ETV Bharat / city

Allegation of Stabbed Against Neighbour : আসানসোলে ভোজালির কোপ মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

জলের পাইপ লাইন নিয়ে অশান্তির জেরে ভোজালির কোপ মারার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে (Allegation of Stabbed Against Neighbour)৷ ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার শবনপুর গ্রামে । গুরুতর জখম হয়েছেন সালানপুর গ্রামের বাসিন্দা সুবলচন্দ্র ঘোষ ।

Allegation of stabbed against Neighbour in Asansol
Allegation of Stabbed Against Neighbour
author img

By

Published : May 18, 2022, 9:33 PM IST

আসানসোল, 18 মে : জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । তা থেকেই প্রতিবেশীকে ভোজালি মারার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার শবনপুর গ্রামে । গুরুতর জখম হয়েছেন সালানপুর গ্রামের বাসিন্দা সুবলচন্দ্র ঘোষ । তিনি পেশায় ইসিএলের নিয়ামতপুর ওয়ার্কশপের কর্মী (Allegation of Stabbed Against Neighbour)।

সুবলচন্দ্র ঘোষের ছেলে রাজকুমার ঘোষ জানিয়েছেন, তাদের এক প্রতিবেশীর সঙ্গে জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । যদিও ওই প্রতিবেশীকে কিছু না জানিয়ে তিনি পঞ্চায়েতে এবং পুলিশকে অভিযোগ জানিয়ে ছিলেন । কিন্তু আজ দুপুরে তিনি জানতে পারেন, বাবা সুবল চন্দ্র ঘোষ যখন বাড়িতে খেতে আসেন, তখন ওই প্রতিবেশী তাঁর বাবাকে ভোজালি দিয়ে হামলা চালিয়েছে ।

আরও পড়ুন : Bengal-Jharkhand Border : বেআইনি কয়লা আটকাতে পুলিশি অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে শয়ে শয়ে লরি

রক্তাক্ত অবস্থায় সুবলচন্দ্র ঘোষকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি চিকিৎসাধীন । সালানপুর থানার পুলিশ জানিয়েছে "নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আসানসোল, 18 মে : জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । তা থেকেই প্রতিবেশীকে ভোজালি মারার অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার শবনপুর গ্রামে । গুরুতর জখম হয়েছেন সালানপুর গ্রামের বাসিন্দা সুবলচন্দ্র ঘোষ । তিনি পেশায় ইসিএলের নিয়ামতপুর ওয়ার্কশপের কর্মী (Allegation of Stabbed Against Neighbour)।

সুবলচন্দ্র ঘোষের ছেলে রাজকুমার ঘোষ জানিয়েছেন, তাদের এক প্রতিবেশীর সঙ্গে জলের পাইপ লাইন কাটা নিয়ে অশান্তি হয়েছিল । যদিও ওই প্রতিবেশীকে কিছু না জানিয়ে তিনি পঞ্চায়েতে এবং পুলিশকে অভিযোগ জানিয়ে ছিলেন । কিন্তু আজ দুপুরে তিনি জানতে পারেন, বাবা সুবল চন্দ্র ঘোষ যখন বাড়িতে খেতে আসেন, তখন ওই প্রতিবেশী তাঁর বাবাকে ভোজালি দিয়ে হামলা চালিয়েছে ।

আরও পড়ুন : Bengal-Jharkhand Border : বেআইনি কয়লা আটকাতে পুলিশি অভিযান, বাংলা-ঝাড়খণ্ড সীমানায় দাঁড়িয়ে শয়ে শয়ে লরি

রক্তাক্ত অবস্থায় সুবলচন্দ্র ঘোষকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তিনি চিকিৎসাধীন । সালানপুর থানার পুলিশ জানিয়েছে "নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।"

For All Latest Updates

TAGGED:

asansol news
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.