ETV Bharat / city

Allegation of Stabbed Against Neighbour : আসানসোলে ভোজালির কোপ মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে - জলের পাইপ লাইন নিয়ে অশান্তির জেরে ভোজালির কোপ মারার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে

জলের পাইপ লাইন নিয়ে অশান্তির জেরে ভোজালির কোপ মারার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে (Allegation of Stabbed Against Neighbour)৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার শবনপুর গ্রামে । গুরুতর জখম হয়েছেন সালানপুর গ্রামের বাসিন্দা সুবলচন্দ্র ঘোষ ।

Allegation of stabbed against Neighbour in Asansol
Allegation of Stabbed Against Neighbour
author img

By

Published : May 18, 2022, 9:33 PM IST

আসানসোল, 18 মে : জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । তা থেকেই প্রতিবেশীকে ভোজালি মারার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার শবনপুর গ্রামে । গুরুতর জখম হয়েছেন সালানপুর গ্রামের বাসিন্দা সুবলচন্দ্র ঘোষ । তিনি পেশায় ইসিএলের নিয়ামতপুর ওয়ার্কশপের কর্মী (Allegation of Stabbed Against Neighbour)।

সুবলচন্দ্র ঘোষের ছেলে রাজকুমার ঘোষ জানিয়েছেন, তাদের এক প্রতিবেশীর সঙ্গে জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । যদিও ওই প্রতিবেশীকে কিছু না জানিয়ে তিনি পঞ্চায়েতে এবং পুলিশকে অভিযোগ জানিয়ে ছিলেন । কিন্তু আজ দুপুরে তিনি জানতে পারেন, বাবা সুবল চন্দ্র ঘোষ যখন বাড়িতে খেতে আসেন, তখন ওই প্রতিবেশী তাঁর বাবাকে ভোজালি দিয়ে হামলা চালিয়েছে ।

আরও পড়ুন : Bengal-Jharkhand Border : বেআইনি কয়লা আটকাতে পুলিশি অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে শয়ে শয়ে লরি

রক্তাক্ত অবস্থায় সুবলচন্দ্র ঘোষকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি চিকিৎসাধীন । সালানপুর থানার পুলিশ জানিয়েছে "নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আসানসোল, 18 মে : জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । তা থেকেই প্রতিবেশীকে ভোজালি মারার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার শবনপুর গ্রামে । গুরুতর জখম হয়েছেন সালানপুর গ্রামের বাসিন্দা সুবলচন্দ্র ঘোষ । তিনি পেশায় ইসিএলের নিয়ামতপুর ওয়ার্কশপের কর্মী (Allegation of Stabbed Against Neighbour)।

সুবলচন্দ্র ঘোষের ছেলে রাজকুমার ঘোষ জানিয়েছেন, তাদের এক প্রতিবেশীর সঙ্গে জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । যদিও ওই প্রতিবেশীকে কিছু না জানিয়ে তিনি পঞ্চায়েতে এবং পুলিশকে অভিযোগ জানিয়ে ছিলেন । কিন্তু আজ দুপুরে তিনি জানতে পারেন, বাবা সুবল চন্দ্র ঘোষ যখন বাড়িতে খেতে আসেন, তখন ওই প্রতিবেশী তাঁর বাবাকে ভোজালি দিয়ে হামলা চালিয়েছে ।

আরও পড়ুন : Bengal-Jharkhand Border : বেআইনি কয়লা আটকাতে পুলিশি অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে শয়ে শয়ে লরি

রক্তাক্ত অবস্থায় সুবলচন্দ্র ঘোষকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি চিকিৎসাধীন । সালানপুর থানার পুলিশ জানিয়েছে "নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

For All Latest Updates

TAGGED:

asansol news
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.