কলকাতা, 21 জানুয়ারি : 2021 বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি প্রায় পড়েই গেল ৷ আজ শহরের একটি হোটেলে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ অন্য় নির্বাচনী আধিকারিকরা ৷ যেখানে তৃণমূলের তরফে রাজ্য়ের সীমান্তবর্তী গ্রামগুলিতে বিএসএফকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ করা হয়েছে ৷ যার পালটা বিজেপির তরফে বলা হয়েছে, বিএসএফ তাঁর এক্তিয়ারের মধ্য়েই কাজ করে ৷ সেখানে কারও হস্তক্ষেপ না করাই উচিত ৷ এনিয়ে বিএসএফের তরফেও বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ সেখানে বিএসএফ এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, তাঁরা সম্পূর্ণভাবে অরাজনৈতিক বাহিনী ৷ রাজনৈতিক দলগুলির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই ৷
এদিন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দিতে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায়, সুব্রত মুখোপাধ্য়ায় এবং ফিরহাদ হাকিম যান ৷ যেখানে তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্য়ায় কমিশনে অভিযোগ জানিয়েছেন, সীমান্তবর্তী গ্রামগুলিতে ঢুকে বিএসএফের জওয়ানরা বাসিন্দাদের ভয় দেখাচ্ছে ৷ তিনি অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে ভোট দিতে গ্রামবাসীদের চাপ দেওয়া হচ্ছে বিএসএফকে ব্য়বহার করে ৷ পাশাপাশি রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলানোর যে অভিযোগ শাসকদলের বিরুদ্ধে উঠেছে, তা নিয়েও কমিশনের কাছে নিজেদের মত জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল ৷ এনিয়ে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, কমিশন নিজে ভোটার তালিকা তৈরি করে ৷ সেখানে কমিশনের কাজের উপর প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি ৷
তৃণমূলের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ৷ বিএসএফ-কে দিয়ে প্ররোচনার অভিযোগে দিলীপ ঘোষ জানিয়েছেন, বিএসএফের এক্তিয়ারে হস্তক্ষেপ করা উচিত নয় ৷ তাঁরা তাঁদের কাজ ভালো বোঝেন ৷ দিলীপ ঘোষ আরও বলেন, ‘‘সীমান্তবর্তী 15 কিলোমিটারের মধ্য়ে বিএসএফের এক্তিয়ার ৷ তাই সেখানে বিএসএফ নিজেদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷ সেই প্রসঙ্গেই, দিলীপ ঘোষ জানান, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে ৷ এই অভিযোগ তাঁরা মুখ্য় নির্বাচন কমিশনারের কাছে করেছেন ৷
রাজ্য়ের শিক্ষামন্ত্রী ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর এই বক্তব্য়ের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বিএসএফ ৷ সেখানে বিএসএফের তরফে বলা হয়েছে, ‘‘বর্ডার সিকিউরিটি ফোর্স অতীতে এবং বর্তমানের নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে সীমান্তে প্রহরায় মোতায়েন রয়েছে ৷ আমরা সতর্কভাবে অনুপ্রবেশ ও চোরাচালানের উপর নজর রাখি এবং কাউকে তা করার সময় ধরতে পারলে আইনত ব্য়বস্থা নিয়ে থাকি ৷ কিন্তু, বিএসএফের বিরুদ্ধে যে অভিযোগ শিক্ষানমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পুর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম এনেছেন তাঁর কোনও ভিত্তি ও সত্য়তা নেই ৷ বিএসএফ তাঁর নীতিতে বিশ্বাসী, যে ‘‘মৃত্য়ুর আগে পর্যন্ত নিজের কর্তব্য় পালন করে যাও’’ ৷
আরও পড়ুন : কলকাতায় এলেন সুনীল অরোরা, শুক্রবার জানাবেন নির্বাচনের রূপরেখা
অন্য়দিকে, এদিন বামেদের তরফে রবীন দেব এবং সুখেন্দু পানিগ্রাহী কমিশনের সঙ্গে বৈঠকের জন্য় যান । কংগ্রেসের তরফে সাম্য আইচ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। আজ প্রথমে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্য় নির্বাচন কমিশনার ৷ এরপর রাজ্য়ের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য় নির্বাচন কমিশনার ৷