কলকাতা, 10 সেপ্টেম্বর: নিসার খান নন ৷ প্রতারণার অভিযোগ তাঁর বাবা আমির খানের বিরুদ্ধে ৷ অনলাইন গেমিং অ্যাপ তৈরি করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এই আমিরের বিরুদ্ধে (Money Recovered in ED Raid) ৷ একাধিক জায়গা থেকে অভিযোগ পেয়ে ইডি তদন্ত শুরু করে ৷ আর সেই তদন্তে গার্ডেনরিচে (Garden Reach Fraud Case) নিসার খানের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সাফল্য পেয়েছেন ইডি’র আধিকারিকরা ৷
এ দিন সকালে গার্ডেনরিচ, মোমিনপুর ও পার্কস্ট্রিটে অভিযান চালায় ইডি ৷ ওই অভিযানে ব্যবসায়ী নিসার খানের (Nasir Khan) গার্ডেনরিচের বাড়ি থেকে পাঁচশো ও 2 হাজারের নোটের বান্ডিলে থরে থরে টাকা উদ্ধার হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সাড়ে 8 কোটির বেশি টাকা পাওয়া গিয়েছে ৷ তবে, আরও টাকা লুকানো ছিল বলে ইডি সূত্রে খবর ৷ সেই টাকা এখনও গোনা হচ্ছে ৷ ইডি সূত্রে খবর, অনলাইন গেমিং অ্যাপ তৈরি করে আর্থিক প্রতারণা করা হয়েছিল ৷ এমন একাধিক অভিযোগ জমা পড়ে ৷ তার পরেই তদন্ত শুরু করে ইডি ৷ সেই তদন্তে নেমে নিসার খানের বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা ৷
আরও পড়ুন: অনলাইন গেমিংয়ে প্রতারণা, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে ইডি হানায় মিলল 7 কোটি
প্রথমে মনে করা হয়েছিল, নিসার খান এই প্রতারণা চক্রে জড়িত ৷ পরে জানা যায়, তাঁর বাবা আমির খান এই অনলাইন গেমিং চক্রে মূল অভিযুক্ত ৷ তবে, নিসার খানকে এখনই ক্লিনচিট দিচ্ছে না গোয়েন্দারা ৷ ইডি সূত্রে খবর, এই চক্রে নিসার খানের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে ৷ কারণ, তাঁর বাড়িতে বিপুল পরিমাণ টাকা মজুত করা রয়েছে ৷ অথচ তিনি কিছু জানেন না, তা মানতে নারাজ ইডি আধিকারিকরা ৷ ফলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে পুরো বাড়ি ঘিরে তল্লাশি চলছে ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নিসার খান এবং তাঁর বাবাকে ৷
আরও পড়ুন: সাতসকালে গার্ডেনরিচে পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে ইডি'র হানা
অন্যদিকে, এ দিন তল্লাশি অভিযান চলার মাঝে এক মহিলা ওই বাড়িতে আসেন ৷ তিনি ভিতরে ঢুকতে চাইলেও, বাইরে থাকা সিআরপিএফ জওয়ানরা তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেন ৷ এর পরেই তিনি বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করেন ৷ সেখানে লোকজনের ভিড় হয়ে যায় ৷ আর সেই পরিস্থিতিতে মহিলা বারবার জ্ঞান হারাতে থাকেন ৷ এর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মনে করা হচ্ছে ওই মহিলা নিসার খান এবং আমির খানের পরিবারের কোনও আত্মীয় ৷