়ই হল পর্যটন । এক্ষেত্রে রাজ্য সরকার চাইছে মালয়েশিয়ার ট্যুরিজম থেকে শিক্ষা নিতে । রাজ্য সরকারের তরফ থেকে এই দিন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র মালেশিয়ার প্রতিনিধিদের প্রস্তাব দেন যাতে কলকাতা ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন নিয়ে চুক্তি করা যেতে পারে (Amit Mitra gives message of working together with Malaysia on tourism) । দুই শহরকে পর্যটন ক্ষেত্রে একত্রিত করতে এই বার্তা অমিত মিত্রের ৷

অমিত মিত্রের এই প্রস্তাব বেশ পছন্দ হয়েছে মালয়েশিয়ার (Amit Mitra at BGBS 2022) । অমিত মিত্র বলেন, "রাজ্য সরকারের এই প্রস্তাব খুবই সময়োপযোগী । আমরা বিষয়টি নিয়ে পরস্পরের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারি ৷ আমরা একসঙ্গে কাজ করতে পারি । অমিত মিত্র আরও বলেন, "এখানেই পর্যটন দফতরের শীর্ষ আধিকারিকের রয়েছে ৷ আমরা আশা করব এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ।"

প্রসঙ্গত, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ ব্রিটেন, জাপান, বাংলাদেশ, কেনিয়া ও ভুটানের প্রতিনিধি-সহ একাধিক দেশের প্রতিনিধিদল ৷ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷

করোনা পরিস্থিতিতে দু’বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন । রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কাল অবধি চলবে দু’দিনের এই সম্মেলন । সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভুটান, ব্রিটেন, আমেরিকা-সহ 14টি দেশ । এছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Adani at BGBS 2022 : বাংলায় 25 হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি আদানির

কলকাতা, 20 এপ্রিল : ট্যুরিজম সার্কিটে মালয়েশিয়া গুরুত্বপূর্ণ নাম । এই ছোট্ট শহরটির প্রধান ব্যবসায়ই হল পর্যটন । এক্ষেত্রে রাজ্য সরকার চাইছে মালয়েশিয়ার ট্যুরিজম থেকে শিক্ষা নিতে । রাজ্য সরকারের তরফ থেকে এই দিন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র মালেশিয়ার প্রতিনিধিদের প্রস্তাব দেন যাতে কলকাতা ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন নিয়ে চুক্তি করা যেতে পারে (Amit Mitra gives message of working together with Malaysia on tourism) । দুই শহরকে পর্যটন ক্ষেত্রে একত্রিত করতে এই বার্তা অমিত মিত্রের ৷

অমিত মিত্রের এই প্রস্তাব বেশ পছন্দ হয়েছে মালয়েশিয়ার (Amit Mitra at BGBS 2022) । অমিত মিত্র বলেন, "রাজ্য সরকারের এই প্রস্তাব খুবই সময়োপযোগী । আমরা বিষয়টি নিয়ে পরস্পরের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারি ৷ আমরা একসঙ্গে কাজ করতে পারি । অমিত মিত্র আরও বলেন, "এখানেই পর্যটন দফতরের শীর্ষ আধিকারিকের রয়েছে ৷ আমরা আশা করব এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ।"

প্রসঙ্গত, বুধবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন (Bengal Global Business Summit) ৷ উপস্থিত ছিলেন দেশ-বিদেশের শিল্পপতিরা ৷ ব্রিটেন, জাপান, বাংলাদেশ, কেনিয়া ও ভুটানের প্রতিনিধি-সহ একাধিক দেশের প্রতিনিধিদল ৷ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ও রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷

করোনা পরিস্থিতিতে দু’বছর বন্ধ থাকার পর আজ থেকে ফের শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন । রাজারহাটের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কাল অবধি চলবে দু’দিনের এই সম্মেলন । সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভুটান, ব্রিটেন, আমেরিকা-সহ 14টি দেশ । এছাড়াও অন্যান্য দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : Adani at BGBS 2022 : বাংলায় 25 হাজার কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি আদানির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.